পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/১২৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

१ : ८२ - b~ ; १ । ] ৫২ মেষ, একবর্ষীয় এক মেষবৎস ; পাপার্থক বলিদানের ৫৩ জন্ত এক ছাগ ; ও মঙ্গলার্থক বলির জন্ত দুই গোরু, পাচ মেষ, পাচ ছাগ, একবর্ষীয় পাচ মেষবৎস ; ইহা অন্মাহুদের পুত্র ইলীশামার উপহার। ৫৪ অষ্টম দিবসে মনঃশি-সন্তানদের অধ্যক্ষ পদহতুরের ৫৫ পুত্র গমলীয়েল। তাহার উপহার পবিত্র স্থানের শেকল অনুসারে এক শত ত্রিশ [ শেকল ] পরিমাণ রৌপ্যের এক থাল, ও সত্তর শেকল পরিমাণ রৌপ্যের এক বাটি, এই দুই পাত্র ভক্ষ্য-নৈবেদ্যার্থে তৈলমিশ্রিত ৫৬ সূক্ষ্ম স্থজিতে পূর্ণ, ধূপে পরিপূর্ণ দশ শেকল পরিমাণ ৫৭ স্বর্ণের এক চমস ; হোমের জন্য এক গোবৎস, এক ৫৮ মেষ, একবর্ষীয় এক মেষবৎস ; পাপার্থক বলিদানের ৫৯ জন্য এক ছাগ ; ও মঙ্গলার্থক বলির জন্ত দুই গোরু, পাচ মেষ, পাচ ছাগ, একবর্ষীয় পাচ মেষবৎস ; ইহা পদাহস্তরের পুত্ৰ গমলীয়েলের উপহার। ৬০ নবম দিবসে বিদ্যামীন-সন্তানদের অধ্যক্ষ গিদি৬১ য়োনির পুত্র অবদান । তাহার উপহার পবিত্র স্থানের শেকল অনুসারে এক শত ত্রিশ [শেকল] পরিমাণ রৌপ্যের এক থাল, ও সত্তর শেকল পরিমাণ রৌপ্যের এক বাটি, এই দুই পাত্র ভক্ষ্য নৈবেদ্যার্থে তৈল৬২ মিশ্রিত স্বক্ষ স্বজিতে পূর্ণ ; ধূপে পরিপূর্ণ দশ শেকল] ৬৩ পরিমাণ স্বর্ণের এক চমস ; হোমের জন্ত এক গো৬৪ বৎস, এক মেষ, একবর্ষীয় এক মেষবৎস : পাপার্থক ৬৫ বলিদানের জন্ত এক ছাগ ; ও মঙ্গলার্থক বলির জন্য দুই গোরু, পাচ মেষ, পাচ ছাগ, একবর্ষীয় পাচ মেষবৎস : ইহা গিদিয়োনির পুত্র অবদানের উপহার। ৬৬ দশম দিবসে দান-সন্তানদের অধ্যক্ষ অস্ট্রীশদয়ের ৬৭ পুত্র অহীয়েষর। তাহার উপহার পবিত্র স্থানের শেকল অনুসারে এক শত ত্রিশ [শেকল ] পরিমাণ রৌপ্যের এক থাল, ও সত্তর শেকল পরিমাণ রৌপ্যের এক বাটি, এই দুই পাত্র ভক্ষ্য-নৈবেদ্যার্থে তৈলমিশ্রিত হুঙ্ক ৬৮ স্বজিতে পূর্ণ, ধূপে পরিপূর্ণ দশ । শেকল ] পরিমাণ ৬৯ স্বর্ণের এক চমস ; হোমের জন্য এক গোবৎস, এক ৭• মেষ, একবর্ষীয় এক মেষবৎস ; পাপার্থক বলিদানের ৭১ জন্ত এক ছাগ ; ও মঙ্গলার্থক বলির জন্য দুই গোরু, পাচ মেষ, পাচ ছাগ, একবর্ষীয় পাঁচ মেষবৎস ; ইহা অম্মীশদয়ের পুত্র অহীয়েষরের উপহার। ৭২ একাদশ দিবসে আশের-সন্তানদের অধ্যক্ষ অক্রণের ৭৩ পুত্র পগায়েল। তাহার উপহার পবিত্র স্থানের শেকল অনুসারে এক শত ত্রিশ [শেকল] পরিমাণ রৌপ্যের এক থাল, ও সত্তর শেকল পরিমাণ রৌপ্যের এক বাটি, এই দুই পাত্র ভক্ষ্য-নৈবেদ্যার্থে তৈলমিশ্রিত ৭৪ সূক্ষ্ম স্বজিতে পূর্ণ ; ধূপে পরিপূর্ণ দশ শিকল পরি-| ৭৫ মাণ স্বর্ণের এক চমস ; হোমের জন্য এক গোবৎস, ৭৬ এক মেষ, একবর্ষীয় এক মেষবৎস : পাপার্থক বলি ৭৭ দানের জন্ত এক