পাতা:বাংলার পাখি - জগদানন্দ রায়.djvu/১৯৫

উইকিসংকলন থেকে
পরিভ্রমণে চলুন অনুসন্ধানে চলুন
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Sas বাংলার পাখী। আমাদের দেশে বাস করে এবং আমাদের দেশেই ডিম পাড়িয়া সন্তান পালন করে। নকি-হাঁসদের চেহারা ভারি অদ্ভুত । ইহাদের মাথার পালকের রঙ সাদা। কিন্তু সেই সাদার উপরে অনেক কালো ছিটা-কেঁটা দেখা যায় । পুরুষ নাকিহাসদের ঠোঁটের উপরে আবার চামড়ার চূড়ার মতো একটা অংশ থাকে। বর্ষার শেষে যথন ডিম পাড়ার সময় আসে, তখন সেই চূড়াটি বড় হয় । তাই ঐ সময়ে নকি-হাঁসদের । পুরুষগুলিকে দেখিতে অদ্ভুত লাগে। এই হাঁসের জলের ধারে, গাছের কোটরে খড়কুটা পাতিয়া ডিম পাড়ে। এক-একটা বাসায় কখনো কখনো দশ বারোটা করিয়া ডিম দেখা যায়। চকাচকি ও ডুবুরির চরিবার সময়ে প্রায় দুই-তিনটির বেশি একত্র থাকে না । কিন্তু নকি-হাঁসদের আমরা দশবারোটাকে এক সঙ্গে থাকিয়া চরিতে দেখিয়াছি। আমরা যে-সব হাসের কথা বলিলাম, সে-গুলি ছাড়া অনেক বুনো হাস। শীতকালে আমাদের দেশে চরিতে আসে। তুলসিয়া বিগরি নামে হাস তোমরা দেখিয়াছ কি ? এগুলি খয়েরি রঙের বেশ বড় পাখী । ইহারা শীতকালে বাংলা দেশে চরিয়া বেড়ায়, এবং গরম পড়িলেই উত্তরের ঠাণ্ড দেশে চলিয়া যায়। কাজেই, ইহারা কি-রকম বাসা বাঁধে এবং কিরকমে সস্তান পালন করে, তাহা আমরা জানিতে পারি না । ইহা ছাড়া শাকানল, নাল বিগরি প্রভৃতি আরো কয়েক জাতি