পাতা:বাংলাদেশ কোড ভলিউম ৩৩.djvu/৫৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

○や2 কপিরাইট আইন, ২০০০ (২৩) “প্লেট” অর্থে যে কোন মুদ্রণফলক বা অন্যরকম প্লেট, ব্লক, ছাঁচে তৈরী পুডিং, ছাঁচ, এক মাধ্যম হইতে অন্য মাধ্যমে স্থানান্তর, নেগেটিভ, টেপ, তার, অপটিক্যাল ফিল্ম বা অন্যরকম কৌশল যাহা কোন কর্মের মুদ্রণ বা পুনঃমুদ্রণের জন্য ব্যবহৃত হয়ে অথবা ব্যবহারের অভিপ্রায় করা হয়, এবং যে কোন ছাঁচ বা অন্যরকম NONযন্ত্রপাতি যাহার দ্বারা শিল্পকর্মটির শ্রুতিবোধ সম্বন্ধীয় উপস্থাপনার জন্য ് রেকর্ড তৈরী করা হয় বা উহার অভিপ্রায় করা অন্তর্ভুক্ত হইবে: o § (২৪) “প্রণেতা” অর্থ- CŞ (ক) সাহিত্য বা নাট্যকর্মের ক্ষেত্রে, কর্মটির গ্রন্থকার]; o (খ) সংগীত বিষয়ক কর্মের ক্ষেত্রে, উহার সুরকার বা রচয়িতা; & (গ) ফটোগ্রাফ ব্যতীত অন্য কোন শিল্পসুলভ কর্মের ক্ষেত্রে, উহার নির্মাতা; o QN (ঘ) ফটোগ্রাফের ক্ষেত্রে, উহার চিত্রগ্রাহক; <o (8) চলচ্চিত্র অথবা শপ রেকর্ড এর ক্ষেত্রে উহর প্রযোজক O'O' (চ) কম্পিউটার মাধ্যমে সৃষ্ট সাহিত্য, নাট্য, সংগীত বা শিল্প সুলভ করফেকেটর সৃষ্টকর ব্যক্তি বা প্রতিষ্ঠান (২৫) “প্রযোজক” অর্থে চলচ্চিত্র ছবি অথবা শব্দ রেকর্ডিং এর ক্ষেত্রে, সেই ব্যক্তিকে বুঝাইবে যিনি কর্মটির বিষয়ে উদ্যোগ, বিনিয়োগ এবং দায়িত্ব পালন করবেন, ১

  • , (২৬) “ফটোগ্রাফ” অর্থে ফটো লিথোগ্রাফ এবং ফটােগ্রাফি সদৃশ কোন প্রক্রিয়ায় প্রস্তুত যেকোন কর্ম অন্তর্ভুক্ত হইবে; কিন্তু চলচ্চিত্র ছবির কোন অংশ অন্তর্ভুক্ত হইবে না;

-\\ “[(SU-E) “Gößwiss off" of the Code of Criminal Procedure, N1898 (V of 1898);] (২৭) “বাংলাদেশী কৰ্ম” অর্থ এমন সাহিত্য, নাট্য, সংগীত বা শিল্প কর্ম o (ক) যাহার প্রণেতা বাংলাদেশের নাগরিক; বা e$

  • “গ্রন্থকার” শব্দটি “গ্রন্থাকার” শব্দের পরিবর্তে কপিরাইট (সংশোধন) আইন, ২০০৫ (২০০৫ সনের ১৪ নং আইন)

এর ২ ধারাবলে প্রতিস্থাপিত।

  • “বা প্রতিষ্ঠান" শব্দগুলি কপিরাইট (সংশোধন) আইন, ২০০৫ (২০০৫ সনের ১৪ নং আইন) এর ২ ধারাবলে

সংযোজিত।

  • দফা (২৬ক) কপিরাইট (সংশোধন) আইন, ২০০৫ (২০০৫ সনের ১৪ নং আইন) এর ২ ধারাবলে সন্নিবেশিত।