পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/১০৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* > ; 8–89 ও জাওর কাটে, তাহ তোমরা ভোজন করিতে পার । ৪ কিন্তু যাহারা জাওর কাটে, কিম্ব দ্বিখণ্ড খুরবিশিষ্ট, তাহাদের মধ্যে তোমরা এই এই পশু ভোজন করিবে না। উঃ তোমাদের পক্ষে অশুচি, কেননা সে ৫ জাওর কাটে বটে, কিন্তু দ্বিখণ্ড খুরবিশিষ্ট নয়। আর শাফন তোমাদের পক্ষে অশুচি, কেননা সে জাওর ৬ কাটে, কিন্তু দ্বিখণ্ড খুরবিশিষ্ট নয়। আর শশক তোমাদের পক্ষে অশুচি, কেননা সে জাওর কাটে, ৭ কিন্তু দ্বিখণ্ড খুরবিশিষ্ট নয়। আর শুকর তোমাদের পক্ষে অশুচি, কেনন। সে সম্পূর্ণরূপে দ্বিখণ্ড খুরবিশিষ্ট ৮ বটে, কিন্তু জাওর কাটে না । তোমরা তাহদের মাংস ভোজন করিও না, এবং তাহদের শবও স্পর্শ করিও না ; তাহার তোমাদের পক্ষে অশুচি । ৯ জলজন্তুদের মধ্যে তোমরা এই সকল ভোজন করিতে পার; জলাশয়ে, সমুদ্রে কি নদীতে স্থিত জন্তুর মধ্যে ডানা ও আইসবিশিষ্ট জন্তু তোমাদের খাদ্য । ১০ কিন্তু সমুদ্রে কি নদীতে স্থিত জলচরদের মধ্যে, জলে অবস্থিত যাবতীয় প্রাণীর মধ্যে যাহার। ডান ও আইস১১ বিশিষ্ট নয়, তাহারা তোমাদের পক্ষে খুণাহ । তাহার তোমাদের পক্ষে ঘৃণাই হইবে ; তোমরা তাহদের মাংস ভোজন করিবে না, তাহদের শবও ঘৃণা করিবে । ১২ জলজন্তুর মধ্যে যাহাঁদের ডান ও আইস নাই, সে সকলই তোমাদের পক্ষে ঘৃণাই । আর পক্ষিগণের মধ্যে এই সকল তোমাদের পক্ষে ঘূণার্হ হইবে ; এ সকল অখাদ্য, এ সকল ঘূণাই ; ১৪ ঈগল, হাড়গিলা ও কুরল, চিল ও আপন আপন জাতি ১৫ অনুসারে গৃধ, এবং আপন আপন জাতি অনুসারে ১৬ যাবতীয় কাক, উষ্ট্রপক্ষী, রাত্রিপ্তেন ও গাংচিল এবং ১৭ অপেন আপন জাতি অনুসারে স্তোন, পেচক, মাছরাঙ্গ৷ ১৮ ও মহাপেচক, দীর্ঘগল হংস, পানিভেল ও শকুন, ১৯ সারস এবং আপন আপন জাতি অনুসারে বক, টিটিভ ও বাদুড় । ২০ চারি চরণে গমনশীল পতঙ্গ সকল তোমাদের পক্ষে ২১ ঘূণার্হ। তথাপি চারি চরণে গমনশীল পক্ষবিশিষ্ট জন্তুর মধ্যে ভূমিতে উল্লম্ফনের নিমিত্তে যাহাঁদের পদের ২২ নলী দীর্ঘ, তাহার তোমাদের খাদ্য হইবে । ফলতঃ আপন আপন জাতি অনুসারে পঙ্গপাল, আপন আপন জাতি অনুসারে বাঘাফড়িঙ্গ, আপন আপন জাতি অনুসারে ঝিাঝ, এবং আপন আপন জাতি অনুসারে অন্ত ২৩ ফড়িঙ্গ, এই সকল তোমাদের খাদ্য হইবে । কিন্তু আর সমস্ত চতুষ্পদ উড়ডীয়মান পতঙ্গ তোমাদের পক্ষে ঘূণাই । এই সকল দ্বারা তোমরা অশুচি হইবে : যে কেহ তাহাদের শব স্পর্শ করবে, সে সন্ধ্যা পর্য্যন্ত অশুচি ২৫ থাকিবে । আর যে কেহ তাহদের শবের কোন অংশ বহন করিবে, সে আপন বস্ত্র ধৌত করবে, এবং সন্ধ্যা পৰ্য্যন্ত অশুচি থাকিবে । ২৬ ষে সকল জন্তু কিঞ্চিৎ ছিন্ন খুরবিশিষ্ট, সম্পূর্ণরূপে