পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/১০২৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*レ* おー> > 5 s 1] ৯ প্রভু ঈশ্বর শক্তিমানূ । * আর পৃথিবীর যে সকল রাজা তাহার সঙ্গে ব্যভিচার ও বিলাস করিত, তাহার। তাহার দাহের ধূম দেখিয় তাহার জন্য রোদন ও বক্ষে ১• করাঘাত করিবে ; তাহার যন্ত্রণার ভয়ে দূরে দাড়াইয়৷ তাহারা বলিবে, হায় ! হায় । সেই মহানগরী, বাবিল, সেই পরাক্রান্ত নগরীর সন্তাপ, কারণ এক ঘণ্টার মধ্যেই তোমার বিচার উপস্থিত । আর পৃথিবীর বণিকের তাহার নিমিত্ত রোদন ও বিলাপ করিতেছে ; কারণ তাহাদের বাণিজ্য-দ্রব্য কেহ ১২ আর ক্রয় করে না ; এই সকল বাণিজ্য দ্রব্য—স্বৰ্ণ, রৌপ্য, বহুমূল্য মণি, মুক্তা, মসীন-বস্ত্র, বেগুনিয়া বস্ত্র, পড়বস্ত্র, সিন্দুরবর্ণ বস্ত্র ; সর্বপ্রকার চন্দন কান্ত, হস্তিদন্তের সৰ্ব্বপ্রকার পাত্র, বহুমূল্য কাম্ভের ও পিত্তলের, লৌহের ১৩ ও মৰ্ম্মরের সর্ববপ্রকার পাত্র, এবং দারুচিনি, এলাচি, ধুপ, হগন্ধি লেপ্যদ্রব্য, কুন্দুরু, মদিরা, তৈল, উত্তম স্থজী ও গোম, পশু ও মেষ ; এবং অশ্ব, রথ ও দাস ও ১৪ মনুষ্যদের প্রাণ। আর তোমার প্রাণের অভিলষিত ফলসমূহ তোম৷ হইতে গিয়াছে, এবং তোমার সমস্ত শোভা ও ভুষ৷ তোম৷ হইতে বিনষ্ট হইয়াছে ; লোকে ১৫ তাহ। আর কখনও পাইবে না। ঐ সকলের যে বণিকেরা তাহার ধনে ধনবান হইয়াছিল, তাহারা তাহার যন্ত্রণার ভয়ে দূরে দাড়াইয়া রোদন ও বিলাপ ১৬ করিতে করিাত বলিবে, হায় ! হায় । সেই মহানগরীর সন্তাপ, যে মসীনা-বস্ত্র, বেগুনিয়া বস্ত্র ও সিন্দূরবর্ণ বস্ত্র পরিহিত ছিল, এবং স্ববর্ণে ও বহুমূল্য মণি ১৭ মুক্তায় মণ্ডিত ছিল ; কারণ এক ঘণ্টার মধ্যেই সেই মহাসম্পত্তি ধ্বংস হইল । আর প্রত্যেক কর্ণধার, ও জলপথে যে কেহ গমন করে, এবং মাল্লারা ও সমুদ্রব্যবসায়ীরা সকলে দূরে ১৮ দাড়াইল, এবং তাহার দহের ধূম দেখিয়া উচ্চৈঃস্বরে ১৯ কহিল, সেই মহানগরীর তুল্য কোন নগর । আর তাহারা মস্তকে ধূলা দিয়া রোদন ও বিলাপ করিতে করিতে উচ্চৈঃস্বরে বলিতে লাগিল, হায় ! হায় । সেই মহানগরীর সন্তাপ, যাহার ঐশ্বৰ্য্য দ্বারা সমুদ্রগামী জাহাজের কৰ্ত্তারা সকলে ধনবান হইত ; কারণ এক ঘণ্টার মধ্যেই সে ধ্বংস হইয়া গেল ৷ + হে স্বৰ্গ, হে পবিত্ৰগণ, হ প্রেরিতগণ, হে ভাববাদিগণ, তোমরা তাহার বিষয়ে আনন্দ কর ; কেনন। সে তোমাদের প্রতি যে অন্যায় করিয়াছে, ঈশ্বর তাহার প্রতীকার করিয়াছেন। পরে এক শক্তিমান দূত বৃহৎ এক পাট ধমুতার তুল্য একখান প্রস্তর লইয়া সমুদ্রে নিক্ষেপ করিয়া কহিলেন, ইহার ন্যায় মহানগরী বাবিল মহাবলে নিপাতিত হইবে, আর কখনও তাহার উদেশ পাওয়া ২২ যাইবে না বীণাবাদকদের, গায়কদের, বংশী

