পাতা:বাংলাদেশ কোড ভলিউম ৩৩.djvu/৪০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

سازb(ع\ জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ আইন, Sооо ২০০০ সনের ২৭ নং আইন [১১ জুলাই, ২০০০] NQ - ് জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ প্রতিষ্ঠাকল্পে প্রণীত আইন। <o যেহেতু রাজধানী ঢাকাসহ দেশের অন্যান্য শহর ও গ্রামাঞ্চলে আবাসন সমস্যা নিরসনকল্পে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ নামে একটি কর্তৃপক্ষ প্রতিষ্ঠা করা সমীচীন ও প্রয়োজনীয়; <foo N সেহেতু এতদৃদ্বারা নিম্নরূপ আইন করা হইল:- o সংক্ষিপ্ত শিরোনামা ও ১। (১) এই আইন জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ আইন, ২০০০ নামে অভিহিত প্রবর্তন হইবে। o (২) সরকার, সরকারী গেজেটে প্রজ্ঞাপন দ্বারা যে তারিখ নির্ধারণ করিবে সেই তারিখে ཨ་ངྷི་ཨ་ཐོག་ཕག་ཐར་གྲྭ་གྲོང་ཁཱ་(སེམས་ সংজ্ঞা ২। বিষয় বা প্রসগের পরিপন্থী কোন কিছু না থাকিলে, এই আইনে, (ক) “কর্তৃপক্ষ" অর্থ ধারা ৪ এর অধীন প্রতিষ্ঠিত জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ; (*) :ে * বা “পরিচালনা বাের্ড" অর্থ কর্তৃপক্ষের পরিচালনা বোর্ড (গ) - “চেয়ারম্যান” অর্থ বোর্ডের চেয়ারম্যান; * ১ (খ) "প্ৰবন অর্থ এই আইনের অধনপ্রণীতধন -eo (ঙ) “বিধি” অর্থ এই আইনের অধীন প্রণীত বিধি; o (চ) “সদস্য” অর্থ বোর্ডের সদস্য। আইনের প্রাধান্য ৩। আপাততঃ বলবৎ অন্য কোন আইনে যাহা কিছুই থাকুক না কেন, এই o আইনের বিধানাবলী কার্যকর থাকিবে। N. - ཝ་རྨ་དང་ཚད་རྨ་ ৪। (১) এই আইন বলবৎ হইবার সংগে সংগে এই আইনের বিধান CŞ অনুযায়ী সরকার, সরকারী গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ নামে একটি কর্তৃপক্ষ প্রতিষ্ঠা করিবে। (২) কর্তৃপক্ষ একটি সংবিধিবদ্ধ সংস্থা হইবে এবং ইহার স্থায়ী ধারাবাহিকতা ও একটি সাধারণ সীলমোহর থাকিবে এবং ইহার স্থাবর ও অস্থাবর উভয় প্রকার