পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/১৫০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*) 8 o দ্যের জন্ত হিনের চতুর্থাংশ উখলিতে প্রস্তুত তৈলে ৬ মিশ্রিত ঐফার দশমাংশ হুজি দিবে। ইহ। নিত্য হোমবলি ; সদাপ্রভুর উদশে সৌরভার্থক অগ্নিকৃত উপহার বলিয়। ইহা সীলয় পৰ্ব্বতে নিরূপিত হইয়া৭ ছিল । আর তাহার একটা মেষবৎসের জন্ত হিনের চতুর্থাংশ পেয় নৈবেদ্য হইবে ; তুমি পবিত্র স্থানে সদাপ্রভুর উদ্দেশে মদিরার পেয় নৈবেদ্য ঢালিয়া দিবে। ৮ অার একটা মেঘবৎস সন্ধ্যাকালে উৎসর্গ করিবে ; প্রাতঃকালের ভক্ষ্য ও পেয় নৈবেদ্যের দ্যায় তাহাও সদাপ্রভুর উদ্দেশে সৌরভার্থক অগ্নিকৃত উপহার বলিয়া উৎসর্গ করিবে । ৯ আর বিশ্রামদিনে একবর্ষীয় নির্দোষ দুইটী মেষবৎস ও তৈলমিশ্রিত [এক ঐফার] দুই দশমাংশ স্থজির ভক্ষ্য-নৈবেদ্য ও তৎসম্বন্ধীয় পেয় নৈবেদ্য নিবেদন ১ • কfরবে। নিত্য হোম ও তৎসংক্রান্ত পেয় নৈবেদ্য ভিন্ন প্রতিরিশ্রামবারের হোম এই ৷ আর প্রতিমাসের আরম্ভে তোমরা সদাপ্রভুর উদ্দেশে হোমের জন্ত নির্দোষ দুইটী পুংগোবৎস, একটা মেষ ও ১২ একবর্ষীয় সাতটা মেষবৎস উৎসর্গ করিব। এক একটা গোবৎসের জন্ত তিন দশমাংশ তৈলমিশ্রিত হুজির ভক্ষ্য-নৈবেদ্য, এবং সেই মেষের জন্ত দুই দশমাংশ ১৩ তৈলমিশ্রিত হুজির ভক্ষ্য-নৈবেদ্য ; এবং এক একটা মেষবৎসের জন্ত এক এক দশমাংশ তৈলমিশ্রিত সুজির ভক্ষ্য-নৈবেদ্য হইবে ; তাহাতে সেই হোমবলি সদাপ্রভুর উদ্দেশে সোরভার্থক অগ্নিকৃত উপহার ১৪ হইবে। এক একটী গোবৎসের জন্ত হিনের অৰ্দ্ধেক, ও সেই মেষের জন্য হিনের তৃতীয়াংশ, ও এক একটা মেষবৎসের জন্য হিনের চতুর্থাংশ দ্রাক্ষারস তাহার পেয় নৈবেদ্য হইবে । ইহা সম্বৎসরের প্রতিমাসের মাসিক ১৫ হেম । আর পাপাধক বলির জন্ত সদাপ্রভুর উদেশে একটা ছাগ : নিত্য হোম ও তাহার পেয় নৈবেদ্য ভিন্ন ইহ। উৎসর্গ করিতে হইবে। ১৬ আর প্রথম মাসের চতুর্দশ দিবসে সদাপ্রভুর নিস্তার১৭ পৰ্ব্ব । এই মাসের পঞ্চদশ দিবসে উৎসব হইবে ; সাত ১৮ দিন তাড়াশূন্ত রুট ভোজন করিতে হইবে। প্রথম দিবসে পবিত্র সভা হইবে ; তোমরা কোন শ্রমসাধ্য ১৯ কৰ্ম্ম করিবে না। কিন্তু সদাপ্রভুর উদ্দেশে অগ্নিকৃত উপহার বলিয়া হোমার্থে দুইটা পুংগোবৎস, একটা মেষ ও একবর্ষীয় সাতটা মেধবৎস উৎসর্গ করবে, তোমা২০ দের জন্ত সেগুলি নির্দোষ হওয়া চাই ; এবং এক একটা গোবৎসের জন্ত তিন দশমাংশ, ও সেই মেষের ২১ জন্ত দুই দশমাংশ, এবং সাতটা মেষবৎসের মধ্যে এক এক বৎসের জন্ত এক এক দশমাংশ তৈলমিশ্রিত ২২ স্থজির ভক্ষ্য-নৈবেদ্য, এবং তোমাদের জন্ত প্রায়শ্চিত্ত ২৩ করিবার নিমিত্ত পাপার্থক বলিরূপে একটা ছাগ, এই সমস্ত তোমরা নিত্য হোমের প্রাতঃকালীন হোম ভিন্ন ২৪ নিবেদন করিবে । এই