ডাহুক ।
ডাহুক হয় ত তোমরা দেখিয়াছ। ইহারা নিতান্ত ছোটাে পাখী নয় ; আকারে একটা ছোটাে মুরগীর মতো। বকদের মতো ইহারাও পুকুর খাল বা दिाब्लन्न थान्न छापुछु। থাকে a I ইহাদের বুক গলা ও মাথা সাদা। কিন্তু ঠোঁট কতকটা সবুজ। তা’ ছাড়া শরীরের আর সব অংশ ছেয়ে ও কালো রঙের পালকে ঢাকা থাকে। তাই দূর থেকে ইহাদিগকে কালে পাখী বলিয়াই মনে হয়। জুলের ধারের ঝোপজঙ্গলের কাছে চরিতে চরিতে ডাহুকেরা “কক কক্ কোওয়া কোওয়া” এবং “কুক্” করিয়া ভয়ানক চীৎকার করে। অন্য পাখীদের লেজ যেমন বুলিয়া থাকে, ইহার লেজগুলিকে সে রকমে ঝুলাইয়া রাখে না,-প্ৰায় খঞ্জনদের মতো লেজ খাড়া রাখে। লেজের নীচেকার পালকের রঙ লালচে। যখন BB DDBD DBDBDBD BBD BDL DDDB BBDDB পরস্পরকে ডাকাডাকি করে, তখন তাহাদিগকে মন্দ দেখায় না। কিন্তু গলার স্বর শুনিতে একটুও ভালো লাগে না,- সকালে ও সন্ধ্যার সময়ে যখন তাহারা সেই কৰ্কশ স্বরে চীৎকার জুড়িয়া দেয়, তখন বাস্তবিকই ভারি বিরক্ত লাগে।
পাতা:বাংলার পাখি - জগদানন্দ রায়.djvu/১৬৯
পরিভ্রমণে ঝাঁপ দিন
অনুসন্ধানে ঝাঁপ দিন
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
