পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/১৩৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

o & 8 হইতে নিঃসরণ কালে যাহার মাংস অৰ্দ্ধনষ্ট, তাদৃশ ১৩ মৃতের স্তায় এ যেন না হয়। পরে মোশি সদাপ্রভুর কাছে ক্ৰন্দন করিয়া কহিলেন, হে ঈশ্বর, বিনয় করি, ১৪ ইহাকে মুস্থ কর । সদাপ্রভু মোশিকে কহিলেন, যদি ইহার পিতা ইহার মুখ থুথু দিত, তাহ হইলে এ কি সাত দিবস লজ্জিত থাকিত না ? এ সাত দিবস পর্য্যন্ত শিবিরের বাহিরে রুদ্ধ থাকুক ; তৎপরে পুনৰ্ব্বার ১৫ ভিতরে আনীত হইবে । তাহাতে মরিয়ম সাত দিবস শিবিরের বাহিরে রুদ্ধ থাকিলেন, এবং যাবৎ মরিয়ম ভিতরে আনীত না হইলেন, তাবৎ লোকের যাত্র। ১৬ করিল না । পরে লোকেরা হৎসেরোৎ হইতে যাত্র। করিয়া পারণ প্রান্তরে শিবির স্থাপন করিল। কনান দেশ দেখিবার জন্ত লোক প্রেরণ। ইস্রায়েলীয়দের অবিশ্বাস । 3○ 。"リ মেশিকে কহিলেন, আমি ইস্রায়েল-সন্তানগণকে যে কনান দেশ দিব, তুমি তাহা নিরীক্ষণ করিবার জন্ত কএক ব্যক্তিকে প্রেরণ কর । তাহদের স্ব স্ব পিতৃকুল সম্পৰ্কীয় এক এক ংশের মধ্যে এক এক জন অধ্যক্ষকে প্রেরণ কর । ৩ তাহাতে সদাপ্রভুর আজ্ঞানুসারে মোশি পারণ প্রান্তর হইতে তাহাদিগকে প্রেরণ করিলেন ; তাহার। সকলে ৪ ইস্রায়েল-সন্তানগণের অধ্যক্ষ ছিলেন। তাহদের নাম এই এই ; রূবেণ বংশের মধ্যে সঙ্কুরের পুত্ৰ শৰ্ম্ময় ; ৫.৬ শিমিয়োন বংশের মধ্যে হোরির পুত্র শাফট ; যিহুদ। ৭ বংশের মধ্যে যিফুল্লির পুত্র কালেব ; ইষাৰ্থর বংশের ৮ মধ্যে যোষেফের পুত্ৰ যিগাল : ইক্রয়িম বংশের মধ্যে ৯ নুনের পুত্র হোশেয় ; বিস্তামীন বংশের মধ্যে রাফুর ১• পুত্ৰ পলুটি ; সবুলুন বংশের মধ্যে সোদির পুত্র গদ্য১১ য়েল ; যোষেফ বংশের অর্থাৎ মনঃশি বংশের মধ্যে ১২ স্থষির পুত্র গদি ; দান বংশের মধ্যে গমল্লির পুত্ৰ ১৩ অল্পীয়েল ; আশের বংশের মধ্যে মাখায়েলের পুত্ৰ ১৪ সধুর ; নপ্তালি বংশের মধ্যে বসির পুত্ৰ নহবি ; ১৫,১৬ গাদ বংশের মধ্যে মাখির পুত্র গুয়েল। মোশি যাহাদিগকে দেশ নিরীক্ষণ করিতে পাঠাইলেন, সেই লোকদের নাম এই। আর মোশি নুনের পুত্র হোশেয়ের নাম যিহোশূয় রাখিলেন। ১৭ কনান দেশ নিরীক্ষণ করিতে পাঠাইবার সময়ে মোশি তাহাদিগকে কহিলেন, তোমর দক্ষিণদিক দিয়া এই পথে গিয়া উঠ, পাহাড় অঞ্চলে গিয় উঠ । ১৮ এবং গিয়া দেখ, সে দেশ কেমন, ও তথাকার নিবাসী ১৯ লোকের বলবান কি দুর্বল, অল্প কি অনেক ; এবং তাহারা যে দেশে বাস করে সে দেশ কেমন, ভল কি মন্দ ; ও যে সকল নগরে বাস করে, সে সকল কি প্রকার ; তাহার। তাম্বুতে কি গড়ে, কিসে বাস ২• করে ; এবং ভুমি কি প্রকার, সতেজ কি নিস্তেজ, তাহাতে বৃক্ষ আছে কি না। আর তোমর সাহসী হইয়। সেই দেশের কিছু ফল সঙ্গে