পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/১৫২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

S 8 & তাহার মানত স্থির থাকিবে, এবং যদ্বারা সে আপন প্রাণকে বদ্ধ করিয়াছে, সেই ব্ৰতবন্ধন স্থির থাকিবে । ৮ কিন্তু শ্রবণদিনে যদি তাহার স্বামী তাহাকে নিষেধ করে, তবে সে যে মানত করিয়াছে, ও তাপন ওষ্ঠ নির্গত যে চপল বাক্য দ্বারা আপন প্রাণকে বদ্ধ করিয়াছে, স্বামী] তাহ ব্যর্থ করিবে, আর সদাপ্রভু তাহাকে ৯ ক্ষমা করিবেন । কিন্তু বিধবা কিম্ব স্বামি ত্যক্ত স্ত্রী যদ্বারা আপন প্রাণকে বদ্ধ করিয়াছে, সেই ব্রতর ১০ সমস্ত বাক্য তাহার নিমিত্তে স্থির থাকিবে । আর সে যদি স্বামীর গৃহে থাকিবার সময় মানত করিয়া থাকে, কিম্বা দিব্য দ্বারা আপন প্রাণকে ব্ৰতবন্ধনে বদ্ধ করিয়া ১১ থাকে, এবং তাহার স্বামী তাহ শুনিয় তাহকে নিষেধ না করিয়া নীরব হইয় থাকে, তবে তাহার সমস্ত মানত স্থির থাকিবে ; এবং সে যদ্বারা আপন প্রাণকে বদ্ধ ১২ করিয়াছে, সেই সমস্ত ব্ৰতবন্ধন স্থির থাকিবে । কিন্তু শ্রবণদিনে তাহার স্বামী যদি সে সকল ব্যর্থ করিয়৷ থাকে, তবে তাহার মানত বিষয়ে ও তাহার ব্ৰতবন্ধন বিষয়ে তাহার ওষ্ঠ হইতে যে বাক্য নিগত হইয়াছিল, তাহা স্থির থাকিবে না ; তাহার স্বামী তাহ ব্যর্থ করিয়াছে ; আর সদাপ্রভু সেই স্ত্রীকে ক্ষমা করিবেন। ১৩ স্ত্রীর প্রত্যেক মানত ও প্রাণকে দুঃখ দিবার প্রতিজ্ঞাযুক্ত প্রত্যেক দিব্য তাহার স্বামী স্থির করিতেও পারে, ১৪ তাহার স্বামী ব্যর্থ করিতেও পারে। তাহার স্বামী যদি অনেক দিন পর্য্যন্ত তাহার প্রতি সৰ্ব্বতোভাবে নীরব থাকে, তবে সে তাহার সমস্ত মানত কিম্ব সমস্ত ব্ৰতবন্ধন স্থির করে ; শ্রবণদিনে নীরব থাকাতেই সে ১৫ তাহ স্থির করিয়াছে। কিন্তু তাহ শুনিলে পর যদি কোন প্রকারে স্বামী তাহ ব্যর্থ করে, তবে স্ত্রীর তাপ৬ রাধ বহন করিবে । পুরুষ ও স্ত্রীর বিষয়ে এবং পিত। ও যৌবন কালে পিতৃগৃহস্থিত কস্তার বিষয়ে সদাপ্রভু মেশিকে এই সকল অজ্ঞা করিলেন । মিদিয়নীয়দের পরাজয় ও বিনাশ । S আর সদাপ্রভু মেশিকে কহিলেন, তুমি ইস্রায়েল-সন্তানগণের জন্ত মিদিয়নীয়দিগকে প্রতিফল দেও ; তৎপরে তুমি আপন লোকদের নিকটে সংগৃহীত ৩ হইবে । তখন মোশি লোকদিগকে কহিলেন, তোমাদের কতক লোক যুদ্ধার্থে সজ্জিত হউক, সদাপ্রভুর জন্ত মিদিয়নকে প্রতিফল দিতে মিদিয়নের বিরুদ্ধে ৪ যাত্রা করুক। তোমরা ইস্রায়েল-বংশসমূহের প্রত্যেক ংশ হইতে এক এক সহস্ৰ লোক যুদ্ধে প্রেরণ করবে। ৫ তাহাতে ইস্রায়েলের সহস্ৰ সহস্ত্রের মধ্যে এক এক বংশ হইতে এক এক সহস্ৰ মনোনীত হইলে যুদ্ধার্থে বার ও সহস্ৰ লোক সজ্জিত হইল। এইরূপে মোশি এক এক ংশের এক এক সহস্ৰ লোককে এবং ইলিয়াসর যাজকের পুত্ৰ পীনহসকে যুদ্ধে প্রেরণ করিলেন ; এবং পবিত্র