পাতা:বাংলাদেশ কোড ভলিউম ৩৩.djvu/৪২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8の জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ আইন, さののの (ট) উপরি-উক্ত কার্যাবলী সম্পাদনের জন্য প্রয়োজনীয় যে কোন পদক্ষেপ গ্রহণ। পরিচালনা বোর্ড গঠন ৮। (১) পরিচালনা বোর্ড একজন চেয়ারম্যান এবং অনূ্যন তিনজন কিন্তু অনধিক পাচজন সদস্য সমন্বয়ে গঠিত হইবে। - o (২) চেয়ারম্যান ও সদস্যগণ সরকার কর্তৃক নিযুক্ত হইবেন এবং তাঁহাদের ত্ৰ চাকুরীর শর্তাদি সরকার কর্তৃক স্থিরীকৃত হইবে। so (৩) চেয়ারম্যান ও সদস্যগণ কর্তৃপক্ষের সর্বক্ষণিক কর্মকর্ত হইবেন। Co. (৪) চেয়ারম্যানের পদ শূন্য হইলে কিংবা অনুপস্থিতি বা অসুস্থতাহেতু বা অন্য কোন কারণে চেয়ারম্যান দায়িত্ব পালনে অসমর্থ হইলে, শূন্য পদে নবনিযুক্ত চেয়ারম্যান কার্যভার গ্রহণ না করা পর্যন্ত কিংবা চেয়ারম্যান পুনরায় স্বীয় দায়িত্ব পালনে সমর্থ না হওয়া পর্যন্ত সরকার কর্তৃক মনোনীত কোন সদস্য (৫) বোর্ডের কোন কার্য বা কার্যধারা কেবলমাত্র উহার কোন সদস্যপদে শূন্যতার কারণে অবৈধ হইবে না, এবং তৎসম্পর্কে কোন প্রশ্নও উত্থাপন করা যাইবে না। o মুখ্য নির্বাহী কর্মকর্তা b | চেয়ারম্যান কর্তৃপক্ষের মুখ্যনিৰ্বাহী কর্মকর্ত হইবেন এবং তিনি (ক) ঞ্জোবতীয় সম্ভবাস্তবায়নের নদীখনে ( কৰ্তৃপকেনপাল করল। o কর্তৃপক্ষের বিভাগ ১০। প্রশাসনিক সুবিধার্থে কর্তৃপক্ষকে একাধিক বিভাগে বিভক্ত করা যাইবে এবং একজন সদস্য এক বা একাধিক বিভাগ-প্রধান হিসাবে দায়িত্ব পালন করিবেন। কমিটি *N ১১। (১) কর্তৃপক্ষ উহার দায়িত্ব পালনে উহাকে সহায়তা দানের জন্য এক © বা একাধিক কমিটি গঠন করিতে পারিবে এবং উক্তরূপ কমিটির সদস্য সংখ্যা, § উহার দায়িত্ব ও কার্যপদ্ধতি নির্ধারণ করিতে পারিবে। * (২) স্থানীয় সংসদ-সদস্য উপ-ধারা (১) এর অধীন গঠিত কমিটিতে -് উপদেষ্টা থাকিবেন। বোর্ডের সভা ১২। (১) বোর্ড সাধারণভাবে প্রতি মাসে কমপক্ষে একবার সভায় মিলিত হইবে এবং সভার তারিখ, সময় ও স্থান চেয়ারম্যান কর্তৃক নির্ধারিত হইবে।