পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/১৪০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

У 5) о সদাপ্রভুর উদ্দেশে আপনাদের সকল উত্তম তৈল, দ্রাক্ষীরস ও গোম প্রভৃতি যে যে অগ্রিমাংশ উৎসর্গ করে, ১৩ তাহ। আমি তোমাকে দিলাম। তহীদের দেশেৎপন্ন সর্বপ্রকার ফলের যে আশুপকাংশ তাহারা সদাপ্রভুর উদ্দেশে উপস্থিত করে, সে সমস্ত তোমার হইবে। ১৪ ইস্রায়েলের মধ্যে বজ্জিত বস্তু সকল তোমার হইবে । ১৫ মনুষ্য হউক কিম্ব। পশু হউক, যাবতীয় প্রাণীর মধ্যে গৰ্ত্ত উন্মোচক যে সকল অপত্য, তাহারা সদাপ্রভুর উদ্দেশে নিবেদন করিবে, সে সকলই তোমার হইবে ; কিন্তু মনুষ্যের প্রথমজাতক তুমি অবন্ত মুক্ত করবে, ১৬ এবং অশুচি পশুর প্রথমজাতকেও মুক্ত করবে। তুমি এক মাস বয়স্ক অবধি মোচনীয় সকলকে মুক্ত করিব, তোমার নিরূপণীয় মূল্য পবিত্র স্থানের বিংশতি গের পরিমিত শেকল অনুসারে পাচ শেকল রৌপ্য দিবে। ১৭ কিন্তু গোরুর প্রথমজাতকে কিম্বা মেষের প্রথমজাতকে কিম্বা ছাগলের প্রথমজাতকে তুমি মুক্ত করিবে না, তাহার পবিত্র ; তুমি বেদির উপর তাহদের রক্ত প্রক্ষেপ করবে, এবং সদাপ্রভুর উদ্দেশে সৌরভার্থক অগ্নিকৃত উপহারের নিমিত্তে তাহদের মেদ দগ্ধ করিবে: ১৮ পরে দোলনীয় বক্ষঃ ও দক্ষিণ জঙ্ঘ যেমন তোমার, ১৯ তেমনি তাহীদের মাংসও তোমার হইবে । ইস্রায়েলসন্তানগণ যে সমস্ত পবিত্র বস্তু উত্তালনীয় উপহাররূপে সদাপ্রভুর উদশে নিবেদন করে, সে সকল আমি চিরস্থায়ী অধিকারার্থে তোমাকে ও তোমার পুলগণকে ও তোমার কন্তগণক দিলাম ; তোমার ও তোমার ংশের পক্ষে ইহ সদাপ্রভুর সাক্ষাতে চিরস্থায়ী লবণ২০ নিয়ম। পরে সদাপ্রভু হারাণকে কহিলেন, তাহদের ভূমিতে তোমার কোন অধিকার থাকিবে না, ও তাহদের মধ্যে তোমার কোন অংশ থাকিব না ; ইস্রায়েল সন্তানগণের মধ্যে আমিই তোমার অংশ ও অধিকার । আর দেখ, লেবির সন্তানগণ যে সেবাকর্মু করিতেছে, সমাগম-তাম্বু সম্বন্ধীয় তাহদের সেই সেবাকৰ্ম্মের বেতনরূপে আমি তাহীদের অধিকারার্থে ইস্রায়েলের ২২ মধ্যে সমস্ত দশমাংশ দিলাম। আর ইস্রায়েল-সন্তানগণ পাপ বহন করতঃ যেন ন ম.র. এই জন্ত তাহারা আর ২৩ সমাগম-তামুর নিকটে আসিবে না। কিন্তু লেবায়েরই সমাগম-তাম্বু সম্বন্ধীয় সেবকৰ্ম্ম করিবে, এবং তাহার আপন আপন অপরাধ বহন করিবে, ইহ। তোমাদের পুরুষানুক্রমিক চিরস্থায়ী বিধি ; ইস্রায়েল-সন্তানগণের ২৪ মধ্যে তাহার কোন অধিকার পাইবে না । কেননা ইস্রায়েল-সন্তানগণ সদাপ্রভুর উদেশে উত্তালনীয় উপহাররূপে যে দশমাংশ উৎসর্গ করে, তাহ আমি লেবায়দিগকে অধিকারার্থে দিলাম ; এই জন্ত তাহদের উদেশে কহিলাম, ইস্রায়েল-সন্তানগণের মধ্যে তাহারা কোন অধিকার পাইবে না। ২৫.