স্থানের পাত্র সকল ও রণবাদ্যের তুরী পীনহুসের হস্তগত ছিল। পরে মোশির প্রতি সদাপ্রভুর দত্ত গণনাপুস্তক । [○o ; アー○○ ; &8 আজ্ঞানুসারে তাহার। মিদিয়নের সহিত যুদ্ধ করিল, ৮ ও সমস্ত পুরুষকে বধ করিল। আর তাহারা মিদিয়নের রাজগণকে তাহীদের অন্ত নিহত লোকদের সহিত বধ করিল ; ইবি, রেকম, স্বর, হুর ও রেব, মিদিয়নের এই পাচ রাজাকে বধ করিল ; বিয়োরের ৯ পুত্র বিলিয়মকেও খড়গ দ্বারা বধ করিল। আর ইস্রায়েল-সন্তানগণ মিদিয়নের সকল স্ত্রীলোক ও বালকবালিকাদিগকে বন্দি করিয়া লইয়া গেল, এবং তাহাদের সমস্ত পশু, সমস্ত মেষপাল ও সমস্ত সম্পত্তি লুটিয়৷ ১০ লইল ; আর তাহদের সমস্ত নিবাস-নগর ও সমস্ত ১১ ছাউনী পোড়াইয় দিল । আর তাহারা লুটিত দ্রব্য, এবং মনুষ্য কি পশু, সমস্ত ধৃত জীব সঙ্গে লইয়। ১২ চলিল। তাহার ফিরহের নিকটবৰ্ত্তী যদনতীরস্থ মোয়াবের তলভূমিতে মোশির, ইলিয়াসর যাজকের ও ইস্রায়েল-সন্তানগণের সমস্ত মণ্ডলীর নিকটে বন্দিগণকে ও যুদ্ধে ধৃত জীবগণকে এবং লুটিত দ্রব্য সকল শিবিরে লইয়। গেল । আর মোশি, ইলিয়াসর যাজক ও মণ্ডলীর সমস্ত অধ্যক্ষ তাহদের সঙ্গে সাক্ষাৎ করিতে শিবিরের বাহিরে ১৪ গেলেন। তখন যুদ্ধ হইতে প্রত্যাগত সেনাপতিদের, অর্থাৎ সহস্ৰপতিদের ও শতপতিদের উপরে মোশি ১৫ ক্রুদ্ধ হইলেন । মোশি তাহাদিগকে কহিলেন, তোমর ১৬ কি সমস্ত স্ত্রীলোককে জীবিত রাখিয়াছ ? দেখ, বিলিয়মের পরামর্শে তাহারাই পিয়োর দেবের বিষয়ে ইস্রায়েল সন্তানগণকে সদাপ্রভুর বিপরীতে সত্যলঙ্ঘন করাইয়াছিল, তন্নিমিত্তই সদাপ্রভুর মণ্ডলীতে মহামারী ১৭ হইয়াছিল । অতএব তোমরা এখন বালকবালিকাদের মধ্যে সমস্ত বালককে বধ কর, এবং শয়নে পুরুষের ১৮ পরিচয় প্রাপ্ত সমস্ত স্ত্রীলোককেও বধ কর ; কিন্তু যে বালিকার শয়নে পুরুষের পরিচয় পায় নাই, তাহাদিগকে আপনাদের জন্ত জীবিত রাখ। আর তোমরা সাত দিন শিবিরের বাহিরে ছাউনী করিয়া থাক ; তোমরা যত লোক মনুষ্যহত্যা করিয়াছ ও হত লোককে স্পর্শ করিয়াছ, সকলে তৃতীয় দিবসে ও সপ্তম দিবসে আপনাদিগকে ও আপন আপন বন্দিগণকে মুক্তপাপ কর ; আর যাবতীয় বস্ত্ৰ, চৰ্ম্মনিৰ্ম্মিত যাবতীয় বস্তু, ছাগলোমনিৰ্ম্মিত যাবতীয় বস্তু ও কান্তনিৰ্ম্মিত যাবতীয় বস্তুর বিষয় আপনাদিগকে মুক্তপাপ কর । ২১ আর যাহার যুদ্ধে গিয়াছিল, ইলিয়াসর যাজক সেই যোদ্ধাদিগকে কহিলেন, সদাপ্রভু কর্তৃক মোশিকে দত্ত ২২ ব্যবস্থার এই বিধি ; কেবল স্বর্ণ, রৌপ্য, পিত্তল, ২৩ লোহ, রাঙ্গ ও সীসা প্রভূতি যে সকল দ্রব্য অগ্নিতে নষ্ট হয় না, সে সকল অগ্নির মধ্য দিয়া চালাইবে, তাহাতে তাহ শুচি হইবে ; তথাপি তাহ অশৌচন্ত্র জলে মুক্তপাপ করিতে হইবে ; কিন্তু যে যে দ্রব্য অগ্নিত নষ্ট হয়, তাহ তোমরা জলের মধ্য দিয়া ২৪ চলাইবে । আর সপ্তম দিবসে তোমরা আপন আপন .ே X R 142