SVo সালিস আইন, ২০০১ (৩) সালিসী ট্রাইব্যুনাল চুক্তির শর্ত অনুযায়ী সাধারণ ন্যায় বিচারের স্বার্থে সংশ্লিষ্ট বিষয়ে প্রথা, যদি থাকে, বিবেচনায় আনিয়া সিদ্ধান্ত প্রদান করিবে। একাধিক সালিসকারীর ৩৭। (১) পক্ষগণ অন্যভাবে সম্মত না হইলে, একাধিক সালিসকারী ট্রাইব্যুনালে সিদ্ধান্ত সমর্থনে গৃহীত হইবে। ് (২) উপ-ধারা (১) এ যাহা কিছুই থাকুক না কেন, ༢དང་ཀར་ཤ་པཱ། ཨ་ཨཱ། ཨ་ཡག་ཚེ་ সালিসী ট্রাইব্যুনালের সকল সদস্যের দ্বারা ক্ষমতাপ্রাপ্ত হইলে, পদ্ধতি সম্পর্কিত সালিসী রোয়েদাদের ৩৮। (১) সালিসী ট্রাইব্যুনালের রোয়েদাদ লিখিত এবং সালিসকারী বা নমুনা ও বিষয়বস্তু সালিসকারীগণ কর্তৃক স্বাক্ষরিত হইতে হইবে। & (২) সালিসকারীর একাধিক সালিসকারীর সমন্বয়ে গঠিত সালিসী ট্রাইব্যুনালের রোয়েদাদে সংখ্যাগরিষ্ঠ স্বাক্ষর পর্যাপ্ত হইবে এবং কোন (৩) সালিসী রোয়েদাদের অনুকূলে যুক্তি প্রদর্শনের প্রয়োজন হইবে না মর্মে পক্ষগণ সম্মত হইলে অথবা রোয়েদাদটি ধারা ২২ এর অধীন সম্মত শর্ত প্রয়োজন হইবে না। qŞ` (8) ধারা ২৬ অনুসারে নির্ধারিত মতে সালিসী রোয়েদাদে সালিসের তারিখ এবং স্থান উল্লেখ করিতে হইবে এবং রোয়েদাদটি উক্ত স্থানে প্রদত্ত হইয়াছে বলিয়া গণ্য হইবে। (৫) বােয়েদাদ প্রদত্ত হওয়ার পর সলিসী ট্রাইব্যুনালের সালিসকারী বা সরবরাহ করিতে হইবে। o (৬) পক্ষগণের দ্বারা অন্যভাবে সাব্যস্ত না হইলে o (ক) সালিসী রোয়েদাদে অর্থ পরিশোধের বিষয় থাকিলে পরিশোধিতব্য o করিবার তারিখ পর্যন্ত সময়সীমার সম্পূর্ণ বা অংশের জন্য সালিস o চুক্তিতে নির্ধারিত হারে বা, অনুরূপ হার না থাকিলে, সালিসী o ট্রাইব্যুনাল কর্তৃক নির্ধারিত হারে সুদ যুক্ত করা যাইবে; এবং e$ (খ) রোয়েদাদে অন্যভাবে আদেশ প্রদত্ত না হইলে, রোয়েদাদ প্রদত্ত হওয়ার তারিখ হইতে অর্থ পরিশোধের তারিখ পর্যন্ত সময়কালের জন্য সালিসী রোয়েদাদ দ্বারা যে অর্থ পরিশোধের জন্য আদেশ প্রদান করা হইবে উক্ত অর্থের সহিত প্রচলিত ব্যাংক হার অপেক্ষা ২% অধিক বাৎসরিক হারে সুদ প্রদেয় হইবে।
পাতা:বাংলাদেশ কোড ভলিউম ৩৩.djvu/১৬৮
অবয়ব