পাতা:বাংলার পাখি - জগদানন্দ রায়.djvu/৭২

উইকিসংকলন থেকে
পরিভ্রমণে চলুন অনুসন্ধানে চলুন
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বাংলায় পাখী Q○ o বাহা হউক, হলদে পাখীদের চেহারা যেমন সুন্দর, তাহাদের বাসাগুলিও তেমনি সুন্দর। নেয়ারের খাটি DDLDD SDB CD BtBB S LDBBDB DD D tt DD ছাওয়া হয়। তাই, ইহাতে শুইতে বেশ আরাম লাগে। হলদে পাখীরা তুত প্ৰভৃতি গাছের চওড়া ছাল আনিয়া গাছের দুই ডালে আটকাইয়া তাহার উপরে বাসা বানায়। তাই, বাসাগুলিকে এক-একটা ছোটো নেয়ারের খাট বা দোলনার মতো দেখায়। বোধ করি, এই রকম বাসায় থাকিয়া হলদে পাখীরা বেশ আরাম পায়। এই সব বাসায় একটুও আবৰ্জনা থাকে না। ইহারা শুকনা ঘাস ও শিকড় কুড়াইয়া আনিয়া বাসগুলিতে এমন সুন্দর-ভাবে সাজাইয়া রাখে যে, দেখিলেই যেন চোখ জুড়াইয়া যায়। হলুদে পাখীরা ফিঙেদের মতোই পেয়ালার আকারে বাসা বানায়। স্ত্রী ও পুরুষ উভয় পাখীই বাসা বঁধিবার সময়ে ভয়ানক পরিশ্রম করে, কিন্তু ডিমে তা দেয় কেবল স্ত্রী-পাখীরা। তোমরা সুবিধা পাইলে হলদে পাখীদের বাসা খোঁজ করিয়া পরীক্ষা করিয়ো । তোমাদের আগেই বলিয়াছি, ফিঙের যে গাছে বাসা করে, হলদে পাখীরা প্রায়ই সেই গাছে বাসা বঁধে । তাই ফিঙেরা কোথায় বাসা বঁাধিয়াছে তাহার সন্ধান করিতে পারিলে, তোমরা হয় তা দুই একটা হলদে পাখীর বাসারও সন্ধান পাইবে।