পাতা:বাংলাদেশ কোড ভলিউম ৩৩.djvu/৩৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

○。 বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড আইন, ২০০০ (ঘ) বিলুপ্ত Board কর্তৃক বা উহার বিরুদ্ধে দায়েবকৃত কোন মামলা বা সূচিত অন্য কোন আইনগত কার্যধারা বোর্ড কর্তৃক বা উহার বিরুদ্ধে দায়েরকৃত বা সূচিত মামলা বা কার্যধারা বলিয়া গণ্য হইবে: (ঙ) বিলুপ্ত Board এর সকল কর্মকর্তা ও কর্মচারী বোর্ডের কর্মকর্তা ও কর্মচারী হইবেন এবং এই আইন প্রবর্তনের অব্যবহিত পূর্বে তাহারা যে শর্তাধীনে চাকুরীতে ছিলেন, তাহা এই আইনের বিধান অনুযায়ী পবিবর্তিত না হওয়া পর্যন্ত, সেই একই শর্তে চাকুীবত থাকিবেন। (৩) উক্ত বিধানাবলী রহিত হওয়া সত্বেও- ് (ক) উহার অধীন প্রণীত কেন rules বা regulations, জারকৃত কোন প্রজ্ঞাপন, প্রদত্ত কোন আদেশ, নির্দেশ অনুমোদন, উপদেশ বা সুপারিশ, প্রণীত সকল স্কীম বা পরিকল্পনা, আৰোপিত সকল লেভী, ৱেইট, টোল, চার্জ বা জবিমান অনুমোদিত সকল বাজেট এবং কৃত সকল কাজকর্ম উক্ত বহিতেব অব্যবহিত পূর্বে বলবৎ থাকিলে এবং এই আইনের কোন বিধানের সহিত অসামঞ্জস্যপূর্ণ না হইলে এই আইনের অনুরূপ বিধানের অধীন প্রণীত, জাবীকৃত, প্রদত্ত, আরোপিত, অনুমোদিত এবং কৃত বলিয়া গণ্য হইবে, এবং মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত অথবা এই আইনের অধীন বহিত বা সংশোধিত না হওযা পর্যন্ত, বলবৎ থাকিবে; (খ) উহার অধীন গঠিত কোন কমিটি, উহার গঠন বা কার্যপবিধি এই আইনের বিধানাবীব সহিত অসামঞ্জস্যপূর্ণ না হইলে, এইরূপ অব্যাহত থাকিবে যেন উক্ত কমিটি এই আইনের অধীন গঠিত হইয়াছে।