পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/১০১৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

く、○ & ১৯ প্রেমে সিদ্ধ হয় নাই। আমরা প্রেম করি, কারণ তিনিই প্রথমে আমাদিগকে প্রেম করিয়াছেন । যদি কেহ বলে, আমি ঈশ্বরকে প্রেম করি, আর আপন ভ্রাতাকে ঘৃণা করে, সে মিথ্যাবাদী ; কেননা যাহাকে দেখিয়াছে, আপনার সেই ভ্রাতাকে যে প্রেম না করে, সে ৰাহাকে দেখে নাই, সেই ঈশ্বরকে প্রেম ২১ করিতে পারে না। আর আমরা তাহা হইতে এই আজ্ঞা পাইয়াছি যে, ঈশ্বরকে যে প্রেম করে, সে আপন ভ্রাতাকেও প্রেম করুক । বিশ্বাসের বিজয় । & যে কেহ বিশ্বাস করে যে, যীশুই সেই খ্ৰীষ্ট, সে ঈশ্বর হইতে জাত ; এবং যে কেহ জন্মদাতাকে প্রেম করে, সে তাহা হইতে জাত ব্যক্তিকেও প্রেম করে। ২ ইহাতে আমরা জানিতে পারি যে, ঈশ্বরের সন্তানগণকে প্রেম করি, যখন ঈশ্বরকে প্রেম করি ও র্তাহার আজ্ঞা ৩ সকল পালন করি। কেননা ঈশ্বরের প্রতি প্রেম এই, যেন আমরা তাহার আজ্ঞা সকল পালন করি ; আর ৪ তাহার আজ্ঞ সকল দুৰ্ব্বহ নয় ; কারণ যাহা কিছু ঈশ্বর হইতে জাত, তাহ জগৎকে জয় করে ; এবং যে জয় জগৎকে জয় করিয়াছে, তাহা এই, আমাদের ৫ বিশ্বাস। কে জগৎকে জয় করে r কেবল সেই, যে বিশ্বাস করে, যীশু ঈশ্বরের পুত্র। ৬ তিনি সেই, যিনি জল ও রক্ত দিয়া আসিয়াছিলেন, যীশু খ্ৰীষ্ট ; কেবল জলে নয়, কিন্তু জলে ও রক্তে । ৭ আর আত্মাই সাক্ষ্য দিতেছেন, কারণ আত্মা সেই সত্য । ৮ বস্তুতঃ তিনে সাক্ষ্য দিতেছেন, আত্মা ও জল ও রক্ত, ৯ এবং সেই তিনের সাক্ষ্য একই। আমরা যদি মনুষ্যদের সাক্ষ্য গ্রহণ করি, তবে ঈশ্বরের সাক্ষ্য মহত্তর ; ফলতঃ ঈশ্বরের সাক্ষ্য এই যে, তিনি আপন পুত্রের বিষয়ে ১• সাক্ষ্য দিয়াছেন । ঈশ্বরের পুত্রে যে বিশ্বাস করে, ঐ সাক্ষ্য তাহার অন্তরে থাকে ; ঈশ্বরে যে বিশ্বাস না করে, সে তাহাকে মিথ্যাবাদী করিয়াছে ; কারণ ঈশ্বর আপন পুত্রের বিষয়ে যে সাক্ষ্য দিয়াছেন, তাহ। সে ১১ বিশ্বাস করে নাই। আর সেই সাক্ষ্য এই যে, ঈশ্বর আমাদিগকে অনন্ত জীবন দিয়াছেন, এবং সেই জীবন २ ● ১ যোহন । [8 ; పిసె–6 ; ఇ3 ১২ তাহার পুত্রে আছে। পুত্রকে যে পাইয়াছে, সে সেই জীবন পাইয়াছে ; ঈশ্বরের পুত্রকে যে পায় নাই, সে সেই জীবন পায় নাই। তোমরা যাহারা ঈশ্বরের পুত্রের নামে বিশ্বাস করিতেছ, আমি তোমাদিগকে এই সকল কথা লিখিলাম, যেন তোমরা জানিতে পার যে, তোমরা ১৪ অনন্ত জীবন পাইয়াছ । আর তাহার উদ্দেশে আমরা এই সাহস প্রাপ্ত হইয়াছি যে, যদি তাহার ইচ্ছানুসারে কিছু যাঙ্কা করি, তবে তিনি আমাদের যাদ্ধা শুনেন । ১৫ আর যদি জানি যে, আমরা যাহা যাদ্ধা করি, তিনি তাহা শুনেন, তবে ইহাও জানি যে, আমরা তাহার কাছে যাহা যাদ্ধা করিয়াছি, সেই সকল পাইয়াছি। যদি কেহ আপন ভ্রাতাকে এমন পাপ করিতে দেখে, যাহা মৃত্যুজনক নয়, তবে সে যাঙ্কা করিবে, এবং [ ঈশ্বর 1 তাহাকে জীবন দিবেন—যাহারা মৃত্যুজনক পাপ করে না, তাহাদিগকেই দিবেন। - মৃত্যুজনক পাপ আছে, সে বিষয়ে আমি বলি না যে, ১৭ তাহাকে বিনতি করিতে হইবে । সমস্ত অধাৰ্ম্মিকতাই পাপ ; আর এমন পাপ আছে, যাহা মৃত্যুজনক নয় । আমরা জানি, যে কেহ ঈশ্বর হইতে জাত, সে পাপ করে না, কিন্তু যে ঈশ্বর হইতে জাত, সে আপনাকে রক্ষা করে, + এবং সেই পাপাত্ম। তাহাকে স্পর্শ করে ১৯ না। আমরা জানি যে, আমরা ঈশ্বর হইতে ; আর সমস্ত জগৎ সেই পাপাত্মার মধ্যে শুইয়া রহিয়াছে। ২• আর আমরা জানি যে, ঈশ্বরের পুত্র আসিয়াছেন, এবং আমাদিগকে এমন বুদ্ধি দিয়াছেন, যাহাতে আমরা সেই সত্যময়কে জানি ; এবং আমরা সেই সত্যময়ে, তাহার পুত্র যীশু খ্রষ্ট্রে, অাছি ; তিনিই সত্যময় ঈশ্বর এবং অনন্ত জীবন । বৎসেরা, তোমরা প্রতিমাগণ হইতে আপনাদিগকে রক্ষা কর ।

  • ( বা ) এবং তাহাকে জীবন দিবে—যাদ্ধাৱা মৃত্যুজনক পাপ করে না, তাহাদিগকেই দিবে।

+ ( বা ) খিনি ঈশ্বর হইতে জাত, তিনি তাহাকে রক্ষণ করেন । ס\ צ >や չե:

  • >

232