পাতা:বাংলার পাখি - জগদানন্দ রায়.djvu/৬৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

दून्कूल् • তোমরা কত রকমের বুলবুল পাখী দেখিয়াহু জানি না। আমরা কিন্তু আমাদের বাগানে কালো বুলবুল এবং সিপাহী বুলবুল এই দুই রকম দেখিয়াছি। কালো বুলবুলদের বুট ও ডানা কালো। লেজও কালো; কেবল তাহার শেষের কয়েকটা পালকের আগা সাদা। লেজের তলাটা আবার সুন্দর লাল। কিন্তু বুট ७ भाथा शङ काला, भद्रौद्रां ऊङ शन कालl नग्न । বাগানে খোঁজ করিলে তোমরা বুলবুলদের জোড়া জোড়া বেড়াইতে দেখিবো। পাকা ফল এবং ফুলের কুঁড়ি ইহাদের প্রিয় খাদ্য। পাকা তেলাকুচা ইহারা বড় ভালবাসে। আমরা একবার একটি বুলবুল পুষিয়াছিলাম। ফলের মধ্যে সে পাকা তেলাকুচা পাইলে আর কিছুই খাইতে চাহিত না। ফড়িং ও অন্য পোকা আনিয়া দিলেও সে খাইত। বুলবুলদের বাসা তোমরা বোধ করি দেখ নাই। ইহাদের বাসার সন্ধান করিবার জন্য তোমাদের বেশী কষ্ট স্বীকার করিতে হইবে না। হয় ত তোমাদের বাগানের বেড়ার উপরেই দুই একটা বুলবুলের বাসা দেখিতে পাইবে। উঁচু গাছের উপরে ইহারা কখনই বাসা বঁধে না। বাস গুলি দেখিতে ছোটাে ছোটাে পেয়ালার মতো। বুলবুলার F, 4