পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/১১১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

-> ~ ; ૨8 – છે જે ; ૨૮ | ] তোমরা এ সমস্ত দ্বারা আপনাদিগকে অশুচি করিও না ; কেননা যে যে জাতিকে আমি তোমাদের সন্মুখ হইতে দূর করিব, তাহার এই সমস্ত দ্বারা অশুচি ২৫ হইয়াছে ; এবং দেশও অশুচি হইয়াছে; অতএব আমি উহার অপরাধ উহাকে ভোগ করাইব, এবং দেশ আপন ২৬ নিবাসীদিগকে উদগীরণ করবে। অতএব তোমরা আমার বিধি ও আমার শাসন সকল পালন করিও ; স্বদেশীয় কিম্বা তোমাদের মধ্যে প্রবাসকারী বিদেশীয় হউক, তোমরা ঐ সকল ঘূণার্হ ক্রিয়ার মধ্যে কোন ২৭ কাৰ্য্য করিও না । কেননা তোমাদের পূৰ্ব্বে যাহার ছিল, ঐ দেশের সেই লোকেরা এইরূপ ঘূণার্হ ক্রিয়া ২৮ করাতে দেশ অশুচি হইয়াছে—সেই দেশ যেমন তোমাদের পূর্ববৰ্ত্তী ঐ জাতিকে উদগীরণ করিল, তদ্রুপ যেন তোমাদের কর্তৃক অশুচি হইয়া তোমাদিগকেও ২৯ উদগীরণ না করে। কেননা যে কেহ ঐ সকলের মধ্যে কোন ঘৃণাৰ্হ ক্রিয়া করে, সেই প্রাণী আপন লোকদের ৩০ মধ্য হইতে উচ্ছিন্ন হইবে । অতএব তোমরা আমার আদেশ পালন করিও ; তোমাদের পূর্বে যে সকল ঘৃণাই কাৰ্য্য প্রচলিত ছিল, তাহার কিছুই তোমরা করিও না, এবং তদ্বারা আপনাদিগকে অশুচি করিও না; আমি সদাপ্রভু তোমাদের ঈশ্বর। পবিত্র আচরণ সম্বন্ধীয় বিধি । 3> 。"リ মোশিকে কহিলেন, তুমি ইস্রায়েল-সন্তানগণের সমস্ত মণ্ডলীকে কহ,তাহাদিগকে বল, তোমরা পবিত্র হও, কেননা আমি সদাপ্রভু তোমাদের ঈশ্বর পবিত্র । ৩ তোমরা প্রত্যেকে আপন আপন মাতাকে ও আপন আপন পিতাকে ভয় করিও, এবং আমার বিশ্রামদিন সকল পালন করিও ; আমি সদাপ্রভু তোমাদের ঈশ্বর। ৪ তোমরা অবস্তু প্রতিমাগণের অভিমুখ হইও না, ও আপনাদের নিমিত্তে ছাচে ঢালা দেবতা নিৰ্ম্মাণ করিও না ; আমি সদাপ্রভু তোমাদের ঈশ্বর । ৫ আর যখন তোমরা সদাপ্রভুর উদ্দেশে মঙ্গলার্থক বলিদান কর, তখন গ্রাহ হইবার নিমিত্তে বলিদান ৬ করিও । তোমাদের বলিদানের দিবসে ও তাহার পর দিবসে তাহ ভোজন করিতে হইবে ; তৃতীয় দিন পর্য্যন্ত যাহা অবশিষ্ট থাকে, তাহ অগ্নিতে পোড়াইতে হইবে । ৭ তৃতীয় দিবসে যদি কেহ তাহার কিঞ্চিৎ ভোজন ষ্ট করে, তবে তাহ ঘূণীহঁ ; তাহা অগ্রাহ্য হইবে , এবং যে তাহ খায়, তাহীকে নিজ অপরাধ বহন করিতে হইবে ; কেননা সে সদাপ্রভুর পবিত্র বস্তু অপবিত্র করিয়াছে ; সেই প্রাণী আপন লোকদের মধ্য হইতে উচ্ছিন্ন হইবে। ৯ আর তোমরা যখন আপন আপন ভূমির শস্ত কাট, তখন তুমি ক্ষেত্রের কোণস্থ শস্ত নিঃশেষে কাটিও না, ১• এবং তোমার ক্ষেত্রে পতিত শস্ত কুড়াইও না। আর তুমি আপন দ্রাক্ষাক্ষেত্রের