পাতা:বাংলার পাখি - জগদানন্দ রায়.djvu/১৮৫

উইকিসংকলন থেকে
পরিভ্রমণে চলুন অনুসন্ধানে চলুন
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

y8 বাংলার পাখী পানকৌড়িদের উড়িবার ভঙ্গী তোমরা দেখা নাই f লম্বা গলাটা সামনে আগাইয়া এবং পা দুখানি পিছনে ছড়াইয়া ইহারা উড়িয়া চলে। সন্ধ্যার আগে একটু নজর রাখিলে তােমাদের গ্রামের বিল হইতে ইহাদিগকে চুরি পাঁচটায় ঝাক বধিয়া উড়িয়া যাইতে দেখিবে। চরিবার সময়ে ইহার এক-একাই চরে, কিন্তু, বাসায় ফিরিবার সময়ে এবং বাসা হইতে চরিতে বাহির হইবার সময়ে ঝাক । বঁধে । একটা পানকৌড়ি, সন্ধ্যার সময়ে মাথার উপর দিয়া উড়িয়া যাইতেছে, ইহা আমরা প্রায়ই দেখি নাই। KM কাক ও শালিকদের মতো পানকৌড়িরা প্ৰায় বারো DDBD KDD DBBDS DD DL DDDDDS S DBB BBL DB পাড়ার সময় আসিলে তাহদের বাসা বাঁধার ধুম লাগিয়া যায়। বকদের মতো পানকৌড়িরা বর্ষাকালেই ডিম পাড়ে। তোমরা বোধ হয় পানকৌড়ির বাসা দেখা নাই। কাক ও বকের বাসার মতই তাহা খড়কুটা ও শুকনা ডালপালার স্তপ বলিলেই চলে। বাসার শ্ৰীছাদ একটুও দেখা যায় না। যাহা হউক, এই রকম বাসায় তা দিবার মতো একটু জায়গা করিয়া তাহারা পাঁচ-ছয়টি করিয়া ডিম পাড়ে ।