পাতা:বাংলার পাখি - জগদানন্দ রায়.djvu/১৭২

উইকিসংকলন থেকে
পরিভ্রমণে চলুন অনুসন্ধানে চলুন
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

涉 ७ळक्षिश्रेि জলপিপি তোমরা হয় ত দেখিয়াছ। গ্রামের ভিতরকার পুষ্করিণীতে ইহাদের প্রায়ই দেখা যায় না। গ্রামের বাহিরের পানী ও শ্যাওলায় ঢাকা নির্জন খালে ও বিলে ইহাদিগকে । তোমরা চরিতে দেখিতে পাইবে। বর্ষার শেষে আমাদের দেশের জলাশয়গুলি যখন পদ্ম শালুক ও টোপা পানায় ঢাকিয়া যায়, তখন জলপিপিরা পান ও পদ্ম-পাতার উপর দিয়া হাঁটিয়া বেড়ায়। অন্য কোনো পাখী প্ৰায়ই ঐ রকমে জলের উপরকার লতা-পাতার উপর দিয়া হাঁটিয়া যাইতে পারে না। জুলপিপির বুক গলা ও মাথা চকচকে কালো পালকে ঢাকা থাকে, কিন্তু পিছনের ও লেজের পালকের রঙ, খয়েরি। ডানার রঙ কালচে সবুজ। ইহাদের লেজ লম্বা হয় না,- কিন্তু পাগুলি বেজায় লম্বা এবং পায়ের আঙুলগুলি আবার আরো লম্বা। এই লম্বা আঙলি আছে বলিয়াই জলপিপিরা পদ্ম ও শালুকের পাতার উপর দিয়া চলিয়া বেড়াইতে পারে। ইহাদের ডাক বড় মজার,-গলা হইতে ইহাদের এক YYS DB BB D SBDBBD DBBBDD DDBD D