Yა°, ミ8 লেবীয় পুস্তক । SO. দ্বিখণ্ড খুরবিশিষ্ট নয়, এবং জাওর কাটে না, তাহার তোমাদের পক্ষে অশুচি ; যে কেহ তাহাদিগকে স্পশ ২৭ করে, সে অশুচি হইবে। আর সমস্ত চতুষ্পদ জন্তুর মধ্যে যে যে জ ন্তু খাব। দ্বারা চলে, তাহার তোমাদের পক্ষে অশুচি ; যে কেহ তাহদের শব স্পর্শ করিবে, ২৮ সে সন্ধ্যা পর্য্যন্ত অশুচি থাকিবে । যে কেহ তাহাদের শব বহন করিব, সে আপন বস্ত্র ধৌত করিবে, এবং সন্ধ্য পৰ্য্যন্ত অশুচি থাকিবে ; তাহার তোমাদের পক্ষে অশুচি । আর ভূচর সরীস্বপের মধ্যে এই সকল তোমাদের পক্ষে অশুচি ; আপন আপন জাতি অনুসারে বেজি, ৩০ ইন্দুর ও টিকটিকা, এবং গোসাপ, নীল টিকটিকী, মেটে ৩১ গিড়গিড়ী, হরিৎ টিকটিকী ও ককলাশ। সরীস্থপের মধ্যে এই সকল তোমাদের পক্ষে অশুচি ; এই সকল মরিলে যে কেহ তাহাদিগকে স্পর্শ করিবে, সে সন্ধ্য ৩২ পর্য্যন্ত অশুচি থাকিবে । আর তাহদের মধ্যে কাহারও শব যে দ্রব্যের উপরে পড়িবে, তাহাও অশুচি হুইবে : কাঠের পাত্র কিম্বা বস্ত্র কিম্ব চৰ্ম্ম কিম্ব ছাল, যে কোন কৰ্ম্মযোগ্য পাত্র হউক, তাহা জলে ডুবাইতে হইবে, এবং সন্ধ্যা পর্য্যন্ত অশুচি থাকিবে ; পরে শুচি ৩৩ হইবে । কোন মৃৎপাত্রর মধ্যে তাহদের শব পড়িলে তাহার মধ্যস্থিত সকল বস্তু অশুচি হইবে, ও তোমরা ৩৪ তাহ ভাঙ্গিয়া ফেলিবে । [তাহার মধ্যস্থিত] যে কোন খাদ্য সামগ্রীর উপরে জল দেওয়া যায়, তাহ অশুচি হুইবে ; এবং এই প্রকার সকল পাত্রে সবব প্রকার ৩৫ পানীয় দ্রব্য অশুচি হইবে । যে কোন দ্রব্যের উপরে তাহীদের শবের কিঞ্চিৎ পড়ে, তাহ অশুচি হুইবে : এবং যদি তুন্দুরে কিম্ব চুলাতে পড়ে, তবে তাহ ভাঙ্গিয় ফেলিত হইবে ; তাহ অশুচি, তোমাদের ৩৬ পক্ষে অশুচি থাকিবে। কেবল উলুই কিম্ব যে কুপে অনেক জল থাকে, তাহ শুচি হুইবে ; কিন্তু যাহাতে তাহাদের শব স্পৃষ্ট হইবে, তাহাই অশুচি হইবে । ৩৭ তার তাহদের শবের কিঞ্চিৎ যদি কোন বপনীয় ৩৮ বীজে পড়ে, তবে তাহ শুচি থাকিবে । কিন্তু বীজের উপরে জল থাকিলে যদি তাঙ্গাদের শবের কিঞ্চিৎ তাহার উপরে পড়ে, তবে তাহা তোমাদের পক্ষে ৩৯ অশুচি। আর তোমাদের খাদ্য কোন পশু মরিলে, যে কেহ তাহার শব স্পর্শ করিবে, সে সন্ধ্যা পর্য্যন্ত ৪০ অশুচি থাকিবে । আর যে কেহ তাহার শবের মাংস ভক্ষণ করিবে, সে আপন বস্ত্র ধৌত করিবে, এবং সন্ধ্য। পর্যন্ত অশুচি থাকিবে ; আর যে কেহ সেই শব বহন করিবে, সেও আপন বস্ত্র ধৌত করবে, এবং সন্ধ্যা পর্য্যন্ত অশুচি থাকিবে । ৪১ আর ভূচর প্রত্যেক কীট খুণা ; তাহ অখাদ্য ৪২ হইবে । উরেগামী হউক কিম্বা চারি পদে কিম্ব৷ ততোধিক পদে গমনকারী হউক, যে কোন ভূচর কীট হউক, তোমরা তাহী ভোজন করিও না, তাহ ৪৩ ঘৃণাই । কোন উরোগামী কীট দ্বারা তোমরা আপনা Rసి 93