পাতা:বাংলার পাখি - জগদানন্দ রায়.djvu/২০১

উইকিসংকলন থেকে
পরিভ্রমণে চলুন অনুসন্ধানে চলুন
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ঘরাও পাখী । , পাতিহাসেরা আমাদের ঘরাও পাখী। ইহাদের পূর্বপুরুষ ছিল বুনো হাঁস। মানুষ শত শত বৎসর ধরিয়াঘরে রাখিয়া পুষিয়া তাহাদের কি-রকম দুৰ্গতি করিয়াছে, তাহা তোমাদিগকে আগেই বলিয়াছি। এখন বুনো পূৰ্ব্ব, পুরুষদের মতো ইহারা উড়িতে পারে না এবং শত্রুর হাত হইতে নিজেদের রক্ষাও করিতে পারে না । কেবল পাতিशैजिब्रांझे 6य अभिांगल शब्रा७ श्राशी, उांश नश। भूशी, পায়রা, টকি, গিনিফাউল, রাজহাস- ইহারাও আমাদের ঘরাও পাখী। DD DBD LB LT BBLBBB DD DtDD DD gOgB মুরগীরা কেবল গণ্ডায় গণ্ডায় ডিম পাড়িতেই পারে - কিরকমে উড়িতে হয়, কি-রকমে বাসা তৈয়ারি করিতে হয়, এ সব ব্যাপার সকলি তাহারা ভুলিয়া গিয়াছে। মুরগীদের পূর্ব-পুরুষ ছিল, আজ-কালিকার বন্য-কুকুটেরা। মধ্য ভারতের বনে-জঙ্গলে এখনো ইহাদের দেখা যায়। সেখানে তাহারা আজও সুন্দর উড়িয়া বেড়ায় এবং বাসা তৈয়ারি করিয়া ডিম পাড়ে।