শালিক कांक (यभन जलाई (अथों या, भलिक९ (जछे अकभ দিনের বেলায় মাঠেঘাটে ও বাড়ীতে প্রায়ই নজরে পড়ে। ’ তোমাদের বাড়ীর আঙিনায় যখন শালিকের দল চরিয়া বেড়াইবে, তখন লক্ষ্য করিয়ো । দেখিতে পাইবে, ইহাদের বুকের কতকটা অংশ, গলা এবং মাথা কালো পালকে ঢাকা। ডানা দুখানির উপরটাও কালো ; ইহা ছাড়া শরীরের অন্য অংশ গাঢ় খয়েরি রঙের পালকে ঢাকা। হঠাৎ দেখিলে মনে হয় বুঝি শালিকের গায়ে সাদা পালক নাই। কিন্তু তাহা নয়, যখন ইহারা ডানা গুটিাইয়া চরিয়া বেড়ায় তখন প্ৰত্যেক ডানায় একটা করিয়া সাদা পালক দেখা যায়। তা’ ছাড়া যখন ইহারা ডানা মেলিয়া এক গাছ তইতে অন্য গাছে উড়িয়া যায়, তখন ডানার তলায় অনেক সাদা পালক নজরে পড়ে। লেজের পালকের ডগাগুলির রঙও আবার সাদা। শালিকদের পা ও ঠোঁটের রঙ বড় সুন্দর। BB BB DB BDDBDB BDBSS EDOOBD DBBBDBD DDDSDDD श्लूम । শালিকদের চলা তোমরা দেখিয়াছ কি ? ইহারা প্ৰায়ই চড়াইদের মতো লাফাইয়া চলে না। বাগানের ঘাসের মধ্যে যখন পোকা খুজিয়া বেড়াইবে, তখন লক্ষ্য করিয়ো ।