পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/১২৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

& ; to — " : o J স্বামীর অধীন হইয়াও বিপথগমনপূর্বক অশুচি হইলে, ৩০ কিম্বা স্বামী অস্ত জ্বাল্যজনক আত্মার আবেশে আপন স্ত্রীর প্রতি অন্তজালাবিশিষ্ট হইলে সে সেই স্ত্রীকে সদাপ্রভুর সম্মুখে উপস্থিত করিবে, এবং যাজক তদ্বিষয়ে ৩১ এই সমস্ত ব্যবস্থা পালন করিবে। তাহাতে স্বামী অপরাধ হইতে মুক্ত হইবে, এবং সেই স্ত্রী আপন অপরাধ বহন করিবে । নাসরীয়দের ব্যবস্থা। ○ আর সদাপ্রভু মোশিকে কহিলেন, তুমি ইত্ৰীয়েল-সন্তানগণকে কহ, তাহাদিগকে বল, কোন পুরুষ কিম্বা স্ত্রীলোক সদাপ্রভুর উদ্দেশে পৃথককৃত হই৩ বার জন্ত যখন বিশেষ ব্রত, নাসরীয় ব্রত, করিবে, তখন সে দ্রাক্ষারস ও হর হইতে পৃথক্ থাকিবে , দ্রাক্ষীরসের সিরকা বা মুরার সিরকা পান করিবে না, এবং দ্রাক্ষাফলোৎপন্ন কোন পেয় পান করিবে না, তার ৪ কাচ কি শুক দ্রীক্ষণফল খাইবে না । তাহার পৃথকৃস্থিতির সমস্ত কাল সে বীজ অবধি ত্বক পৰ্য্যন্ত দ্রাক্ষা৫ ফলে প্রস্তুত কিছুই খাইবে না। তাহার পৃথকৃস্থিতিব্ৰতের সমস্ত কাল তাহার মস্তকে ক্ষুর-স্পর্শ হইবে না . সদাপ্রভুর উদ্দেশে তাহার পৃথকৃস্থিতির দিন-সংখ্য যাবৎ সম্পূর্ণ না হয়, তাবৎ সে পবিত্র থাকিবে, সে ৬ আপন কেশগুচ্ছ বৃদ্ধি পাইতে দিবে। সে যাবৎ সদাপ্রভুর উদ্দেশে পৃথক্ থাকে, তাবৎ কোন শবের নিকটে ৭ যাইবে না। যদ্যপি তাহার পিতা কিম্ব মাত কিম্বা ভ্রাত কিম্বা ভগিনী মরে, তথাপি সে তাহদের জন্ত আপনাকে অশুচি করিবে না ; কেননা তাহার মস্তকে তাহার ঈশ্বরের উদেশে পৃথক্স্থিতির চিহ্ন আছে। ৮ তাহার পৃথকস্থিতির সমস্ত কাল সে সদাপ্রভুর উদ্দেশে ৯ পবিত্র । আর যদি কোন মনুষ্য হঠাৎ তাহার নিকটে মরাতে সে আপনার পৃথকৃস্থিতির চিহ্নবিশিষ্ট মস্তক অশুচি করে, তবে সে শুচি হহবার দিনে আপন মন্তক গণনা পুস্তক । মুণ্ডন করিবে, সপ্তম দিবসে তাহ মুণ্ডন করবে। ! ১০ আর অষ্টম দিবসে সে দুই ঘুঘু কিম্বা দুই কপোতশাবক সমাগম-তাম্বুর দ্বারে যাজকের কাছে আনিবে। ১১ যাজক তাহীদের একটী পাপার্থে, অন্তটা হোমাথে । নিবেদন করিয়া শব জন্ত তাহার কৃত পাপপ্রযুক্ত প্রায়শ্চিত্ত করিবে ; আর সেই দিনে তাহার মস্তক ১২ পবিত্র করিবে। আবার সে আপনার পৃথকুস্থিতির কালে সদাপ্রভুর উদ্দেশে পৃথক্ থাকিবে ; এবং দোষীথক বলিরূপে একবর্ষীয় এক মেষবৎস আনিবে। আর তাহার পৃথক্স্থিতি অশুচি হওয়াতে তাহার পূর্বগত । দিন সকল নিরর্থক হইবে । আর নাসরায়ের এই ব্যবস্থা ; তাহার পৃথক্স্থিতির। দিন সম্পূর্ণ হইলে পর সে সমাগম তাম্বুর দ্বারে আনীত ১৪ হইবে। পরে সে সদাপ্রভুর উদেশে আপন উপহার উৎসর্গ করিবে ; হেমাথে একবর্ষীয় নির্দোষ এক মেষবৎস, ও পাপার্থে একবর্ষীয় নির্দোষ এক মেষ 35 11

