পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/১০০১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১ ই ; ২৯ – ১৩ ; ২৫ । ] অধিকারী হওয়াতে, আইস, আমরা সেই অনুগ্রহ ২৯ প্রীতিজনক আরাধনা করিতে পারি। কেননা আমাদের ঈশ্বর গ্রাসকারী অগ্নিস্বরূপ । ৫ ভ্রাতুপ্রেম ও বিশ্বাসগদি সম্বন্ধে নিবেদন । ভ্রাতৃপ্রেম স্থির থাকুক। তোমরা অতিথিসেবী S○ না জানিয়া দূতগণেরও আতিথ্য ভুলিয়া যাইও না ; কেননা তদ্বারা কেহ কেহ করিয়াছেন । ৩ আপনাদিগকে সহবন্দি জানিয়া বন্দিগণকে স্মরণ করিও, আপনাদিগকে দেহবাসী জানিয়া দুৰ্দ্দশ্যপন্ন সকলকে | ৪ স্মরণ করিও। সকলের মধ্যে বিবাহ আদরণীয় ও সেই শয্যা বিমল হউক ; কেননা ব্যভিচারীদের ও বেশ্যা ৫ গামীদের বিচার ঈশ্বর করিবেন । তোমাদের আচার ব্যবহার ধনাসক্তি-বিহীন হউক ; তোমাদের যাহা আছে, তাহাতে সন্তুষ্ট থাক : কারণ তিনিই বলিয়াছেন, “ আমি কোন ক্রমে তোমাকে ছাড়িব না, ও কোন ৬ ক্রমে তোমাকে ত্যাগ করিব না।” অতএব আমরা সাহসপূর্বক বলিতে পারি, “প্ৰভু আমার সহায়, আমি ভয় করিব না ; মনুষ্য আমার কি করিবে ?” + ৭ যাহারা তোমাদিগকে ঈশ্বরের বাক্য বলিয়া গিয়াছেন, । তোমাদের সেই নেতাদিগকে স্মরণ কর, এবং তাহীদের আচরণের শেষগতি আলোচনা করিতে করিতে ৮ তাহদের বিশ্বাসের অনুকারী হও । যীশু খ্ৰীষ্ট কল্য ও ৯ অদ্য এবং অনন্তকাল যে সেই আছেন । তোমরা বহুবিধ এবং বিজাতীয় শিক্ষা দ্বারা বিপথে চালিত হইও না : কেননা হৃদয় যে অনুগ্রহ দ্বারা স্থিরীকৃত হয়, সেটা ভাল ; খাদ্য দ্বারা নয়, তদাচারীদের কোন ১• স্বফল দশে নাই। আমাদের এক যজ্ঞবেদি আছে, তাহার সামগ্রী ভোজন করিবার ক্ষমতা তাহদের ১১ নাই, যাহার। তাম্বু সম্বন্ধে আরাধনা করে। কারণ যে যে প্রাণীর রক্ত পাপার্থক উপহাররূপে মহাযাজকের দ্বারা পবিত্র স্থানের ভিতরে লইয়া যাওয়া হয়, সেই সকলের দেহ শিবিরের বাহিরে পোড়াইয়া দেওয়া ১২ যায় এই কারণ যীশুও, নিজ রক্ত দ্বারা প্রজাবৃন্দকে পবিত্র করিবার নিমিত্ত, পুরদ্বারের বাহিরে ১৩ মৃত্যু ভোগ করিলেন । অতএব আইস, আমরা তাহার দুনাম বহন করিতে করিতে শিবিরের বাহিরে

  • দ্বি বি ৪ ; ২৪ । ৯ ; ৩ । যিশ ৩৩ : ১৪ । * দ্বি বি ৩১ ; ৬, ৮ । গীত ১১৮ ; ৬ । + cब्नदौध्र ०७ ; २५ ।।

ইব্রীয় । অবলম্বন করি, যদ্বারা ভক্তি ও ভয় সহকারে ঈশ্বরের

  • > →

১৪ তাহার নিকটে গমন করি। কারণ এখানে আমাদের চিরস্থায়ী নগর নাই ; কিন্তু আমরা সেই আগামী ১৫ নগরের অন্বেষণ করিতেছি । অতএব আইস, আমরা তাহারই দ্বারা ঈশ্বরের উদ্দেশে নিয়ত স্তব-বলি, অর্থাৎ তাহার নাম স্বীকারকারী ওষ্ঠাধরের ফল, উৎসর্গ ১৬ করি । * আর উপকার ও সহভাগিতার কার্য্য ভুলিও না, কেননা সেই প্রকার যজ্ঞে ঈশ্বর প্রীত হন। ১৭ তোমরা তোমাদের নেতাদিগের আজ্ঞাগ্রাহী ও বশীভুত হও, কারণ নিকাশ দিতে হইবে বলিয়া র্তাহার তোমাদের প্রাণের নিমিত্ত প্রহরি-কাৰ্য্য + করিতেছেন,–যেন তাহার আনন্দ-পূৰ্ব্বক সেই কাৰ্য্য করেন, আৰ্ত্তস্বরপূর্বক না করেন ; কেননা ইহা তোমাদের পক্ষে মঙ্গলজনক নয় । উপসংহার। আমাদের নিমিত্ত প্রার্থনা কর, কেননা আমরা নিশ্চয় জানি, আমাদের সৎসংবেদ আছে, সৰ্ব্ববিষয়ে ১৯ সদাচরণ করিতে বাঞ্ছা করিতেছি। পরন্তু আমি যেন শীঘ্রই তোমাদিগকে পুনদত্ত হই, তজ্জন্য অধিক বিনতিপূর্বক তোমাদিগকে প্রার্থনা করিতে বলিলাম। আর শাস্তির ঈশ্বর, যিনি অনন্তকালস্থায়ী নিয়মের রক্ত প্রযুক্ত সেই মহান পাল-রক্ষককে, আমাদের প্রভু যীশুকে, মৃতগণের মধ্য হইতে উঠাইয়া আনিয়াছেন, ২১ তিনি আপনার ইচ্ছ। সাধনাৰ্থে তোমাদিগকে সমস্ত উত্তম বিষয়ে পরিপক্ক করুন, আপনার দৃষ্টিতে যাহা প্রীতিজনক, তাহা আমাদের অন্তরে, যীশু খ্ৰীষ্ট দ্বারা, সম্পন্ন করুন ; যুগে যুগে তাহার মহিমা হউক । আমেন। হে ভ্রাতৃগণ, তোমাদিগকে বিনতি করিতেছি, তোমরা এই উপদেশ সহ কর ; আমি ত সঙ্ক্ষেপে ২৩ তোমাদিগকে লিখিলাম। আমাদের ভ্রাতা তীমথিয় মুক্তি পাইয়াছেন, ইহা জ্ঞাত হইবে ; তিনি যদি শীঘ্র আইসেন, তবে আমি তাহার সহিত তোমাদিগকে দেখিব । তোমরা আপনাদের সকল নেতাকে ও সকল পবিত্র লোককে মঙ্গলবাদ কর । ইতালিয়ার লোকের তোমাদিগকে মঙ্গলবাদ করিতেছে। অনুগ্রহ তোমাদের সকলের সহবৰ্ত্তী হউক । আমেন ।

  • গীত ৫০ : ১৪, ২৩ ৷ যিশাইয় ৫৭ ; ১৯ । ১৪ ; ২ i + যিহি ৩ : ১৭ ৷

> br ૨ ૭

  • R
  • 8

૨ (t ছোশেয়। 219