পাতা:বাংলাদেশ কোড ভলিউম ৩৩.djvu/৭৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Գo কপিরাইট আইন, ২০০০ তবে শর্ত থাকে যে, কর্মটির কপিরাইটের মেয়াদ উত্তীর্ণ হইবার পর অনুরূপ অধিকার বিলুপ্ত হইবে। (২) উপ-ধারা (১)-এ উল্লিখিত অংশ বোর্ড কর্তৃক নির্ধারিত হইবে এবং এই বিষয়ে বোর্ডের সিদ্ধান্ত চূড়ান্ত হইবে: তবে শর্ত থাকে যে, বোর্ড বিভিন্ন শ্রেণীর কর্মের জন্য বিভিন্ন রকম অংশ o র্য করিতে পারিবে: আরও শর্ত থাকে যে, কোন ক্ষেত্রেই এইরূপ অংশ পুনঃবিক্রয় মূল্যের ് ১০% এর বেশী হইবে না।

  • o*

(७) #३ धावा बाबा अचिंड अविकारतत्र तूिबामा कान विवाचनृछि इंग्लश, G উহা বোর্ডে প্রেরিত হইবে এবং উহাতে বোর্ডের সিদ্ধান্ত চূড়ান্ত হইবে। o অধ্যায়-৫ & কপিরাইটের মেয়াদ & ২৪। অতপর জিল নি কৰা না হল থলীর জীবনকাল প্রকাশিত সাহিত্য, প্রকাশিত কোন সাহিত্য, নাট সংগীত বা শিল্প কর্মের (ফটােগ্রাফ ব্যতীত) "দি কপিরাইট তাহার মৃত্যুর পরবর্তী পঞ্জিকা-বৎসর হইতে গণনা করিয়া ষাট বৎসর মোদ" " পর্যন্ত বিদ্যমান থাকিবে। co - ব্যাখ্যা।- এই ধারায় যৌথভাবে প্রণীত কর্মের ক্ষেত্রে, “প্রণেতা” অর্থে যে প্ৰলতার মৃত্যু শেষ হইয়াছে তাহাকে বুঝতে হবে। ২৫। (১) প্রণেতার মৃত্যুর তারিখে কপিরাইট বিদ্যমান থাকে এমন সাহিত্য, মুকুল কর্ম নাট্য বা সংগীত কর্ম বা খোদাই কর্ম, বা অনুরূপ কর্মের যৌথ প্রণেতার ক্ষেত্রে, কপিরাইটের মেয়াদ যিনি শেষে মৃত্যুবরণ করেন তাহার মৃত্যুর তারিখে বা উক্ত তারিখের পূর্বে কিন্তু যাহা বা যাহার অভিযোজন উক্ত তারিখের পূর্বে হয় নাই, তদ্রুপ ক্ষেত্রে, কর্মটির প্রথম প্রকাশের পরবর্তী পঞ্জিকা-বর্ষের শুরু হইতে বা কর্মটির কোন অভিযোজন পূর্ববর্তী কোন বৎসরে প্রকাশিত হইয়া থাকিলে সেই বৎসরের পরবর্তী পঞ্জিকাবর্ষের শুরু হইতে বাট বৎসর পর্যন্ত কপিরাইট বিদ্যমান থাকবে। (২) এই ধারার উদেশ্য পূরণকল্পে সাহিত্য, নাটা বা সংগীত কর্ম বা উক্ত কর্মের অভিযোজন প্রকাশিত হইয়াছে বলিয়া গণ্য হইবে যদি ঐ কর্মের বিষয়ে O তৈরী কোন রেকর্ড জনসাধারণের নিকট বিক্রয় বা বিক্রয়ের প্রস্তাব করা হইয়া CŞ থাকে। ২৬। কোন চলচ্চিত্র ফিলোর ক্ষেত্রে, যে বৎসর কর্মটি প্রকাশিত হইয়াছে চলচ্চিত্র ফিল্যের উহার পরবর্তী পঞ্জিকা-বর্ষের শুরু হইতে ষাট বৎসর পর্যন্ত কপিরাইট বিদ্যমান কপিরাইটের মেয়াদ থাকিবে ।