পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/১২৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* > 8 ২১ গের্শোন হইতে লিবনি গোষ্ঠী ও শিমিয়ি-গোষ্ঠী উৎপন্ন ২২ হইল : ইহার গের্শেনীয়দের গাঠী। এক মাস ও ততোধিক বয়স্ক সমস্ত পুরুষকে গণনা করিলে ইহাদের গণিত লোক সংখ্যায় সাত সহস্ৰ প্ৰাচ শত জন হইল । ২৩ গের্শেনীয়দের গোষ্ঠী সকল পশ্চিমদিকে তাবাসের ২৪ পশ্চাদ্ভাগে সন্নিবেশিত হইত। লায়েলের পুত্র ইলায়াসফ ২৫ গেশোনীয়দের পিতৃকুলাধ্যক্ষ ছিলেন । সমাগম-তাম্বুর এই সমস্ত গেশোনের সন্তানদিগের রক্ষণীয় হইল ; আবাস, তাম্বু, তাম্বুর আবরণ, সমাগম তাম্বু দ্বারের পর্দা, ২৬ প্রাঙ্গণের পর্দা, আবাসের ও বেদির চতুর্দিকুস্থ প্রাঙ্গণদ্বারের পর্দ এবং সমস্ত সেবাকাৰ্য্য নিমিত্তক রজু। আর কহৎ হইতে অম্রামীয় গোষ্ঠী, ধিমূহরীয় গোষ্ঠী, হিব্ৰোণীয় গোষ্ঠী ও উর্ষীয়েলীয় গোষ্ঠী উৎপন্ন হইল : ২৮ ইহারা কহাতীয়দের গোষ্ঠী। এক মাস ও ততোধিক বয়স্ক সমস্ত পুরুষের সংখ্যানুসারে ইহার আট সহস্ৰ ২৭ ২৯ ছয় শত জন, ইহার পবিত্র স্থানের রক্ষক কহাতের । সন্তানগণের গোষ্ঠী সকল দক্ষিণদিকে আবাসের পার্থে ৩০ সন্নিবেশিত হইত। আর উষায়েলের পুত্র ইলীষাফণ কহতীয় গোষ্ঠী সকলের পিতৃকুলাধ্যক্ষ ছিলেন । ৩১ আর এই সকল তহিদের রক্ষণীয় ; সিন্দুক, মেজ, দীপবৃক্ষ, দুই বেদি, পবিত্র স্থানের পরিচর্য্যাধক সমস্ত পাত্র, তিরস্করিণী ও তৎসম্বন্ধীয় সমস্ত সেবকৰ্ম্ম । ৩২ হারোণ যাজকের পুত্র ইলীয়াসর লেবীয়দের অধ্যক্ষগণের অধ্যক্ষ হইয়। পবিত্র স্থানের রক্ষণীয় রক্ষকদের উপরে নিযুক্ত ছিলেন। ৩৩ মরারি হইতে মহলীয় গোষ্ঠী ও মুণীয় গোষ্ঠী ৩৪ উৎপন্ন হইল ; ইহার মরারীয়দের গোষ্ঠী। এক মাস ও ততোধিক বয়স্ক সমস্ত পুরুষ গণনা করিলে ইহাদের গণিত লোক সংখ্যায় ছয় সহস্ৰ দুই শত জন হইল । ৩৫ আর অবহেরিলের পুত্র রয়েল মরারি-গোষ্ঠী সকলের পিতৃকুলাধ্যক্ষ ছিলেন ; তাহার। আবাসের উত্তরদিকে ৩৬ সন্নিবেশিত হইত। আর মরারির সন্তানগণ এই সকলের রক্ষায় নিযুক্ত হইল ; আবাসের তক্ত, অর্গল, স্তম্ভ, চুঙ্গি ও তাহার সমস্ত দ্রব্য, এবং তৎসম্বন্ধীয় ৩৭ সমস্ত সেবকৰ্ম্ম, আর প্রাঙ্গণের চতুর্দিকৃস্থিত স্তস্ত ৩৮ সকল ও তাহদের চুঙ্গি, গোজ ও রজু। আর সমাগমতাম্বুর সম্মুখে, পূর্ব পার্থে, স্বৰ্য্যোদয়ের দিকে, মোশি, হারোণ ও তাহার পুত্ৰগণ সন্নিবেশিত ছিলেন ; তাহার ইস্রায়েল-সন্তানগণের রক্ষণীয় বলিয়া ধৰ্ম্মধামের রক্ষণীয় রক্ষা করিতেন ; কিন্তু অন্ত গোষ্ঠীভুক্ত যে কোন ব্যক্তি তাহার নিকটবত্তী হুইত, সে বধ্য হইত। মোশি ও হারেীণ সদাপ্রভুর আজ্ঞাক্ৰমে লেবীয়দিগকে স্ব স্ব গোষ্ঠী অনুসারে গণনা করিলে তাহীদের গণিত এক মাস ও ততোধিক বয়স্ক পুরুষ সৰ্ব্বশুদ্ধ বাইশ সহস্ৰ জন হইল । আর সদাপ্রভু মেশিকে কহিলেন, তুমি