পাতা:বাংলাদেশ কোড ভলিউম ৩৩.djvu/৭১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কপিরাইট আইন, こののの \లఫి পপাণ্ডুলিপির ২১। যেক্ষেত্রে কোন ব্যক্তি উইলমূলে কোন সাহিত্য, নাট্য বা সংগীত কর্ম, జ్ఞ్గళా বা শিল্প কর্মের পাণ্ডুলিপির অধিকারী হয়, এবং কর্মটি উইলকারীর মৃত্যুর পূর্বে প্রকাশিত না হইয়া থাকে, সেক্ষেত্রে উইলকারীর উইলে বা তৎসম্পর্কিত কডিসিলে ভিন্নরূপ কোন অভিপ্রায় প্রকাশ না পাইলে, মৃত্যুর অব্যবহিত পূর্বে উইলকারী ঐ কর্মের যে পরিমাণ কপিরাইটের স্বত্বাধিকারী ছিলেন সেই পরিমাণ 。 কপিরাইট উইলের অন্তর্ভুক্ত বলিয়া ধরিতে হইবে। èst No. ব্যাখ্যা।- এই ধারায় “পপাণ্ডুলিপি” অর্থ কর্মটি ধারণকারী মূল দলিল, হস্তলিখিত হউক বা না হউক । ് স্বত্বাধিকারীর ২২। (১) কোন কর্মের প্রণেতা কপিরাইটে তাহার সকল বা যে কোন স্বত্ব এবং তৎপ্রেক্ষিতে উক্তরূপ স্বত্ব উপ-ধারা (৩) এর বিধান সাপেক্ষে, নোটিশের তারিখ হইতে বিলুপ্ত হইবে। ിൽ (২) উপ-ধারা (১) এর অধীন নোটিশ প্রাপ্ত হইলে, রেজিষ্ট্রার তাহা সরকারী গেজেটে তাহার বিবেচনায় যথাযথ পদ্ধতিতে প্রকাশ করবেন। (৩) কোন কর্মের কপিরাইটে অন্তর্ভুক্ত সকল বা যে কোন স্বত্বের পরিত্যাগ কোন ব্যক্তির পক্ষে উপ-ধারা (১)-এ উল্লিখিত নোটিশ দিবার তারিখে বিদ্যমান যেকোন স্বত্বকে প্রভাবিত কবি না। মূল অনুলিপির ২৩। (১) কোন চিত্রকর্ম, ভাস্কর্য বা রেখাচিত্রের মূল কপির বা কোন পুনঃবিক্রয়ের শেয়ার সাহিত্য কর্মের মূল পাণ্ডুলিপি বা কোন নাট্য বা সংগীত কর্মের মূল অনুলিপির পুনঃবিক্রয়ের ক্ষেত্রে, অনুরূপ কর্মের প্রণেতা যদি ধারা ১৭ এর অধীন প্রথম অধিকারের মালিক বা তাহার বৈধ উত্তরাধিকারী হন, তাহা হইলে, উক্ত কর্মের অনুলিপি বা "পাণ্ডুলিপির পুনঃবিক্রয় মূল্যের অংশ পাইবার অধিকারী হইবেন: so o SS

  • “পাটুলিপির” শব্দটি “পাণ্ডুলিপির” শব্দের পরিবর্তে কপিরাইট (সংশোধন) আইন, ২০০৫ (২০০৫ সনের ১৪ নং

আইন) এর ১২ ধারাবলে প্রতিস্থাপিত। & S. “পা-লিপির” শব্দটি “পাণ্ডুলিপির” শব্দের পরিবর্তে কপিরাইট (সংশোধন) আইন, ২০০৫ (২০০৫ সনের ১৪ নং -২২ আইন) এর ১২ ধারাবলে প্রতিস্থাপিত। e$ “পাটুলিপি” শব্দটি “পাণ্ডুলিপি” শব্দের পরিবর্তে কপিরাইট (সংশোধন) আইন, ২০০৫ (২০০৫ সনের ১৪ নং আইন) এর ১২ ধারাবলে প্রতিস্থাপিত। * “পাটুলিপি” শব্দটি “পাণ্ডুলিপি” শব্দের পরিবর্তে কপিরাইট (সংশোধন) আইন, ২০০৫ (২০০৫ সনের ১৪ নং আইন) এর ১৩ ধারাবলে প্রতিস্থাপিত।

  • “পাটুলিপির” শব্দটি “পাণ্ডুলিপির” শব্দের পরিবর্তে কপিরাইট (সংশোধন) আইন, ২০০৫ (২০০৫ সনের ১৪ নং

আইন) এর ১৩ ধারাবলে প্রতিস্থাপিত।