  • যিশাইয় ৪৭ ৭-৯ । যির ৫০ ; ৩৪ ৷ + যিক্তিস্কেল ২৭ ; ২৭-৩৬ । : যিরমিয় ৫১ ; ৬৩, ৬৪ ।

3 * ই ও

  • >

প্রকাশিত বাক্য । १ 8 १ বাদকদের ও তুরীবাদকদের ধ্বনি তোমার মধ্যে আর কখনও শুনা যাইবে না ; এবং আর কখনও কোন প্রকার শিল্পকরকে তোমার মধ্যে পাওয়া যাইবে না ; এবং র্যাতার শব্দ আর কখনও তোমার মধ্যে শুনা ২৩ যাইবে না ; এবং প্রদীপের শিখ আর কখনও তোমার মধ্যে জ্বলিবে না ; এবং বর কন্যার রব আর কখনও তোমার মধ্যে শুনা যাইবে না ; কারণ তোমার বণিকেরা পৃথিবীর মহল্লোক ছিল, কারণ তোমার মায়াতে সমস্ত ২৪ জাতি ভ্রান্ত হইত। আর ভাববাদিগণের ও পবিত্ৰগণের রক্ত, এবং যত লোক পৃথিবীতে হত হইয়াছে, সেই সকলের রক্ত ইহার মধ্যে পাওয়া গেল । রাজাধিরাজ যীশুর বিজয়যাত্রা । SS এই সকলের পরে আমি যেন স্বর্গস্থিত বৃহৎ লোকারণ্যের মহারব শুনিলাম, তাহার বলিতেছে— - হাল্লিলুয়া, * পরিত্রাণ ও প্রতাপ ও পরাক্রম ২ আমাদের ঈশ্বরেরই ; কেননা তাহার বিচারাজ্ঞা সকল সত্য ও ন্যায্য ; কারণ যে মহাবেশ্যা আপন বেশ্যাক্রিয়। দ্বারা পৃথিবীকে ভ্ৰষ্ট করিত, তিনি তাহার বিচার করিয়াছেন, তাহার হস্ত হইতে আপন দাসগণের রক্তপাতের পরিশোধ লইয়াছেন । ৩ পরে তাহারা দ্বিতীয় বার কহিল হাল্লিলুয়া ; আর যুগপৰ্য্যায়ের যুগে যুগে সেই বেশ্যার ধূম উঠিতেছে। ৪ পরে সেই চব্বিশ জন প্রাচীন ও চারি প্রাণী প্ৰণিপাত করিয়া সিংহাসনে উপবিষ্ট ঈশ্বরের ভজনা করিলেন, কহিলেন, আমেন্‌ ; হাল্লিলুয়া। পরে সেই সিংহাসন হইতে এই বাণী নির্গত হইল, হে ঈশ্বরের দাসগণ, তোমরা যাহারা তাহাকে ভয় কর, তোমরা ক্ষুদ্র কি মহান সকলে আমাদের ঈশ্বরের স্তবগান কর । ৬ পরে আমি বুহৎ লোকারণ্যের রব ও বহুজলের কল্লোল ও প্রবল মেঘগজ্জনের ন্যায় এই বাণী শুনিলাম, হাল্লিলুয়া, কেননা আমাদের ঈশ্বর প্রভু, যিনি সৰ্ব্বশক্তিমান, তিনি রাজত্ব গ্রহণ করিলেন। } ৭ আইস, আমরা আনন্দ ও উল্লাস করি, এবং তাহাকে গৌরব প্রদান করি , কারণ মেষশাবকের বিবাহ উপস্থিত হইল, এবং তাহার ভায্য আপনাকে ৮ প্রস্তুত করিল। আর ইহাকে এই বর দত্ত হইল যে, সে উজ্জ্বল ও শুচি মসীন।-বস্ত্রে আপনাকে সজ্জিত করে ; কারণ সেই মসৗন-বস্ত্র পবিত্ৰগণের ধৰ্ম্মাচরণ । ৯ পরে তিনি আমাকে কহিলেন, তুমি লিখ, ধন্য তাহার, যাহারা মেষশাবকের বিবাহ-ভোজে নিমন্ত্রিত।

  • ( অর্থাৎ ) সদাপ্রভুর প্রশংসা কর । + দ্বি বি ৩২ ; ৪, ৪৩ ৷ যিশ ৩৪ , ১০ । গীত २७8 ; » ॥ >१ ; s । यिदि ० ? २१ ॥ -

24.7