পাতা:বাংলাদেশ কোড ভলিউম ৩০.djvu/৫৪০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8br○ সন্ত্রাসমূলক অপরাধ দমন (বিশেষ বিধান) আইন, ১৯৯৪ ১৯৯৪ সনের ২১ নং আইন [১৭ ডিসেম্বর ১৯৯৪] ് No সন্ত্রাসমূলক অপরাধ দমন আইন, ১৯৯২ এর মেয়াদ উত্তীর্ণ হওয়ার তারিখে বা তৎপূর্বে উক্ত আইনের অধীন রুজুকৃত ও অনিষ্পন্ন মামলা, আপীল ও অন্যান্য কার্যধারা নিস্পত্তি এবং নিম্পন্নকৃত তদন্তের ভিত্তিতে মামলা ও অন্যান্য কার্যধারা পরিচালনা ও আনুষংগিক বিষয়ে বিধান করার জন্য প্রণীত আইন - SS যেহেতু সন্ত্রাসমূলক অপরাধ দমন আইন, ১৯৯২ (১৯৯২ সনের ৪৪ নং আইন) এর মেয়াদ উক্ত আইনের ১(২) ধারা অনুযায়ী, ২১ শে কার্তিক, ১৪০১ মোতাবেক ৫ই নভেম্বর ১৯৯৪ তারিখে উত্তীর্ণ হইয়াছেঃ এবং যেহেতু উক্ত মেয়াদউতী হওয়ারতলি বা তৎপূর্বে রুজুকৃত এবং অনিষ্পন্ন মামলা, আপীল ও অন্যান্য কার্যধারা নিস্পত্তি করা এবং নিম্পন্নকৃত তদন্তের ভিত্তিতে মামলা ও অন্যান্য কার্যধারা পরিচালনা ও আনুষঙ্গিক বিষয়ে বিধান করা সমীচীন ও প্রয়োজনীয়; o সেহেতু ཨ་ཤྭ་ཐ་র নিম্নরূ 거 আইন করা হইল:সংক্ষিপ্ত শিরোনামা ও ১। (১) এই আইন সন্ত্রাসমূলক অপরাধ দমন (বিশেষ বিধান) আইন, প্রবতন ১৯৯৪ নামে অভিহিত হইবে। O. - eS (২) এই আইন ১৬ই কার্তিক, ১৪০১ মোতাবেক ৩১শে অক্টোবর, ১৯৯৪ ততলি কনফাৰেলা গণ্য হইবে। ~ সংজ্ঞা Q ২। এই আইনে “তদন্ত নিম্পন্ন” বলিতে সন্ত্রাসমূলক অপরাধ দমন আইন, § ১৯৯২ (১৯৯২ সনের ৪৪ নং আইন), অতঃপর উক্ত আইন বলিয়া উল্লিখিত, eS এর বিধান অনুযায়ী কোন অপরাধ সম্পর্কে তদন্ত শেষে Code of Criminal § Procedure, 1898 (Act V of 1898), STS3-T ES Code of TIT CŞ উল্লিখিত, এর Section 173 এর অধীনে পুলিশ রিপোর্ট দাখিল করাকে বুঝাইবে।