ছাগ ; ও মঙ্গলার্থক বলির জন্ত দুই গোরু, পাচ মেষ, পাচ ছাগ, একবর্ষায় পাচ মেষবৎস : ইহ। অক্রণের পুত্র পণীয়েলের উপহার। গণনাপুস্তক । S S > ৭৮ দ্বাদশ দিবসে নপ্তালি-সন্তানদের অধ্যক্ষ ঐননের ৭৯ পুত্র অহীরঃ । তাহার উপহার পবিত্র স্থানের শেকল অনুসারে এক শত ত্রিশ [শেকলা পরিমাণ রৌপ্যের এক থাল, ও সত্তর শেকল পরিমাণ রৌপ্যের এক বাটি, এই দুই পাত্র ভক্ষ্য-নৈবেদ্যার্থে তৈলমিশ্রিত ৮ সুক্ষ সুজিতে পূর্ণ ; ধূপে পরিপূর্ণ দশ [শেকল পরি৮১ মাণ স্বর্ণের এক চমস ; হোমের জন্ত এক গোবৎস, ৮২ এক মেষ, একবর্ষীয় এক মেষবৎস ; পাপার্থক বলি৮৩ দানের জন্ত এক ছাগ ও মঙ্গলার্থক বলির জন্ত দুই গোরু, পাচ মেষ, পাচ ছাগ, একবর্ষীয় পাচ মেষবৎস : ইহা ঐননের পুত্র অহীরের উপহার। বেদির অভিষেক-দিনে বেদি-প্রতিষ্ঠার জন্ত এই উপহীর ইস্রায়েলের অধ্যক্ষগণ কর্তৃক দত্ত হইল ; রৌপ্যের দ্বাদশ খাল, রৌপ্যের দ্বাদশ বাটি, স্বর্ণের দ্বাদশ চমস । ৮৫ তাহার প্রত্যেক খাল এক শত ত্রিশ [শেকল, এবং প্রত্যেক বাটি সত্তর শেকল] : সৰ্ব্বশুদ্ধ এই সকল পাত্রের রৌপ্য পবিত্র স্থানের শেকল অনুসারে দুই ৮৬ সহস্ৰ চারি শত শেকল পরিমিত। ধূপে পরিপূর্ণ স্বর্ণের দ্বাদশ চমস, প্রত্যেক চমস পবিত্র স্থানের শেকল অনুসারে দশ শেকল] পরিমিত ; সর্ববশুদ্ধ এই সকল চমসের স্বর্ণ এক শত বিংশতি (শেকল ] পরিমিত । ৮৭ হোমার্থে সকলো দ্বাদশ গোরু, দ্বাদশ মেষ, একবর্ষীয় দ্বাদশ মেষবৎস, ও তাহদের ভক্ষ্য-নৈবেদ্য , এবং ৮৮ পাপার্থক বলিদানের নিমিত্তে দ্বাদশ ছাগ । তার মঙ্গলার্থক বলির নিমিত্তে সৰ্ব্বশুদ্ধ চব্বিশ গোরু, ষাইট মেষ, যাইট ছাগ, একবর্ষায় ষাইট মেষবৎস : ইহা বেদির অভিষেকের পরে বেদি-প্রতিষ্ঠার উপহার। আর মোশি যখন ঈশ্বরের সহিত কথা কহিতে সমাগম-তাম্বুতে প্রবেশ করিতেন, তখন তিনি সেই রব শুনিতেন ; তাহ সাক্ষ্য-সিন্দুকের উপরিস্থ পাপাবরণ হইতে, সেই দুই করবের মধ্য হইতে, তাহার কাছে কথা কহিত ; আর তিনি তাহার সহিত কথা কহিতেন । দীপবৃক্ষ ও লেবীয়দের বিষয়। ৮ আর দাপ্রস্থ মোশিকে কহিলেন, তুমি হারোণকে কহ, তাহাকে বল, তুমি প্রদীপগুলি জ্বলিলে সেই সাতটা প্রদীপ যেন দ্বীপবৃক্ষের সম্মুখ৩ দিকে আলো দেয়। তাহাতে হারোণ সেইরূপ করিলেন, দীপবৃক্ষের সম্মুখদিকে আলো দিবার জন্তা সেই সকল প্রদীপ জ্বালিলেন, যেমন সদাপ্রভু মোশিকে আজ্ঞা ৪ করিয়াছিলেন। ঐ দীপবৃক্ষের গঠন এই, উহা পিটান স্বর্ণে নিৰ্ম্মিত : কাণ্ড অবধি পুষ্প পর্য্যন্ত তাহ পিটন কৰ্ম্ম ছিল। সদাপ্রভু মোশিকে যে আকার দেখাইয়াছিলেন, তদনুসারে তিনি দীপবৃক্ষটা নিৰ্ম্মাণ করিয়াছিলেন । ৫.৬ আর সদাপ্রভু মেশিকে কহিলেন, তুমি ইস্রায়েলসন্তানগণের মধ্য হইতে লেৰীয়দিগকে লইয়া শুচি কর। ৭ তাহাদিগকে শুচি করণার্থে এইরূপ কর, তাহদের br8 L”) 119