পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/১৫১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* > ; >ペー○o ; a l ] আর সপ্তম মাসের পঞ্চদশ দিবসে তোমাদের পবিত্র সভ হইবে ; তোমরা কোন শ্রমসাধ্য কৰ্ম্ম করিবে না ; এবং সাত দিন সদাপ্রভুর উদ্দেশে উৎসব পালন ১৩ করবে। আর সদাপ্রভুর উদ্দেশে সৌরভার্থক অগ্নিকুত হোমবলিরূপে তেরটা পুংগোবৎস, ছুইটী মেষ, ও একবর্ষীয় চৌদ্দটা মেষবৎস উৎসর্গ করিবে ; এই সকল ১৪ নির্দোষ হওয়া চাই ; এবং তাহদের ভক্ষ্য-নৈবেদ্য বলিয়া তেরটা পুংগোবৎসের মধ্যে প্রত্যেক বৎসের জন্ত তিন তিন দশমাংশ, দুইটা মেষের মধ্যে এক ১৫ এক মেষের জন্য দুই দুই দশমাংশ, এবং চৌদ্দটী মেষবৎসের মধ্যে এক এক বৎসের জন্ত এক এক ১৬ দশমাংশ তৈলমিশ্রিত স্তজি, এবং পাপার্থক বলিরূপে একটা ছাগ, এই সমস্ত উৎসর্গ করিবে । নিত্য হোম এবং তাহার ভক্ষ্য ও পেয় নৈবেদ্য হইতে ইহ ভিন্ন । ১৭ আর দ্বিতীয় দিবসে তোমরা নির্দোষ বারটা পুংগোবৎস, ছুইটী মেষ ও একবর্ষীয় চৌদ্দটা মেষবৎস, ১৮ এবং গোবৎসের, মেষের ও মেষবৎসের জন্ত তাহদের ংখ্যানুসারে বিধিমতে তাহদের ভক্ষ্য ও পেয় নৈবেদ্য, ১৯ এবং পাপার্থক বলিরূপে একটা ছাগ, এই সমস্ত উৎসর্গ করিবে । নিত্য হোম এবং তাহার ভক্ষ্য ও পেয় নৈবেদ্য হইতে ইহ ভিন্ন । ২• আর তৃতীয় দিবস তোমরা নির্দোষ এগারটা গোবৎস, ২১ দুইটী মেষ ও একবর্ষীয় চৌদ্দটা মেষবৎস, এবং গোবৎসের, মেষের ও মেষবৎসের জন্ত তাহদের সংখ্যান্থ২২ সারে বিধিমতে তাহদের ভক্ষ্য ও পেয় নৈবেদ্য, এবং পাপার্থক বলিরূপে একটা ছাগ, এই সমস্ত উৎসর্গ করিবে । নিত্য হোম এবং তাহার ভক্ষ্য ও পেয় নৈবেদ্য হইতে ইহা ভিন্ন । ২৩ আর চতুর্থ দিবসে তোমরা নির্দোষ দশটা গোবৎস, ২৪ দুইটী মেষ ও একবর্ষীয় চৌদ্দটা মেষবৎস, এবং গোবৎসের, মেষের ও মেষবৎসের জন্ত তাহীদের সংখ্যানু২৫ সারে বিধিমতে তাহদের ভক্ষ্য ও পেয় নৈবেদ্য, এবং পাপার্থক বলিরূপে একটা ছাগ, এই সমস্ত উৎসর্গ করিবে । নিত্য হোম এবং তাহার ভক্ষ্য ও পেয় নৈবেদ্য হইতে ইহ ভিন্ন । ২৬ আর পঞ্চম দিবসে তোমরা নির্দোষ নয়ট গোবৎস, ২৭ দুইটী মেষ ও একবর্ষীয় চৌদ্দটা মেষবৎস, এবং গোবৎ N R সের, মেষের ও মেষবৎসের জন্ত তাহীদের সংখ্যান্থ ২৮ সারে বিধিমতে তাহীদের ভক্ষ্য ও পেয় নৈবেদ্য, এবং পাপার্থক যলিরূপে একটা ছাগ, এই সমস্ত উৎসর্গ করিবে । নিত্য হোম এবং তাহার ভক্ষ্য ও পেয় নৈবেদ্য হইতে ইহা ভিন্ন । ২৯ আর ষষ্ঠ দিবসে তোমরা নির্দোষ আটটা গোবৎস, ৩০ দুইটী মেষ ও একবর্ষীয় চৌদ্দটা মেষবৎস, এবং গোবৎসের, মেষের ও মেষবৎসের জন্ত তাহদের সংখ্যানু৩১ সারে বিধিমতে তাহীদের ভক্ষ্য ও পেয় নৈবেদ্য, এবং পাপার্থক