ইস্রায়েলসন্তানগণের মধ্যে এক মাস ও ততোধিক ৰয়স্ক প্রথমজাত সমস্ত পুরুষকে গণনা কর, ও তাহীদের নামের లిసి 3 • গণনাপুস্তক । [ © ; २> - 8 ; :० ।। ৪১ সংখ্যা গ্রহণ কর। আমি সদাপ্রভু, আমারই অধিকারার্থে তুমি ইস্রায়েল-সন্তানগণের সমস্ত প্রথমজাতের পরিবর্তে লেবীয়দিগকে, এবং ইস্রায়েল-সন্তানগণের সমস্ত প্রথমজাত পশুর পরিবর্তে লেৰীয়দের পশুধন ৪২ গ্রহণ কর । তাহাতে মোশি সদাপ্রভুর আজ্ঞানুসারে ইস্রায়েল-সন্তানগণের সমস্ত প্রথমজাতকে গণনা করি৪৩ লেন : তাহদের এক মাস ও ততোধিক বয়স্ক সমস্ত প্রথমজাত পুরুষ নাম-সংখ্যানুসারে বাইশ সহস্র দুই শত তেয়াত্তর জন গণিত হইল । ৪৪.৪৫ আর সদাপ্রভু মেশিকে কহিলেন, তুমি ইস্রায়েল-সন্তানগণের সমস্ত প্রথমজাতের পরিবর্তে লেবীয়দিগকে, ও তাহদের পশুধনের পরিবর্তে লেবীয়দের পশুধন গ্রহণ কর ; লেবীরের আমারই হইবে ; আমি ৪৬ সদাপ্রভু। আর ইস্রায়েল-সন্তানগণের প্রথমজাতদের মধ্যে লেবীয়দের সংখ্যাতিরিক্ত যে দুই শত তেয়াত্তর ৪৭ জন মেক্তব্য লোক, তাহদের এক এক জনের নিমিত্তে পবিত্র স্থানের শেকল অনুসারে পাঁচ পাচ শেকল ৮ লইবে : বিংশতি গেরাতে এক শেকল হয়। আর তাহীদের সংখ্যাতিরিক্ত সেই মোক্তব্য লোকদের রৌপ্যমূল্য তুমি হারেীণ ও তাঁহার পুত্রগণকে দিবে। ৪৯ তাহাতে লেবায়দের দ্বারা মুক্ত লোক ব্যতিরেকে যাহারা অবশিষ্ট থাকিল, তাহদের মুক্তির মূল্য মোশি ৫০ লইলেন। তিনি ইস্রায়েল-সন্তানগণের প্রথমজাত লোক হইতে পবিত্র স্থানের শেকলের পরিমাণে এক সহস্ৰ ৫১ তিন শত পয়ষট্টি শেকল] রৌপ্য লইলেন। সদাপ্রভুর বাক্যানুসারে মোশি সেই মুক্ত লোকদের রৌপ্য লইয় হারাণ ও তাহার পুত্রগণকে দিলেন ; যেমন সদাপ্রভু মেশিকে আজ্ঞা দিয়াছিলেন । 3 আর সদাপ্রভু মোশি ও হারোণকে কহিলেন, তোমরা লেবির সন্তানগণের মধ্যে আপন আপন গোষ্ঠী ও পিতৃকুলানুসারে কহাতের সন্তানগণকে, ত্রিশ বৎসর বয়স্ক অবধি পঞ্চাশ বৎসর বয়স্ক পৰ্য্যন্ত যত লোক সমাগম তাম্বুতে কৰ্ম্মচারীদের শ্রেণীভুক্ত হয়, তাহাদিগকে গণনা কর । ৪ সমাগম-তাম্বুতে কহাতের সন্তানগণের সেবাকর্ম ৫ অতি পবিত্র স্থান | সংক্রান্ত ] । যখন শিবির অগ্রসর হইবে, তখন হারোণ ও তাহার পুত্ৰগণ ভিতরে যাইবে, এবং ব্যবধানের তিরস্করিণী নামাইয়৷ তদ্বারা সাক্ষ্য৬ সিন্দুক ঢাকিবে, তাহার উপরে তহশ-চৰ্ম্মের আচ্ছাদন দিবে, ও তাহার উপরে সম্পূর্ণ নীলবর্ণ এক বস্ত্র ৭ পাতিবে, এবং তাহার বহন-দণ্ড পরাইবে । আর দর্শনরুটার মেজের উপরে এক নীলবর্ণ বস্ত্র পাতিবে, ও তাহার উপরে খাল, চমস, সেকপাত্র ও ঢালিবার জন্য শ্রীব সকল রাখিবে, এবং নিত্য কুটী তাহার উপরে ৮ থাকিবে । সেই সকলের উপরে তাহার এক লোহিতবর্ণ বস্ত্র পাতিবে, এবং তহশ-চৰ্ম্মের আচ্ছাদন দিয়া তাহ ৯ ঢাকিবে, এবং তাহার বহন-দণ্ড পরাইবে । আর এক নীলবর্ণ বস্ত্ৰ লইয়৷ দপবৃক্ষ ও তাহার দীপ সকল, চিমট৷ 114