পরিত্যক্ত দ্রাক্ষফল চয়ন 을 8 লেবীয় পুস্তক । > о > করিও না, এবং দ্রাক্ষাক্ষেত্রে পতিত দ্রাক্ষফল কুড়াইও না; তুমি দুঃখী ও বিদেশীদের জন্ত তাহা ত্যাগ করিও ; আমি সদাপ্রভু তোমাদের ঈশ্বর। তোমরা চুরি করিও না, এবং আপন আপন সজতীয়কে বঞ্চনা করিও না, ও মিথ্যা কথা কহিও না । ১২ আর আমার নাম লইয়। মিথ্যা দিব্য করিও না, করিলে তোমার ঈশ্বরের নাম অপবিত্র করা হয় ; ১৩ আমি সদাপ্রভু। তুমি আপন প্রতিবাসীর উপর অত্যাচার করিও না, এবং তাহার দ্রব্য অপহরণ করিও না । বেতনজীবীর বেতন প্রাতঃকাল পর্য্যন্ত সমস্ত রাত্রি রাখিও না । তুমি বধিরকে শাপ দিও না, ও অন্ধের সম্মুখে বাধাজনক বস্তু রাখিও না, কিন্তু তোমার ঈশ্বরকে ভয় করিও ; আমি সদাপ্রভু। তোমরা বিচারে অন্তায় করিও না । তুমি দরিদ্রের মুখাপেক্ষা করিও না, ও ধনবানের সমাদর করিও না ; তুমি ধাৰ্ম্মিকতায় সজাতীয়ের বিচার নিম্পন্ন করিও । তুমি কৰ্ণেজপ হইয় আপন লোকদের মধ্যে ইতস্ততঃ ভ্রমণ করিও না, এবং তোমার প্রতিবাসীর রক্তপাতের জন্ত উঠিয় দাড়াইও না ; আমি সদাপ্রভু। ১৭ তুমি হৃদয়মধ্যে আপন ভ্রাতাকে ঘৃণা করিও না ; তুমি অবস্য আপন সজাতীয়কে অনুযোগ করবে, ১৮ তাহাতে তাহার জন্ত পাপ বহন করিবে না। তুমি আপন জাতির সন্তানদের উপরে প্রতিহিংস কি দ্বেষ করিও না, বরং আপন প্রতিবাসীকে আপনার মত প্রেম করিবে ; আমি সদাপ্রভু। তোমরা আমার বিধি সকল পালন করিও । তুমি ভিন্ন ভিন্ন প্রকার পশুর সহিত তাপন পশুদিগকে ংসর্গ করিতে দিও না ; তোমার এক ক্ষেত্রে দুই প্রকার বীজ বুনিও না ; এবং দুই প্রকার স্বত্রে মিশ্রিত বস্ত্র গাত্রে দিও না । আর মূল্য দ্বারা কিম্বা অন্তরূপে মুক্ত হয় নাই, এমন যে বাগদত্ত দাসী, তাহার সহিত যদি কেহ সংসর্গ করে, তবে তাহারা দণ্ডলীয় হইবে ; তাহদের প্রাণদণ্ড ২১ হইবে না, কেননা সে মুক্ত নহে। আর সেই পুরুষ সমাগম-তামুর দ্বারে সদাপ্রভুর উদ্দেশে আপনার দোষার্থক ২২ বলি অর্থাৎ দোষার্থক বলির জন্ত মেষ আনিবে ; আর যাজক সদাপ্রভুর সম্মুখে সেই দোষার্থক বলির মেষ দ্বারা তাহার কৃত পাপের প্রায়শ্চিত্ত করিবে ; তাহাতে তাহার কৃত পাপের ক্ষম হইবে । আর তোমরা দেশে প্রবেশ করিলে যখন ফল ভক্ষণার্থ সকল প্রকার বৃক্ষ রোপণ করিবে, তখন তাহার ফল অচ্ছিন্নত্বক বলিয়া গণ্য করিবে ; তিন বৎসর কাল তাহা তোমাদের জ্ঞানে অচ্ছিন্নত্বক থাকিবে, তাহ ২৪ ভোজন করিও না । পরে চতুর্থ বৎসরে তাহার সমস্ত ফল সদাপ্রভুর প্রশংসার্থক উপহাররূপে পবিত্র হইবে। ২৫ আর পঞ্চম বৎসরে তোমরা তাহার ফল ভোজন করিবে: S X S 8 S (t ○○ Sసి ミ● చెరి 101