পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/১১৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

> அ ; লেবীয়দের নগরস্থ গৃহ সকল তাহদের অধিকার । ৩৪ আর তাহদের নগরের চরণিভুমি বিক্রীত হইবে না ; কেননা তাহাই তাহীদের চিরস্থায়ী অধিকার । আর তোমার ভ্রাতা যদি দরিদ্র হয়, ও তোমার নিকটে শূন্তহস্ত হয়, তবে তুমি তাহার উপকার করিবে ; সে বিদেশী ও প্রবাসীর দ্যায় তোমার সহিত ৩৬ জীবন ধারণ করিবে । তুমি তাহা হইতে সুদ কিম্বা বৃদ্ধি লইবে না, কিন্তু আপন ঈশ্বরকে ভয় করিবে, তোমার ভ্রাতাকে তোমার সহিত জীবন ধারণ করিতে ৩৭ দিবে। তুমি স্বদের জন্ত তাহাকে টাকা দিবে না, ও ৩৮ বুদ্ধির জন্য তাহাকে অন্ন দিবে না। আমি সদাপ্রভু তোমাদের সেই ঈশ্বর, যিনি তোমাদিগকে কনান দেশ দিবার জন্ত ও তোমাদের ঈশ্বর হইবার জন্ত তোমাদিগকে মিসর দেশ হইতে বাহির করিয়া আনিয়াছেন । আর তোমার ভ্রাতা যদি দরিদ্র হইয়া তোমার নিকটে আপনাকে বিক্রয় করে, তবে তুমি তাহীকে দাসের দ্যায় দাস্ত্যকৰ্ম্ম করাইও না । সে বেতনজীবী ভূত্যের স্থায় কিম্বা প্রবাসীর স্থায় তোমার সঙ্গে থাকিবে, যোবেল বৎসর পর্যন্ত তোমার দস্তিকৰ্ম্ম করিবে । পরে সে আপন সন্তানগণের সহিত তোমার নিকট হইতে মুক্ত হইয়া আপন গোষ্ঠীর কাছে ফিরিয়া যাইবে, ও আপন পৈতৃক অধিকারে ফিরিয়া যাইবে । কেননা তাহার। আমারই দাস, যাহাদিগকে আমি মিসর দেশ হইতে বাহির করিয়া তালিয়াছি ; তাহার দাসের দ্যায় বিক্রীত হইবে না । তুমি তাহার উপরে কঠিন কর্তৃত্ব করিও না, কিন্তু তাপন ঈশ্বরকে ভয় করিও । তোমাদের চতুর্দিকস্থ জাতিগণের মধ্য হইতে তোমরা দাস ও দাসী রাখিতে পরিবে ; তাহীদের হইতেই তোমরা দাস ও দাসী ক্রয় করিও । আর তোমাদের মধ্যে প্রবাসী বিদেশীদের সন্তানগণের হইতে, এবং তোমাদের দেশে তাহীদের হইতে উৎপন্ন তাহীদের যে যে গোষ্ঠী তোমাদের সঙ্গে আছে, তাহীদের হইতেও ক্রয় করিও ; তাহার তোমাদের অধিকার হইবে । আর তোমরা আপন অপেন ভাবী সন্তানদের অধিকারের নিমিত্তে দায়ভাগ দ্বারা তাহাদিগকে দিতে পার, এবং নিত্য আপনাদের দস্তকৰ্ম্ম তাহাদিগকে দিয়া করাইতে পার ; কিন্তু তোমূtদের ভ্রাতা ইস্রায়েল-সন্তানদিগের মধ্যে তোমরা কেহ কাহারও উপরে কঠিন কর্তৃত্ব করিবে না । আর যদি তোমাদের মধ্যে কোন বিদেশী কিম্বা প্রবাসী ধনবান হয়, এবং তাহার নিকটবৰ্ত্তা তোমার ভ্রাত দরিদ্র হইয়া যদি তোমার সহবত্তী প্রবাসী, বিদেশী কিম্বা বিদেশীয় গোত্রস্থ কোন লোকের কাছে ৪৮ আপনাকে বিক্রয় করে, তবে সে বিক্রীত হইবার পরে মুক্ত হইতে পরিবে ; তাহীর জ্ঞাতির মধ্যে কেহ ৪৯ তাহীকে মুক্ত করিতে পরিবে ; তাহার পিতৃব্য কিস্থ। পিতৃব্যের পুত্র তাহাকে মুক্ত করিবে, কিম্ব। তাহার গোষ্ঠীভুক্ত নিকটবৰ্ত্তী কোন জ্ঞাতি তাহাকে মুক্ত । 3) ( 3. o 3 S 32

