পাতা:বাংলাদেশ কোড ভলিউম ৩৩.djvu/৮৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

brミ কপিরাইট আইন, ২০০০ (৩) উপ-ধারা (২) এর অধীন এর প্রত্যেক দরখাস্ত (ক) নির্ধারিত ফরমে, (খ) উপ-ধারা (২) এর অধীন প্রকাশিত বিজ্ঞাপনের একটি অনুলিপি সংযোজিত করিয়া, 。 (গ) নির্ধারিত ফি সংযোগে, o দাখিল করিতে হইবে। ് (৪) এই ধারার অধীন বোর্ডের নিকট দরখাস্ত দাখিল করা হইলে, বোর্ড, o রয়্যালটি প্রদান ও অন্যান্য শর্তপূরণ সাপেক্ষে, কর্মটি অথবা উহার অনুবাদ বা <o" অভিযোজন দখন্তে বর্ণিত ভাষায় প্রকাশের জন্য দরখুস্তকারীকে লাইসেল ১ uS নির্দেশ অনুসারে লাইসেন্স মঞ্জুর করিবে। ് (৫) যেক্ষেত্রে এই ধারার অধীন লাইসেন্স মঞ্জুর করা হয়, সেক্ষেত্রে হিসাবে জমা দানের জন্য, আদেশ দ্বারা, নির্দেশ দিতে পারিবে এবং তৎভিত্তিতে কপিরাইটের মালিক বা, ক্ষেত্রমত, তাহার উত্তরাধিকারী, নির্বাহক বা আইনানুগ প্রতিনিধিযেকোন সময় উক্তরাল নাৰীকরতে পাবেন। (৬) এই ধারায় উপরি-উল্লিখিত বিধানাবলী ক্ষুন্ন না করিয়া, উপ-ধারা (১) এ উল্লিখিত কোন কর্মের ক্ষেত্রে যদি মূল প্রণেতা জীবিত না থাকেন, তাহা হইলে সময়সীমার মধ্যে কর্মটি প্রকাশ করিবার জন্য প্রণেতার উত্তরাধিকারী, নির্বাহক অথবা বৈধ প্রতিনিধিকে আহবান করিতে পারিবে। (৭) যেক্ষেত্রে উপ-ধারা (৬) এর অধীন সরকার কর্তৃক নির্ধারিত সময়সীমার মধ্যে কোন কর্ম প্রকাশিত না হয়, সেক্ষেত্রে, কর্মটি প্রকাশের শুনানীর সুযোগ-প্রদান করতঃ নির্ধারিত পদ্ধতিতে অবস্থা বিবেচনা করিয়া, ৫২। (১) কোন সাহিত্য বা নাট্য কর্মের প্রথম প্রকাশের পাঁচ বছর পরে অনুবাদ বা ఇ অভিযোজনা তৈরী ও གང་མང་ལ། ཨ་ཕ་ཨ་ཕ་ལ། ཁྭ་ལ་ཝ་ཟ ༩ ཨ་ཁ། ང་ལ་ད་ལྟ ses འདི་ལྟར་བལ། ཤ་ র লাই 《་ནི། ། c$ * “অনুবাদ বা অভিযোজন” শব্দগুলি “অনুবাদ” শব্দের পরিবর্তে কপিরাইট (সংশোধন) আইন, ২০০৫ (২০০৫ সনের CŞ ১৪ নং আইন) এর ২০ ধারাবলে প্রতিস্থাপিত।

  • “অনুবাদ বা অভিযোজন” শব্দগুলি “অনুবাদ” শব্দের পরিবর্তে কপিরাইট (সংশোধন) আইন, ২০০৫ (২০০৫ সনের

১৪ নং আইন) এর ২১ ধারাবলে প্রতিস্থাপিত। * "অনুবাদ বা অভিযোজন” শব্দগুলি “অনুবাদ” শব্দের পরিবর্তে কপিরাইট (সংশোধন) আইন, ২০০৫ (২০০৫ সনের ১৪ নং আইন) এর ২১ ধারাবলে প্রতিস্থাপিত।