পাতা:বাংলার পাখি - জগদানন্দ রায়.djvu/৬৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ছাতারে ছাতারে পাখা বোধ করি তোমরা সকলেই দেখিয়াছ। ইহাদের ডানা ছোটো। তাই উঁচু গাছে উঠতে পারে না,- উড়িয়া যে দশ হাত দূরে গিয়া বসিবে, তাহাও পারে না। পাখীদের মধ্যে যাহাদের ডানার জোর থাকে না, তাহদের পায়ের জোর বেশি দেখা যায়। ছাতারে পাখীদের পায়ের জোর /登 খুব বেশী,-তাড়া করিলে কতকটা ක්‍රී. छेड़िशा कठक|ि cलोgाश्शा তাহাদিগকে পালাইতে দেখা যায়। শালিক ও বকেরা যেমন আমাদের মতো একে একে পা ফেলিয়া চলে, ছাতারের সেরকমে চলিতে পারে না। জোড়া পায়ে লাফাইয়া চলাই ইহাদের স্বভাব। কোন পাখীদের আমরা ছাতারে বলিতেছি, তোমরা বুঝিতে পারিয়াছ কি ? ইহাদিগকে কেহ কেহ “সাত ভাই” পাখীও বলে। ইহারা পাঁচ-সাতটায় মিলিয়া ভয়ানক “কেঁচরণকেঁচর” শব্দ করিতে করিতে আতা নেবু প্ৰভৃতি