বলিরূপে একটী ছাগ, এই সমস্ত উৎসর্গ গণনাপুস্তক । $ 8 o' করিবে। নিত্য হোম এবং তাহার ভক্ষ্য ও পেয় নৈবেদ্য হইতে ইহা ভিন্ন । ৩২ আর সপ্তম দিবসে তোমরা নির্দোষ সাতটা গোবৎস, ৩৩ দুইটী মেষ ও একবর্ষীয় চোদটী মেষবৎস, এবং গোবৎসের, মেষের ও মেষবৎসের জন্ত তাহদের সংখ্যানু৩৪ সারে বিধিমতে তাহদের ভক্ষ্য ও পেয় নৈবেদ্য, এবং পাপার্থক বলিরূপে একটা ছাগ, এই সমস্ত উৎসর্গ করিবে । নিত্য হোম এবং তাহার ভক্ষ্য ও পেয় নৈবেদ্য হইতে ইহা ভিন্ন । ৩৫ আর অষ্টম দিবসে তোমাদের উৎসব হইবে : ৩৬ তোমরা কোন শ্রমসাধ্য কৰ্ম্ম করিবে না। কিন্তু সদাপ্রভুর উদ্দেশে সৌরভার্থক অগ্নিকৃত হোমবলিরূপে নির্দোষ একটী গোবৎস, একটা মেষ ও একবর্ষীয় সাতটী ৩৭ মেষবৎস, এবং গোবৎসের, মেষের ও মেষবৎসের জন্ত তাহাদের সংখ্যানুসারে বিধিমতে তাহদের ভক্ষ্য ও ৩৮ পেয় নৈবেদ্য, এবং পাপার্থক বলিরূপে একটা ছাগ, এই সমস্ত উৎসর্গ করিবে । নিত্য হোম এবং তাহার ভক্ষ্য ও পেয় নৈবেদ্য হইতে ইহা ভিন্ন । এই সমস্ত তোমরা আপনাদের নিরূপিত পৰ্ব্বসমূহ সদাপ্রভুর উদ্দেশে উৎসর্গ করিবে । তোমাদের হোম, ভক্ষ্য ও পেয় নৈবেদ্য এবং মঙ্গলার্থক বলিদানযুক্ত যে মানত ও স্বইচ্ছায় দত্ত উপহার, তাহ হইতে ইহ। ৪• ভিন্ন। মোশি সদাপ্রভু হইতে প্রাপ্ত আজ্ঞানুসারে ইস্রায়েল-সন্তানগণকে সকল কথা কহিলেন । ব্ৰতবিষয়ক আদেশ । ৩০ পরে ফুেশি ইস্রায়েলসন্তানগণের বংশীধ্যক্ষগণকে কহিলেন, সদাপ্রভু এই বিষয় আজ্ঞ ২ করিয়াছেন। কোন পুরুষ যদি সদাপ্রভুর উদ্দেশে মানত করে, কিম্বা ব্ৰতবন্ধনে আপন প্রাণকে বদ্ধ করিবার জন্য দিব্য করে, তবে সে আপন বাক্য ব্যর্থ না করুক, আপন মুখ হইতে নির্গত সমস্ত বাক্যানুসারে কার্য্য ৩ করুক। আর কোন স্ত্রীলোক যদি যৌবন কালে আপন পিতৃগৃহে বাস করিবার সময়ে সদাপ্রভুর উদ্দেশে মানত ৪ করে ও ব্ৰতবন্ধনে আপনাকে বদ্ধ করে, এবং তাহার পিতা যদি তাহার মানত, ও যদ্বারা সে আপন প্রাণকে বদ্ধ করিয়াছে, সেই ব্ৰতবন্ধনের কথা শুনিয়া তাহাকে কিছু ন বলে, তবে তাহার সকল মানত স্থির থাকিবে, এবং যদ্বারা সে আপন প্রাণকে বদ্ধ করিয়াছে, সেই ৫ ব্ৰতবন্ধন স্থির থাকিবে । কিন্তু শ্রবণদিনে যদি তাহার পিতা তাহাকে নিষেধ করে, তবে তাহার কোন মানত, ও যদ্বারা সে আপন প্রাণকে বদ্ধ করিয়াছে, সেই ব্ৰতবন্ধন স্থির থাকিবে না ; আর তাহার পিতার নিষেধ প্রযুক্ত ৬ সদাপ্রভু তাহাকে ক্ষমা করিবেন। আর যদি সে কোন পুরুষের স্ত্রী হইয়৷ মানতের অধীন হয়, কিম্বা যদ্বারা সে আপন প্রাণকে বদ্ধ করিয়াছে, ওষ্ঠ-নির্গত এমন চপল ৭ বাক্যের অধীন হয়, এবং যদি তাহার স্বামী তাহ শুনিলেও শ্রবণদিনে তাহকে কিছু না বলে, তবে \రిసి 141