এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
বাংলার পাখী yy • চকাচাকিদের চেহারা নিতান্ত মন্দ নয়। ইহাদের মাথার পালকের রঙ সাদাটে ; ডানা লেজ ঠোঁটু এবং পা কালো । ইহা ছাড়া শরীরের অন্য অংশ খয়েরি রঙের পালকে ঢাকা থাকে। তাই দূর হইতে চকাচাকিদের খয়েরি রঙের পাখী বলিয়াই মনে হয়। — ইহারা নিতান্ত ছোটাে পাখী নয়,- লম্বায় ইহাদিগকে দেড় হাত পৰ্যন্ত হইতে দেখিয়াছি। . • হাঁসের মাংস সুখাদ্য। তাই বন্দুক হাতে লইয়া শিকারীরা দুল দলে হাঁস শিকার করিবার জন্য শীতকালে বাহির হয়। প্রতি বৎসরে যে কত হাঁস শিকারীদের বন্দুকের গুলিতে মারা যায়, তাহা বোধ হয় গুণিয়াই শেষ করা যায় না। কিন্তু চকাচাকিদের কাছে শিকারীরা প্ৰায়ই হার মানে। অনেক দূর হইতে মানুষ আসিতেছে দেখিলেই, ইহারা উড়িয়া পালায়। তাই শিকারীরা বনে-জঙ্গলে লুকাইয়া থাকিয়া চকাচকি শিকার করে ।