পাতা:বাংলার পাখি - জগদানন্দ রায়.djvu/৩৫

উইকিসংকলন থেকে
পরিভ্রমণে চলুন অনুসন্ধানে চলুন
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

शैफ्रेिंiष्l · o BB DDBD DD DBBS DBBD DSB DD DYD নাম আছে, তাহা বোধ করি বলিয়াই শেষ করা যায় না। হাঁড়িচাচাদের কোটি টাকাচাের, কাশকুশি, ক্যাচ-কাণ্ড, মহালাটু ইত্যাদি অনেক নামে ডাকা হয়। হাঁড়িচাচারা কাকবর্গেরই পাখী। একটু খোঁজ করিলে তোমরা গ্রামের জঙ্গলে বা বাগানে ইহাদের দেখিতে পাইবে। লম্বায় ইহারা প্ৰায় এক হাতের কাছাকাছি-ইহার মধ্যে বোধ করি লেজটাই আধ হাত লম্বা। হাঁড়িচাচার বুক ও গলার পালক প্রায় কালো এবং শরীরের আর অংশের 3Rs. কতকটা খয়েরি। ডানার কতক পালকের রঙ আবার ধূসরও আছে। একবার বাগানে গিয়া তোমরা এই পাখীকে লক্ষ্য করিয়ো । গায়ে নানা রকম রঙ থাকে বলিয়া ইহাদিগকে দেখিতে সুন্দরই বোধ হইবে। লেজের মাঝের দুইটি পালক লম্বায় প্রায় এক ফুটের কাছাকাছি। লেজের অন্য পালকগুলি লম্বায় কমিতে কমিতে লেজের শেষে খুব ছোটো হইয়া গিয়াছে। তাই লেজ দেখিলে মনে হয়, তাহার পালকগুলি যেন থাকে-থাকে সাজানো রহিয়াছে।