  • > *

১৫ বৎস ও মঙ্গলার্থে নির্দোষ এক মেষ, আর এক চুপড়ি তাড়াশুন্য রুট, তৈলমিশ্রিত স্বক্ষ স্বজির পিষ্টক, তাড়াশূন্ত তৈলাক্ত সরুচাকলী ও তাহার উপযুক্ত ভক্ষ্য ১৬ এবং পেয় নৈবেদ্য, এই সকল আনিবে। আর যাজক সদাপ্রভুর সম্মুখে এই সকল উপস্থিত করিয়া তাহার ১৭ পাপাথক বলি ও হোমবলি উৎসর্গ করবে। পরে তাড়াশূন্ত রুটীর চুপড়ির সহিত মঙ্গলাথক মেষবলি সদাপ্রভুর উদ্দেশে উৎসর্গ করিবে ; এবং যাজক তৎসম্বন্ধীয় ভক্ষ্য ও পেয় নৈবেদ্য নিবেদন করিবে। ১৮ পরে নাসরীয় সমাগম-তাম্বুর দ্বারে তাহার পৃথকস্থিতির চিহ্নস্বরূপ মস্তক মুণ্ডন করিবে, ও তাহার পৃথকস্থিতির চিহ্ন যে মস্তকের কেশ, তাহ লইয়। মঙ্গলার্থক ১৯ বলির অধঃস্থিত অগ্নিত রাখিবে । তার নাসরীয়ের পৃথক স্থিতির মস্তক মুণ্ডনের পরে যাজক ঐ মেষের জলসিদ্ধ স্কন্ধ ও চুপড়ি হইতে তাড় শুষ্ঠ একখান পিষ্টক ও একখান তাড়াশূন্ত সরুচাকলা লইয়। তাহার ২০ হস্তে দিবে। আর যাজক সে সকল দোলনীয় নৈবেদ্যার্থে সদাপ্রভুর সম্মুখে দোলাইবে ; তাহাতে দোলনীয় বক্ষঃ ও উত্তোলনীয় জঙ্ঘা সমেত তাহ যাজকের জন্ত পবিত্র হইবে ; তৎপরে নাসরীয় ব্যক্তি ২১ দ্রীক্ষারস পান করিতে পারিবে । ব্রতকারী নাসরীয়ের এবং পৃথকস্থিতির জষ্ঠ সদাপ্রভুকে দেয় তাহার উপহারের এই ব্যবস্থা ; ইহা ছাড়া সে আপন সংস্থান অনুসারে দিবে ; যে কিছু দিতে মানত করিয়াছে তাহ। দিবে, তাহার পৃথক স্থিতির ব্যবস্থানুসারে করিবে । ২২২৩ আর সদাপ্রভু মেশিকে কহিলেন, তুমি হারোণ ও তাহার পুত্ৰগণকে বল ; তোমরা ইস্রায়েল-সন্তানগণকে এইরূপে আশীৰ্ব্ববাদ করিবে ; তাহাদিগকে বলিবে, সদাপ্রভু তোমাকে আশীৰ্ব্বাদ করুন ও তোমাকে রক্ষা করুন ; সদাপ্রভু তোমার প্রতি আপন মুখ উজ্জ্বল করুন, ও তোমাকে অনুগ্রহ করুন ; সদাপ্রভু তোমার প্রতি আপন মুখ উত্তোলন করুন, ও তোমাকে শান্তি দান করুন । এইরূপে তাহারা ইস্রায়েল-সন্তানগণের উপরে আমার নাম স্থাপন করবে ; আর আমি তাহাদিগকে আশীববাদ করিব । কুলপতিদের উপঢৌকন। o তার যে দিন মোশি আবাস স্থাপন সমাপ্ত করিলেন, এবং তাহ অভিষেক ও পবিত্র করিলেন, আর তৎসংক্রান্ত সকল দ্রব্য এবং বেদি ও তৎসংক্রান্ত সকল পাত্র অভিষেক ও পবিত্র করিলেন, ২ সেই দিন ইস্রায়েলের অধ্যক্ষগণ, পিতৃকুলপতিগণ উপহর আলিলেন ; ইহার বংশ সকলের অধ্যক্ষ, ইহার। ৩ গণিত লোকদের উপরে নিযুক্ত ছিলেন। তাহারা সদtপ্রভুর উদ্দেশে উপহারাথে ছয়টা আচ্ছাদিত শকট ও 8 ર .િ ミや ২৭

  • y g