পাতা:বাংলার পাখি - জগদানন্দ রায়.djvu/৯৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বাংলায় পাখী BDLS K EBD gBDD DDD SS S DBBD DBDS BiB DBDB কিছুক্ষণ উড়িয়া উহারা ঝপাৎ করিয়া জলে পড়িয়া মাছ • ধরিয়া ফেলে। কখনো কখনো জলের ভিতরে পোতা। গোজ বা খোঁটার উপরেও ইহাদিগকে এক ঘণ্টা বা” DBDB D DBDB DD DBBSYDT y DBD BBB থাকিতে দেখা যায়। তোমরা ইহা দেখা নাই কি ? ইহা ছাড়া আর এক জাতের সাদা বুক মাছরাঙা আমাদের দেশে দেখা যায়। এগুলিকেও দেখিতে বেশ, সুন্দর। ইহাদের লেজ ও ডানা নীল। মাথা ও পেট খয়েরি রঙের। কিন্তু গলা বুক ও গাল সাদা। আবার পা ও ঠোঁট লাল। এই নানা রঙের বাহারে পাখীগুলিকে দেখিলেই যেন পুষিতে ইচ্ছা হয়। আগে যে মাছরাঙাদের BD BDBD DBDBB DD BDBBD DBDBD DDD DBBD S জলাশয়ের ধার ছাড়া এই মাছরাঙাদের তোমরা মাঠেঘাটেও উড়িয়া-বেড়াইতে দেখিবে। যখন মাছ বেশি জোটে না, তখন ইহারা মাঠে গিয়া ফড়িং ও অন্য পোকামাকড় খাইয়া পেট ভরায়। লক্ষ্য করিলে দেখিবে, উড়িবার সময়ে ইহারা ভয়ানক চীৎকার করে। মাছরাঙা মাছরাঙাদের বাসা খুঞ্জিয়া বাহির করা বড় মুস্কিল। ইহারা গাছের ভালে বা লোকের বাড়ীতে বাস করে না। জলাশয় হইতে দূরে কোনো