  • 3 ○

38 @@ 3も লেবীর পুস্তক । [ ২৫ ; ৩৪ — ২৬ ; ৯ । করিবে ; কিম্বা যদি সে ধনবান হইয় উঠে, তবে ৫• আপনাকে মুক্ত করিবে । তাহাতে তাহার বিক্রয়বৎসর অবধি যোবেল বৎসর পর্য্যন্ত ক্রেতার সহিত হিসাব হইলে বৎসরের সংখ্যানুসারে তাহার মূল্য হুইবে : উহার কাছে তাহার থাকিবার সময় বেতন৫১ জীবীর দিনের দ্যায় হইবে। যদি অনেক বৎসর অবশিষ্ট থাকে, তবে তদনুসারে সে ক্রয়-মূল্য হইতে ৫২ আপনার মোচনের মূল্য ফিরাইয়া দিবে। যদি যোবেল বৎসরের অল্প বৎসর অবশিষ্ট থাকে, তবে সে তাহার সহিত হিসাব করিয়া সেই কয়েক বৎসরানুসারে ৫৩ আপনার মোচনের মূল্য ফিরাইয়া দিবে। বৎসরবৈতনিক ভূত্যের হায় সে তাহার সহিত থাকিবে ; তোমার সাক্ষাতে সে তাহার উপরে কঠিন কর্তৃত্ব ৫৪ করিবে না। আর যদি সে ঐ সকল বৎসরে মুক্ত না হয়, তবে যোবেল বৎসরে আপন সন্তানগণের ৫৫ সহিত মুক্ত হইয়া যাইবে । কেননা ইস্রায়েল সন্তানগণ তামারই দাস , তাহার। আমার দাস, যাহাদিগকে আমি মিসর দেশ হইতে বাহির করিয়া অনিয়াছি ; আমি সদাপ্রভু তোমাদের ঈশ্বর। ঈশ্বরীর নানা প্রতিজ্ঞ ও চেতনা-বাক্য । ಗ್ರೀ ತಸ್ಸನ್ತಶ್ಟ প্রতিম নিৰ্ম্মাণ >M করিও না, এবং ক্ষোদিত প্রতিম কিম্বা স্তম্ভ স্থাপন করিও না, ও তাঁহার কাছে প্ৰণিপাত করিবার নিমিত্তে তোমাদের দেশে কোন ক্ষোদিত প্রস্তর রাখিও ২ না ; কেনন। আমি সদাপ্রভু তোমাদের ঈশ্বর । তোমরা আমার বিশ্রামবার সকল পালন করিও, ও আমার ধৰ্ম্মধামের সমাদর করিও ; আমি সদাপ্রভু। ৩ যদি তোময়া আমার বিধিপথে চল, আমার আজ্ঞা ৪ সকল মান ও সে সমস্ত পালন কর, তবে আমি যথাকালে তোমাদিগকে বৃষ্টি দান করিব ; তাহাতে ভূমি শস্ত উৎপন্ন করিবে, ও ক্ষেত্রের বৃক্ষ সকল স্ব স্ব ফল ৫ দিবে। তোমাদের শস্ত্যমূর্দিনকাল দ্রাক্ষীচয়নকাল পর্য্যস্ত থাকিবে, ও দ্রীক্ষাচয়নকল বীজ বপনকাল পর্য্যন্ত থাকিবে ; এবং তোমরা তৃপ্তি পৰ্য্যন্ত অন্ন ভোজন ও করিবে, ও নিরাপদে নিজ দেশে বাস করিবে। আর আমি দেশে শাস্তি প্রদান করিব ; তোমরা শয়ন করিলে কেহ তোমাদিগকে ভয় দেখাইবে না ; এবং আমি তোমাদের দেশ হইতে হিংস্র জন্তুদিগকে দূর করিয়া দিব ; ও তোমাদের দেশে থড়গ ভ্রমণ করিবে ৭ না। আর তোমরা আপনাদের শক্রগণকে তাড়াইয়। দিবে, ও তাহার তোমাদের সম্মুখে খড়েগ পতিত ৮ হইবে । তার তোমাদের পীচ জন তাহীদের এক শত জনকে তাড়াইয়া দিবে, তোমাদের এক শত জন দশ সহস্ৰ লোককে তাড়াইয়া দিবে, এবং তোমাদের শক্র৯ গণ তোমাদের সম্মুখে খড়েগ পতিত হইবে । তাঁর আমি তোমাদের প্রতি প্রসন্নবদন হইব, তোমাদিগকে ফল 1(8