পাতা:বাংলাদেশ কোড ভলিউম ৩৩.djvu/১৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বেসরকারীকরণ আইন, ২০০০ >> (ঞ) “হস্তান্তর” অর্থ বিক্রয়, ইজারা, বন্দোবস্ত বা অন্য কোন প্রকারে মালিকানা, স্বত্ব, স্বাৰ্থ বা অধিকার হস্তান্তর বা অবসান, এবং পরিচালনা বা ব্যবস্থাপনা অর্পণ বা হস্তান্তরও ইহার অন্তর্ভুক্ত হইবে। ৩। আপাততঃ বলবৎ অন্য কোন আইনে যাহা কিছুই থাকুক না কেন, এই আইনের প্রাধান্য - আইন ও তদধীন প্রণীত বিধির বিধানাবলী কার্যকর থাকিবে। ് o ৪। (১) এই আইন বলবৎ হইবার পর যথাশীঘ্র সম্ভব, সরকার, গেজেট কমিশন প্রতিষ্ঠা § প্রজ্ঞাপন দ্বারা, বেসরকারীকরণ কমিশন নামে একটি কমিশন প্রতিষ্ঠা করিবে। ് (২) কমিশন একটি সংবিধিবদ্ধ সংস্থা হইবে এবং উহার স্থায়ী ধারাবাহিকতা . ও একটি সাধারণ সীল মোহর থাকিবে; উহার স্থাবর বা অস্থাবর উভয় প্রকার ് সম্পত্তি অর্জন করার, অধিকারে রাখার এবং হস্তান্তর করার ক্ষমতা থাকিবে, এবং ২ উহার নামে উহা মামলা দায়ের করিতে পারিবে এবং ইহার বিরুদ্ধেও উক্ত নামে মামলা দায়ের করা যাইবে। &o - ৫। কমিশনের কার্যালয় ঢাকায় থাকিবে। o Q কমিশনের কার্যালয় N ৬। (১)নিম্নলিখিত সদস্য সমন্বয়ে কমিশন গঠিত হইবে যথা- কমিশনের গঠন (ক) চেয়ারম্যান, যিনি সরকার কর্তৃক তুিংহইবেন; o (খ) ছয়জন সংসদ সদস্য, যাহার সদ নেতা কর্তৃক মনোনীত হইবেন; o (*) দুইজন সর্বক্ষণিক সদস্য যাহার সরকার কর্তৃক নিযুক্ত হইবেন। N (ঘ) সচিব, শিল্প মন্ত্রণালয়, পদাধিকার বলে; റ് (ঙ) সচিব, বাণিজ্য মন্ত্রণালয়, পদাধিকার বলে; o (চ) সচিব, ང་མ་ বিভাগ, অর্থ মন্ত্রণালয়, পদাধিকার বলে; --~~ ছ) সচিব, বস্ত্র মন্ত্রণালয়, পদাধিকার বলে; (জ) সচিব, পাট মন্ত্রণালয়, পদাধিকার বলে; Ç § (ঝ) চেয়ারম্যান, সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন, পদাধিকার বলে; (ঞ) সভাপতি, ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ് - ইন্দ্রাষ্ট্রিজ, পদাধিকার বলে; (ট) যে কোন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিত্বকারী একজন ব্যক্তি, যিনি সরকার কর্তৃক দুই বৎসরের মেয়াদে মনোনীত হইবেন।