বিষয়বস্তুতে চলুন

পাতা:বাংলাদেশ কোড ভলিউম ৩৩.djvu/৩০১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৯২ বরিশাল সিটি কর্পোরেশন আইন, ২০০১ জমি উন্নয়ন প্রকল্প ১১৭। (১) জমি উন্নয়ন প্রকল্প কর্পোরেশনের পরিদর্শনাধীনে নিয়ন্ত্রণ ও কার্যকর করা বাস্তবায়িত করা হইবে, এবং ইহা বাস্তবায়নের ব্যাপারে কর্পোরেশন প্রয়োজনীয় নির্দেশ প্রদান করিতে পারিবে । (২) যদি জমি উন্নয়ন প্রকল্পের বিধানের খেলাপ করিয়া কোন জায়গা NON বিধান খেলাপকারী ব্যক্তিকে নোটিশে উল্লিখিতভাবে জায়গাটিতে পরিবর্তন সাধন । করিবার জন্য নির্দেশ দিতে পারিবে; এবং যদি নির্দেশ মোতাবেক পরিবর্তন সাধন না করা হয় অথবা পরিবর্তন সাধন করা সম্ভব না হয়, তাহা হইলে কর্পোরেশন প্রবিধান অনুসারে আপত্তিকর নির্মাণ কার্য ভাংগিয়া ফেলিতে বা ভাংগিয়া ফেলিবার নির্দেশ দিতে পারিবে, এবং অন্য কোন আইনে যাহা কিছুই থাকুক না কেন উক্তরূপ ভংগিয়া ফেলার জন্য কোন ক্ষতিপূরণ প্রদেয় হইবে না। (৩) যদি জমি উন্নয়ন প্রকল্পের অন্তর্ভুক্ত কোন জমির প্রকল্প নির্ধারিত সময়ের মধ্যে, উন্নয়ন সাধন করা না হয় এবং কর্পোরেশন তজ্জন্য সময় বর্ধন না করে অথবা জমিটির উন্নয়ন উক্ত প্রকল্পের সহিত সামঞ্জস্যপূর্ণ না হয়, তাহা প্রয়োজনীয় নির্মাণ কাজ সমাধান করিতে পারবে, এবং কর্পোরেশন কর্তৃক ব্যয়িত অর্থ জমির মালিকের নিকট হইতে তাহার উপর এই আইনের অধীন আনােপিত কলিবে আদায়ােগ হবে। -% so ষষ্ঠ পরিচ্ছেদ S ইমারত নিয়ন্ত্রণ ইমারত সম্পর্কিত ১১৮। (১) যদি কর্পোরেশন কোন ইমারত বা উহার উপর স্থাপিত কোন মনে করে, কিংবা উহা কোন প্রকারে উহার বাসিন্দাদের অথবা উহার পার্শ্ববর্তী কোন ইমারত বা উহার বাসিন্দাদের বা পথচারীদের জন্য বিপজ্জনক বলিয়া মনে s গ্রহণ করার জন্য উক্ত ইমারতের মালিককে বা দখলকারকে নির্দেশ দিতে Q পারিবে, এবং যদি এই নির্দেশ পালনে কোন ক্রটি হয় তাহা হইলে কর্পোরেশন so নিজেই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করিতে পারিবে এবং এতদুদ্দেশ্যে ব্যয়িত অর্থ oS ইমারতের মালিকের নিকট হইতে তাহার উপর এই আইনের অধীনে আরোপিত - কর হিসাবে আদায়যোগ্য হইবে। cSR Q (২) যদি কোন ইমারত বিপজ্জনক অবস্থায় থাকে, বা উহা মনুষ্য বসবাসের মেরামত না করা পর্যন্ত উহাতে বসবাস নিষিদ্ধ করিতে পারিবে।