বিধি অনুসারে তোমরা সাত দিন যাবৎ প্রতিদিন সদাপ্রভুর উদেশে সোরভার্থক Y > 140 গণনাপুস্তক । آن دو ناحیه ----م و سطحی অগ্নিকৃত উপহাররূপ ভক্ষ্য নিবেদন করিবে ; নিত্য হোম ও তাহার পেয় নৈবেদ্য ভিন্ন ইহা নিবেদিত ২৫ হইবে । আর সপ্তম দিবসে তোমাদের পবিত্র সভা হইৰে ; তোমরা কোন শ্রমসাধ্য কৰ্ম্ম করিবে না . ২৬ আবার অগ্রিমাংশের দিবসে, যখন তোমরা আপনাদের . সাত সপ্তাহের উৎসবে সদাপ্রভুর উদ্দেশে নুতন ভক্ষ্যনৈবেদ্য আনিবে, তখন তোমাদের পবিত্র সভা হইবে ; ২৭ তোমরা কোন শ্রমসাধ্য কৰ্ম্ম করিবে না। কিন্তু সদাপ্রভুর উদ্দেশে সৌরভাখক হোমবলিরূপে ছুইটী পুংগাবৎস, একটা মেষ ও একবর্ষীয় সাতটা মেষবৎস উৎসর্গ ২৮ করিবে ; এবং তাহদের ভক্ষ্য-নৈবেদ্য বলিয়া এক এক গোবৎসের জন্ত তিন দশমাংশ, এক মেঘের জন্য ২৯ জুই দশমাংশ, এবং সাতটা মেষবৎসের মধ্যে এক এক বৎসের জন্ত এক এক দশমাংশ তৈলমিশ্রিত স্বজি ; ৩০ তোমাদের জন্ত প্রায়শ্চিত্ত করণাথে একটী ছাগ । ৩১ এই সমস্ত তোমরা নিত্য হোম ও তাহার ভক্ষ্যনৈবেদ্য ভিন্ন নিবেদন করিবে ; এই সকল নিদোষ এবং স্ব স্ব পেয় নৈবেদ্যযুক্ত হওয়া চাই । ミ> আর সপ্তম মাসে, মাসের প্রথম দিবসে তোমাদের S’ পবিত্র সভা হইবে, তোমরা কোন শ্রমসাধ্য কৰ্ম্ম করিবে না ; সেই দিন তোমাদের তুরীধবনির দিন ২ হইবে। তোমরা সদাপ্রভুর উদ্দেশে সোরভার্থক হোমবলিরূপে নির্দোষ একটা পুংগোবৎস, একটা ৩ cমষ ও একবর্ষীয় সাতটা মেষবৎস, এবং তাহাদের ভক্ষ্য-নৈবেদ্য বলিয়া সেই গোবৎসের জন্ত তিন ৪ দশমাংশ, মেষের জন্ত দুই দশমাংশ, ও সাতটা মেষবৎসের মধ্যে এক এক বৎসের জন্ত এক এক দশমাংশ ৫ তৈলমিশ্রিত স্তুজি ; এবং তোমাদের জন্ত প্রায়শ্চিত্ত করিবার নিমিত্ত পাপাৰ্থক বলিরূপে একটী ছাগ, এই ৬ সমস্ত নিবেদন করিবে । অমাবস্তার হোম ও তাহার ভক্ষ্য-নৈবেদ্য, এবং নিত্য হোম ও তাহার ভক্ষ্যনৈবেদ্য এবং বিধিমতে উভয়ের পেয় নৈবেদ্য ভিন্ন তোমরা সদাপ্রভুর উদ্দেশে সোরভার্থক অগ্নিকৃত উপহার বলিয়া এই সমস্ত উৎসর্গ করিবে । ৭ আর সেই সপ্তম মাসের দশম দিবসে তোমাদের পবিত্র সভা হইবে ; আর তোমরা আপন আপন প্রাণকে দুঃখ দিবে, এবং কোন কাৰ্য্য করিবে না। ৮ কিন্তু সদাপ্রভুর উদ্দেশে সোরভার্থক হোমবলিরূপে তোমরা একটা পুংগোবৎস, একটা মেষ ও একবর্ষীয় সাতটা মেষবৎস উৎসর্গ করিবে ; তোমাদের জন্ত ৯ এই সকল নিদোষ হওয়া চাই ; এবং তাহদের ভক্ষ্যনৈবেদ্য বলিয়৷ সেই গোবৎসের জন্য তিন দশমাংশ, ১০ সেই মেষের জন্ত দুই দশমাংশ, ও সাতটা মেষবৎসের মধ্যে এক এক বৎসের জন্ত এক এক দশমাংশ তৈল১১ মিশ্রিত স্বজি ; এবং পাপাথক বলিরূপে এক ছাগ, এই সমস্ত উৎসর্গ করিবে। পাপাথক প্রায়শ্চিত্তবাল, নিত্য হোম এবং তাহার ভক্ষ্য ও পেয় নৈবেদ্য হইতে ইহ ভিন্ন ।