পাতা:বাংলার পাখি - জগদানন্দ রায়.djvu/১৯৩

উইকিসংকলন থেকে
পরিভ্রমণে চলুন অনুসন্ধানে চলুন
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ডুবুরি ও নকি-হাস a ডুবুরি হাঁসদের বোধ করি তোমরা দেখিয়াছ। আমাদের LDkLSSSBD BBDB D gBBD S DDBDD DSBB প্রায়ই দেখা যায়। আকারে ইহারা দশ-বারো আঙুলের বেশি হয় না। হাসমাত্রেরই লেজ ছোটো। আবার ডুবুরিদের লেজগুলি এত ছোটাে যে, তাহদের লেজহীন বলাও চলে। তাই ইহারা ভালো করিয়া উড়িতে পারে না। তাড়া করিলে জলে ডুব দেয় এবং ডাব সীতার কাটিয়া অনেক দূরে পালাইয়া যায়। তোমরা এই হাঁসদের দেখা নাই কি ? যখন খাল বা বিলের জলে ইহারা সাতার কাটে, তখন মনে হয়, কতকগুলি খেলনার হাঁসকে যেন কে জলে ছাডিয়া দিয়াছে । ডুবুরি হাঁসদের মাথা কালো পালকে ঢাকা থাকে। কিন্তু বুকের পালক খয়েরি এবং পেট সাদা। তাই দূর হইতে ইহাদিগকে খয়েরি রঙের পাখী বলিয়াই মনে হয়। ইহাদের ডানা অত্যন্ত ছোটো। শুনিয়াছি, সাতার দিবার সময় ইহার পা ও ডানা দিয়া জল কাটে। আমরা ডুবুরিদের কখনই