পাতা:বাংলাদেশ কোড ভলিউম ৩৩.djvu/৫৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কপিরাইট আইন, こののの (\రి (৯) “কম্পিউটার” অর্থে মেকানিক্যাল, ইলেক্টোম্যাকানিক্যাল, ইলেক্ট্রনিক, ম্যাগনেটিক, ইলেক্টোম্যাগনেটিক ডিজিটাল বা অপটিক্যাল বা অন্য কোন পদ্ধতির ইমপালস ব্যবহার করিয়া লজিক্যাল বা গাণিতিক যে কোন একটি বা সকল কাজকর্ম সম্পাদন করে এমন যে কোন তথ্য প্রক্রিয়াকরণ যন্ত্র বা সিস্টেম অন্তভুক্ত হইবে:] (১০) “কম্পিউটার প্রোগ্রাম” অর্থ পাঠযোগ্য মাধ্যমে যন্ত্রসহ শব্দ, সংকেত, ് পরিলেখ অথবা অন্য কোন আকারে প্রকাশিত নির্দেশাবলী, যদ্বারা o কম্পিউটারকে কোন বিশেষ কাজ করানো বা বাস্তবে ফলদায়ক § করানো যায়; CŞ (১১) “কৰ্ম” অর্থ নিম্নলিখিত যে কোন কর্ম, যথা:- o SS گیر (ক) সাহিত্য, নাট্য, সংগীত বা শিল্পকর্ম & (খ) চলচ্চিত্র ছবি; o o (গ) শব্দ রেকর্ডিং এবং § Q) (ঘ) সম্প্রচার। S (১২) “খোদাই” অর্থে কাঁচ, পাথর বা কাঠের খোদাই কর্ম, ছাপ এবং ফটোগ্রাফ ব্যতীত অনুরূপ অন্যান্য কর্ম অন্তর্ভুক্ত হইবে;

  • * * o

o M(১৩ক) “গ্রন্থাগার” অর্থ বিনামূল্যে ব্যবহারযোগ্য এবং শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট গ্রন্থাগার যাহা জাভজনক ভিত্তিতে পরিচালিত হয়;] o o (১৪) “চলচ্চিত্র ছবি বা চলচ্চিত্র” অর্থ যে কোন মাধ্যমে অবধারিত দৃষ্টিগ্রাহ্য প্রতিচ্ছবিসমূহের অনুক্রম যাহা হইতে চলমান ছবি তৈরী করা যায় এবং যাহা শব্দ রেকর্ড সহযোগে দৃষ্টিগ্রাহ্য রেকর্ড অন্তর্ভুক্ত করে এবং “চলচ্চিত্ৰ” বলিতে ভিডিও ছবিসহ ক্যাসেট, ভিডিও সি, ডি, এল, ডি; ইন্টারনেট, ক্যাবল নেট-ওয়ার্কস এবং ভবিষ্যতে চলচ্চিত্রের অনুরূপ কোন মাধ্যমে তৈরী করা যায় এমন কর্মকে বুঝাইবে; o (১৫) “জনসাধারণের সহিত যোগাযোগ” অর্থ যে কোন কর্মের অনুলিপি Q সরবরাহ না করিয়া উক্ত কর্ম জনসাধারণের দেখা, শোনা বা অন্যভাবে S- তার ও বেতারের মাধ্যমে প্রত্যক্ষ উপভোগের সুযোগ করা বা যে o কোন প্রকারের প্রদর্শনী বা প্রচারণার মাধ্যমে অনুরূপ সুযোগ সৃষ্টি N করা, জনসাধারণের মধ্যে কেহ অনুরূপভাবে কর্মটি প্রকৃতই উপভোগ ് করুক বা নাই করুক;

  • দফা (৯) কপিরাইট (সংশোধন) আইন, ২০০৫ (২০০৫ সনের ১৪ নং আইন) এর ২ ধারাবলে প্রতিস্থাপিত। * দফা (১৩) কপিরাইট (সংশোধন) আইন, ২০০৫ (২০০৫ সনের ১৪ নং আইন) এর ২ ধারাবলে বিলুপ্ত। * দফা (১৩ক) কপিরাইট (সংশোধন) আইন, ২০০৫ (২০০৫ সনের ১৪ নং আইন) এর ২ ধারাবলে সন্নিবেশিত।