২৬ আর সদাপ্রভু মোশিক কহিলেন, আবার তুমি লেবীয়দিগকে কহিবে, তাহাদিগকে বলিবে, আমি তোমাদের অধিকারার্থে ইস্রায়েল-সন্তানগণ হইতে যে ミ> গণনাপুস্তক । [ ১৮ ; ১৩ – ১ ৯ ; ৯ । দশমাংশ তোমাদিগকে দিলাম, তাহ যখন তোমরা তাহাদের হইতে গ্রহণ করবে, তৎকালে তোমরা সদপ্রভুর জন্য উত্তালনীয় উপহাররূপে সেই দশমাংশের ২৭ দশমাংশ নিবেদন করবে। তোমাদের উত্তালনীয় উপহার খামারের শস্তের ন্যায় ও দ্রাক্ষাকুণ্ডের পূর্ণতার ২৮ ন্যায় তোমাদের পক্ষে গণিত হইবে। এইরূপ, তোমরা ইস্রায়েল-সন্তানগণ হইতে যে সমস্ত দশমাংশ গ্রহণ করবে, তাহ হইতে তোমরাও সদাপ্রভুর উদ্দেশে উত্তোলনীয় উপহার নিবেদন করিবে ; এবং তাহ হইতে সদাপ্রভুর সেই উত্তোলনীয় উপহার হারেীণ যাজককে ২৯ দিবে। তোমাদের প্রাপ্ত সমস্ত দান হইতে তোমরা সদাপ্রভুর সেই উত্তোলনীয় উপহার, তাহার সমস্ত উত্তম বস্তু হইতে তাহার পবিত্র অংশ, নিবেদন করিবে । ৩০ অতএব তুমি তাহাদিগকে বলিবে, তোমরা যখন তাহ হইতে উত্তম বস্তু উত্তোলনীয় উপহাররূপে নিবেদন করিবে, তৎকালে তাহ লেবীয়দের পক্ষে খামারের উৎপন্ন দ্রব্য ও দ্রাক্ষাকুণ্ডের উৎপন্ন দ্রব্য বলিয়। গণিত ৩১ হইবে। আর তোমরা ও তোমাদের পরিজনগণ সৰ্ব্ব স্থানে তাহ ভক্ষণ করিবে ; কেননা তাহ সমাগম ৩২ তাম্বুতে কৃত কৰ্ম্মের জন্ত তোমাদের বেতনস্বরূপ। আর তাহা হইতে সেই উত্তম বস্তু উপহাররূপে নিবেদন করিলে তোমরা তদঘটিত পাপ বহন করিবে না ; এবং ইস্রায়েল-সন্তানগণের পবিত্র বস্তু অপবিত্র করিবে না, ও মারা পড়িবে না। অশৌচন্ন জলের বিধি । SS আর সদাপ্রভু মোশি ও হারোণকে কহিলেন, সদাপ্ৰভু যে শাস্ত্রীয় বিধি আজ্ঞা করিয়াছেন, তাহ এই, ইস্রায়েল সন্তানগণক বল, তাহারা নির্দেীঘ ও নিষ্কলঙ্কা, যেtয়ালি বহন করে নাই, এমন এক রক্তবর্ণ। ৩ গাভী তোমার নিকটে আনুক। পরে তোমরাইলীয়সর যাজককে সেই গাভী দিবে, এবং সে তাহাকে শিবিরের বাহিরে লইয়। যাইবে, এবং তাহার সম্মুথে তাহাকে হনন ৪ করা যাইবে। পরে ইলীয়াসর যাজক আপন অঙ্গুল দ্বারা তাহার কিঞ্চিৎ রক্ত লইয়া সমাগম-তাম্বুর সম্মুখে ৫ সাত বার সেই রক্ত ছিটাইয়া দিবে। আর তাহার দৃষ্টিগোচরে সেই গাভী পোড়াইয়া দেওয়া যাইবে ; তাহার গোময়ের সহিত চৰ্ম্ম, মাংস ও রক্ত পোড়াইয় দেওয় ৬ যাইবে । পরে যাজক এরসকাষ্ঠ, এসোব ও লালবর্ণ লোম লইয়। ঐ গোদাহের অগ্নিমধ্যে ফেলিয়া দিবে। ৭ পরে যাজক আপন বস্ত্র ধৌত করিবে ও শরীর জলে ধুইবে ; পরে শিবিরে প্রবেশ করিতে পরিবে ; তথাপি ৮ বজক সন্ধ্য পর্য্যন্ত অশুচি থাকিবে । আর যে ব্যক্তি সেই গাভী পোড়াইয় দিবে, সেও আপন বস্ত্র জলে ধৌত করিবে ও শরীর জলে ধুইবে, এবং সন্ধ্য পৰ্যন্ত ৯ অশুচি থাকিবে । পরে কোন শুচি ব্যক্তি ঐ গাভীর ভস্ম সংগ্ৰহ করিয়া শিবিরের বাহিরে কোন শুচি স্থানে রাখিবে ; তাহ ইস্রায়েল-সন্তানগণের মণ্ডলীর 130