পাতা:বাংলার পাখি - জগদানন্দ রায়.djvu/৮৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কাঠঠোকুরা কাঠঠোকুরা পাখীদের একটু চেষ্টা করিলেই তোমরা বাগানে দেখিতে পাইবে। ইহারা গাছের গায়ে নখ আটকাইয়া ঠোকর মারে। এই জন্যই ইহাদের নাম “কাঠঠোকরা” হইয়াছে। কাঠঠোকরাদের মাথায় বুটি থাকে। তা ছাড়া ইহাদের ঠোঁট খুব লম্বা ও পায়ের নখ বেশ কাঠঠোকরা ধারালো। এই সব লক্ষণ দেখিয়া তোমরা হয় ত কাঠঠোকরাদের চিনিয়া লইতে পরিবে । গাছের শুকুনা পচা ডাল-পালার ভিতরে যে-সব পোকামাকড় থাকে, তাহাই ইহাদের প্রধান আহার । তাই উহার গাছের গায়ে পা ও লেজ বাধাইয়া কাঠে ঠোকর দেয়। ইহাতে পচা ও শুকনা কাঠের নীচে যে-সব পোকামাকড় থাকে, তাহা বাহির হইয়া পড়ে ;তার পরে উছারা সেইগুলিই লম্বা জিত দিয়া মুখে পুরিয়া খাইয়া ফেলে। তোমরা একটু চেষ্টা করিলেই