পাতা:বাংলার পাখি - জগদানন্দ রায়.djvu/১৮২

উইকিসংকলন থেকে
পরিভ্রমণে চলুন অনুসন্ধানে চলুন
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বাংলার পাখী। УУy DDBLB DBDDBBBDBD DuuBB DBDDDBDS DB Lg DDSYDD সময় হইলে জলের উপরে ডাল পালা খড়কুটা জমা করিয়া তাহারি উপরে ডিম পাড়িতে হয়। পাছে শিয়াল কুকুর বা অন্য জন্তুরা ডিম নষ্ট করে, এই ভয়েই সারিসের জলের উপরে ঘাস ও খড়ের ভেলা তৈয়ারি করিয়া তাহার উপরে ডিম পাড়ে । হাঁস ও মুরগীরা যেমন সারা বৎসর ধরিয়া গণ্ডায় গণ্ডায় ডিম পাড়ে, ইহারা সে-রকম করে না। বর্ষাকালই সারসীদের ডিম পাড়ার সময়। এই সময়ে ইহারা দু’টার বেশি ডিম পাড়ে না। ডিমগুলির রঙ হয় যেন ঘোলাটে সাদা । আমাদের গ্রামের বঁাধের ধারে ছোটো জাতের সারসদের চরিতে দেখিয়াছি। বড় আশ্চৰ্য্যের বিষয়, ইহাদিগকে YBBB BDD D BD D KS SDD KL SBLBDBD চরিয়া বেড়াইতেছে। ইহা কখনই দেখি নাই। শুনিয়াছি, স্ত্রী ও পুরুষ সারসের মধ্যে ভাবও নাকি খুব বেশী। এক জোড়া সারিসের মধ্যে যদি কোনো রকমে একটি মারা পড়ে, তাহা হইলে অন্যটি শোকে অধীর হয় এবং কখনো কখনো আহার-নিদ্ৰা ত্যাগ করিয়া আত্মহত্যা করে। সারস পাখীরা কাহারো কোনো অনিষ্ট করে না, কিন্তু তথাপি শিকারীরা গুলি করিয়া ও ফঁাদ পাতিয়া ইহাদের ধরে এবং ধরিয়া বাজারে বিক্রয় করে । সারসের মাংস নাকি সুখাদ্য, তাই ইহাদের উপরেই শিকারীরা বেশী গুলি চালায়। F. 11