পাতা:বাংলাদেশ কোড ভলিউম ৩৩.djvu/৯৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কপিরাইট আইন, こののの ఫి) (২) যদি ধারা ৫৩ এর অধীন কোন কর্মের পুনরুৎপাদন অথবা অনুবাদ তৈরী ও প্রকাশের জন্য লাইসেন্স মঞ্জুর করার পরবর্তী কোন সময়ে পুনরুৎপাদনের অধিকারের মালিক অথবা তাহার নিকট হইতে ক্ষমতাপ্রাপ্ত কোন ব্যক্তি উক্ত কর্মের অনুলিপি * * *] বিক্রয় বা বিতরণ করে, যাহা মূলতঃ অভিন্ন ও একই রকমের বিষয়ে সমমানসম্পন্ন কর্মের মূল্যের সহিত তুলনীয়, NONতাহা হইলে ঐরূপ মঞ্জুরকৃত লাইসেন্সটি বাতিল হইবে: ് তবে শর্ত থাকে যে, অনুরূপ বাতিল কার্যকর হইবে না, যদি লাইসেন্সধারী সংস্করণসমূহের অনুলিপি বিক্রয় বা বিতরণের বিষয় অবগত করিয়া প্রদত্ত নােটিশ আমীর পরে ৩ মাস সময়সীমা অতিক্রান্ত হইয়া নাথকেও আরো শর্ত থাকে যে, অনুরূপ বাতিল কার্যকর হওয়ার পূর্বে লাইসেন্সধারী ইতোমধ্যে তৈরীকৃত অনুলিপি নিঃশেষিত না হইয়া থাকে। & অধ্যায়-১০৫ কপিরাইট রেজিষ্ট্রেশন কপিরাইট রেস্ট্রির ৫৫। (১) রেজিষ্ট্রর কপিরাইট অফিসে নির্ধারিত ফরমে কপিরাইটের ; : রেজিষ্টার নামে একটি রেজিষ্টার সংরক্ষণ করবেন, যাহাতে কর্মের নাম ও শিরোনাম, গ্রন্থকার, প্রণেতা প্রকাশক এবং কপিরাইটের স্বত্বাধিকারীর নাম ও های به هم پی ঠিকানা এবং নির্ধারিত অন্য সকল বিবরণ থাকিবে। (২)রেজিষ্ট্রর কপিরাইটের রেজিটারের নির্ধারিত ইনডেক্সও রাখবেন। (७) eहै ধারার অধীন সংরক্ষিত কপিরাইটের রেজিষ্টার এবং উহার ইনডেক্স যুক্তিসংগত সকল সময়ে পরিদর্শনের জন্য খোলা থাকিবে, এবং যে কোন ব্যক্তি উক্ত রেজিষ্টার বা ইনডেক্সের কপি বা উহাদের অংশ বিশেষ, ১ নির্ধারিত ফি প্রদান এর শর্ত সাপেক্ষে, পাওয়ার অধিকারী হইবেন। o কপাটনে ৫৬। (১) কোন কর্মের প্রণেতা, প্রকাশক বা কপিরাইটের স্বত্বাধিকারী বা উহাতে স্বার্থ আছে এমন ব্যক্তি কপিরাইটের রেজিষ্টারে কর্মটির বিবরণ অন্তর্ভুক্ত © করিবার জন্য রেজিষ্ট্রারের নিকট নির্ধারিত ফরমে এবং নির্ধারিত ফি সহযোগে - o দরখাস্ত করিতে পারিবেন “ ।] Q" cSR * “বা অনুবাদ একই ভাষা” শব্দগুলি কপিরাইট (সংশোধন) আইন, ২০০৫ (২০০৫ সনের ১৪ নং আইন) এর ২৩ CŞ ধারাবলে বিলুপ্ত।

  • “গ্রন্থকার, প্রণেতা” শব্দগুলি ও কমাটি “গ্রন্থাকার” শব্দের পরিবর্তে কপিরাইট (সংশোধন) আইন, ২০০৫ (২০০৫

সনের ১৪ নং আইন) এর ২৪ ধারাবলে প্রতিস্থাপিত। দাড়িটি ( ) কোলনের () পরিবর্তে কপিরাইট (সংশোধন) আইন, ২০০৫ (২০০৫ সনের ১৪ নং আইন) এর ২৫ ধারাবলে প্রতিস্থাপিত ।