করিয়া আনিও । গণনাগুণ্ডক । [ ; పిరి - 8 ; ఇ ২১ তখন আশুপক্ক দ্রাক্ষীফলের সময় ছিল। তাহারা যাত্রা করিয়া সীন প্রান্তর অবধি হমাতের প্রবেশ স্থানে স্থিত রহোব পৰ্যন্ত সমস্ত দেশ নিরীক্ষণ করি২২ লেন । বিশেষতঃ দক্ষিণদিক্ দিয়া উঠিয়া গেলেন, ও হিব্ৰোণে উপস্থিত হইলেন ; সেই স্থানে অহমান, শেশয় ও তলুময়, অনাকের এই তিন সন্তান ছিল । মিসরস্থ সোয়নের পত্তনের সাত বৎসর পূর্বে হিরোণের ২৩ পত্তন হইয়াছিল । পরে তাহার। ইঙ্কোল উপত্যকাতে উপস্থিত হইয়। সে স্থানে এক থলুয়৷ ফলযুক্ত দ্রাক্ষালতার এক শাখ কাটিয় তাহ দণ্ডে করিয়া দুই জন বহিলেন, এবং তাঁহার কতকগুলি দাড়িম ও ডুমুর২৪ ফুলও সঙ্গে আনিলেন। ইস্রায়েল-সন্তানের ঐ স্থানে সেই দ্রাক্ষর থলুয়৷ কাটিয়াছিলেন, এই জন্ত সেই ২৫ উপত্যক। ইফাল থলুয়] নামে খ্যাত হইল। তাহারা দেশ নিরীক্ষণ করিয়৷ চল্লিশ দিনের পর ফিরিয়া আসিলেন । ২৬ পরে তাহার। আসিয়া পরিণ প্রান্তয়স্থ কাদেশ নামক স্থানে মোশির ও হারোণের এবং ইস্রায়েল-সন্তানদের সমস্ত মণ্ডলীর নিকটে উপস্থিত হইয়া উহাদিগকে ও সমস্ত মণ্ডলীকে সংবাদ দিলেন ; এবং সেই দেশের ২৭ ফল তাহাদিগকে দেখাইলেন । আর তাহকে বৃত্তান্ত কহিলেন, বলিলেন, আপনি আমাদিগকে যে দেশে প্রেরণ করিয়াছিলেন, আমরা তথায় গিয়াছিলাম ; দেশটী দুগ্ধমধুপ্রবাহী বটে ; আর এই দেখুন, তাহার ২৮ ফল । যাহা হউক, তদেশনিবাসী লোকের বলবান, ও তথাকার নগর সকল প্রাচীরবেষ্টিত ও অতি বৃহৎ : এবং সে স্থানে আমরা অনাকের সন্তানগণকেও দেখি২৯ য়াছি । দক্ষিণ দেশে অমালেক বাস করে ; এবং পাহাড় অঞ্চলে হিন্তীয়, যিবুন্তীয় ও ইমোরীয়ের বাস করে ; এবং সমুদ্রের নিকটে ও যাদনের তীরে কনানীয়ের বাস ৩০ করে । আর কালেব মোশির সাক্ষাতে লোকদিগকে ক্ষান্ত করণার্থে কহিলেন, আইস, আমরা একেবারে উঠিয়া গিয়া দেশ অধিকার করি ; কেননা আমরা উহ। ৩১ জয় করিতে সমর্থ । কিন্তু যে ব্যক্তিরা তাহার সহিত গিয়াছিলেন, তাহার কহিলেন, আমরা সেই লোকদের বিরুদ্ধে যাইতে সমর্থ নহি, কেননা আমাদের অপেক্ষ ৩২ তাহার। বলবান । এইরূপে তাহারী যে দেশ নিরীক্ষণ করিতে গিয়াছিলেন, ইস্রায়েল-সন্তানগণের সাক্ষাতে সেই দেশের অখ্যাতি করিয়া কহিলেন, আমরা যে দেশ নিরীক্ষণ করিতে স্থানে স্থানে গিয়াছিলাম, সে দেশ আপন অধিবাসীদিগকে গ্রাস করে ; এবং তাহার মধ্যে আমরা যত লোককে দেখিয়াছি, তাহারা সকলে ভীম৩৩ কায় । বিশেষতঃ তথায় বীরজাত অনাকের সন্তান বীরদিগকে দেখিয়া আমরা আপনাদের দৃষ্টিতে ফড়িঙ্গের স্থায়, এবং তাহদের দৃষ্টিতেও তদ্রুপ হইলাম। $3 পরে সমস্ত মণ্ডলী উচ্চৈঃস্বরে কলরব করিল, এবং লোকেরা সেই রাত্রিতে রোদন করিল। ২ অীর ইস্রায়েল-সন্তানগণ সকলে মোশির বিপরীতে ও 124