পাতা:বাংলার পাখি - জগদানন্দ রায়.djvu/১৭৩

উইকিসংকলন থেকে
পরিভ্রমণে চলুন অনুসন্ধানে চলুন
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

XČR বাংলার পাখী। না। বোধ করি, এই জন্যই লোকে ইহাদিগকে “জলপিপি” নাম দিয়াছে। আমরা জলপিপিদের কখনই মাটির উপর দিয়া হাঁটিয়া যাইতে দেখি নাই। বােধ করি, লম্বা আঙুলগুলি মেলিয়া ডাঙার উপরে বেড়াইতে গেলে বিশেষ অসুবিধা হয়, তাই ইহারা মাটিতে পা দিতে চায়না। যেসব পাখী জলের ধারে চরিয়া বেড়ায় তাহদেয় - অনেকেই গাছে বাসা বঁধে এবং সেখানে ডিম পাড়ে। কিন্তু জলপিপিরা তাহা করে না। জলের উপরে যে খড়গুটা বা * শুকন লতাপাত একত্ৰ হইয়া ভেলার মতো ভাসিয়া বেড়ায় ऐशब्रां उांशनि ऐक्षन डिंभ श्राद्ध। उाई शूद्र श्ठ দেখিলে মনে হয়, যেন ডিমগুলি জলের উপরে ভাসিয়া বেড়াইতেছে। জলপিপিদের ডিম দেখিতে নাকি বড় অদ্ভুত। ডিমের খোলায় খয়েরি রঙের উপরে কতকগুলি কালো আঁচড় কাটা থাকে। হঠাৎ দেখিলে মনে হয়, কে যেন ডিমগুলির উপরে পার্সি অক্ষয় লিখিয়া রাখিয়াছে।