* শরাল হাঁসেরা কখনই একা এক চরিয়া বেড়ায় না। ঝাঁকে ঝাঁকে আসিয়া ইহাদিগকে এক-একটা বড় জলাশয়ে বাংলার পাখী। Sዓዓ কিছুদিন ধরিয়া, বেড়াইতে দেখা যায়। সেখানকার খাবার ফুরাইলে তাহারা অন্য জলাশয়ে যায়। ঝাঁকে ঝাঁকে থাকে বলিয়া শিকারীদেী-বন্দুকের গুলিতে এই পাখীরা যত মারা পড়ে, অন্যরা বোধ করি তত মরে না । Ο . বালিহাঁসেরা বারো মাসেই আমাদের দেশে থাকে ইহারাও শরাল হাঁসদের মতো জলাশয়ের ধারে গাছের কোটিরে বাসা করিয়া ডিম পাড়ে। কিন্তু ইহাদের ডিমের সংখ্যা হয় অনেক । কখনো কখনো এক-একটা বাসায় তেরোচৌদ্দটা পৰ্য্যন্ত ডিম দেখা গিয়াছে। বালিহঁসের বাচ্চার। ডিম হইতে বাহির হইয়াই জলে নামিয়া সঁাতার দেয়। কিন্তু তখন উড়িতে পারে না । তাই ধাড়ী পাখী বাচ্চাদের ঘাড়ে করিয়া নাকি জলে নামাইয়া দেয়। তার পরে উহার আনন্দে সাতার কাটিয়া বেড়ায় । আমাদের দেশের বড় বড় জলাশয়ে বালি-হাসের এই রকম ছানা অনেক সময়ে দেখা ,R3