পাতা:বাংলাদেশ কোড ভলিউম ৩৩.djvu/১২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Σ Ο বেসরকারীকরণ আইন, ২০০০ ২০০০ সনের ২৫ নং আইন [১১ জুলাই, ২০০০] সরকারী শিল্প ও বাণিজ্য প্রতিষ্ঠানসমূহ বেসরকারীকরণের উদ্দেশ্যে বিধান - প্রণয়নকল্পে প্রণীত আইন। o - ചു. যেহেতু সরকারী শিল্প ও বাণিজ্য প্রতিষ্ঠানসমূহ বেসরকারীকরণকল্পে বিধান প্রণয়ন করা সমীচীন ও প্রয়োজনীয়; ് সেহেতু এতদ্বারা নিম্নরূপ আইন করা হইল:- <o R সংক্ষিপ্ত শিরোনামা ১। এই আইন বেসরকারীকরণ আইন, ২০০০না অভিহিত হবে। o সংজ্ঞা ২। বিষয় বা প্রসংগের পরিপন্থী কোন কিছু না থাকিলে, এই আইনে, o (ক) “কমিশন” অর্থ এই "יאיר অধীন প্রতিষ্ঠিত বেসরকারীকরণ ఈ -్వ (খ) “চেয়ারম্যান” অর্থ কমিশনের চেয়ারম্যান; (গ) “প্রবিধান” অর্থ এ আইনের অধীন প্রণীত প্রবিধান; o

  • (ঘ) “ব্যক্তি বলতে যে কোন ব্যক্তিসংঘ, সমিতি, কোম্পানী, অংশীদারী

কারবারও অন্তর্ভুক্ত; NY (8) "বেসরকারীকরণ" অর্থ কোন সরকারী শিল্প বা বাণিজ্য প্রতিষ্ঠানের o হস্তান্তর; এবং আনুষঙ্গিক প্রক্রিয়াদিও ইহার অন্তর্ভুক্ত; & (চ) “শিল্প ও বাণিজ্য প্রতিষ্ঠান” অর্থ সরকারী শিল্প ও বাণিজ্য প্রতিষ্ঠান; ২S (ছ) "সদস্য” অর্থ কমিশনের সদস্য o o (জ) “সচিব” অর্থ কমিশনের সচিব; Q - (ঝ) “সরকারী শিল্প বা বাণিজ্য প্রতিষ্ঠান” অর্থ এমন কোন শিল্প বা বাণিজ্য o প্রতিষ্ঠান যাহা সরকার বা সরকারের নিয়ন্ত্রণাধীন বা তৎকর্তৃক o স্থাপিত, প্রতিষ্ঠিত, পরিচালিত বা গঠিত কোন কর্পোরেশন, ট্রাষ্ট, so বোর্ড, কোম্পানী বা অন্য যে কোন প্রকার প্রতিষ্ঠানের মালিকানাধীন, So বা যাহা সরকার বা উক্তরূপ যে কোন প্রতিষ্ঠান যে কোন ব্যক্তির নিকট হস্তান্তর করার অধিকারী, এবং উক্তরূপ কোন শিল্প বা বাণিজ্য প্রতিষ্ঠানে বা কোন প্রতিষ্ঠানে সরকারের বা উক্তরূপ কোন প্রতিষ্ঠানের কোন অংশ, স্বত্ব, স্বাৰ্থ বা পরিচালনা কিংবা ব্যবস্থাপনার অধিকারসহ, অন্য যে কোন অধিকারও ইহার অন্তর্ভুক্ত হইবে;