পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/১৫৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

》 8 ○ দের প্রতি যাহা করিতে মনস্থ করিয়াছিলাম, তাহ তোমাদের প্রতি করিব । কনান দেশের সীমা নিরূপণ ও বিভাগ । J8 আর সদাপ্রভু মেশিকে কহিলেন, তুমি ইস্রায়েল-সন্তানগণকে আজ্ঞা কর, তাহাদিগকে বল, তোমরা কনান দেশে প্রবেশ করিতে উদ্যত আছ ; তোমরা অধিকারার্থে যে দেশ পাইবে, চতুঃসীমানুসারে ৩ সেই কনান দেশ এই । ইদোমের নিকটস্থিত সিন প্রান্তর অবধি তোমাদের দক্ষিণ অঞ্চল হইবে, ও পূর্বদিকে লবণ-সমুদ্রের প্রান্ত হইতে তোমাদের দক্ষিণ ৪ সীম৷ হইবে । আর তোমাদের সীমা আক্রবরীম আরোহণ-পথের দক্ষিণদিকে ফিরিয়া সিন পর্য্যন্ত যাইবে, ও তথা হইতে কাদেশ বর্ণেয়ের দক্ষিণদিকে যাইবে : এবং হৎসর-আদরে আসিয়া অস্মেন পৰ্য্যন্ত যাইবে । ৫ পরে ঐ সীমা অস্মেন হইতে মিসরের নদী পর্য্যন্ত বেড়িয়া আসিবে, এবং সমুদ্র পর্য্যন্ত এই সীমার শেষ ৬ হইবে। পশ্চিম সীমার জন্ত মহাসমুদ্র তোমাদের পক্ষে ৭ রহিল, ইহাই তোমাদের পশ্চিম সীম৷ হইবে । আর তোমাদের উত্তর সীমা এই ; তোমরা মহাসমুদ্র হইতে ৮ আপনাদের জন্ত হোর পর্বত লক্ষ্য করিবে । হোর পৰ্ব্বত হইতে হমাতের প্রবেশস্থান লক্ষ্য করিবে। তথা ৯ হইতে সেই সীম৷ সদাদ পৰ্য্যন্ত বিস্তুত হইবে। আর সেই সীমা সিফ্রেণি পৰ্য্যন্ত যাইবে, ও হৎসর-ঐনন পৰ্য্যন্ত বিস্তুত হইবে ; ইহাই তোমাদের উত্তর সীমা হইবে । ১• আর পূর্ব সীমার নিম-ত্ত তোমরা হৎসর ঐনন হইতে ১১ শফম লক্ষ্য করবে। পরে সে সীমা শফাম হইতে ঐনের পূর্বদিক্ হইয়া রিরা পৰ্য্যন্ত নামিয়া যাইবে ; সে সীম৷ নমিয়। পূর্বদিক কিন্নেরৎ হদের তট পয্যন্ত যাইবে । ১২ পরে সে সীমা যদ্দন দিয়৷ যাইবে, এবং লবণসমুদ্র পৰ্য্যন্ত বিস্তৃত হইবে ; চতুঃসীমানুসারে এই তোমাদের ১৩ দেশ হইবে । আর মেশি ইস্রায়েল-সন্তানগণক এই আজ্ঞা করিলেন, যে দেশ তোমরা গুলিবট দ্বারা অধিকার করিবে, সদাপ্রভু সাড়ে নয় বংশকে যে দেশ ১৪ দিতে অজ্ঞা করিয়াছেন, এ সেই দেশ। কেননা আপন আপন পিতৃকুলানুসারে রূবেণ-সন্তানদের বংশ, আপন আপন পিতৃকুলানুসারে গাদ-সন্তানদের বংশ আপন অধিকার পাইয়াছে ও মনঃশির অৰ্দ্ধবংশও পাইয়াছে । ১৫ যির হার নিকটস্থ যাদনের পূর্বপারে স্থৰ্য্যোদয়-দিকে সেই আড়াই বংশ আপন আপন অধিকার পাইয়াছে। ১৬,১৭ পরে সদাপ্রভু মেশিকে কহিলেন, যাহার তোমাদের অধিকার জন্ত দেশ বিভাগ করিয়া দিবে, তাহীদের এই এই নাম ; ইলিয়াসর যাজক ও নুনের ১৮ পুত্ৰ যিহোশূয়। আর তোমরা প্রত্যক বংশ হইতে এক এক জন অধ্যক্ষকে দেশ বিভাগ করণার্থে গ্রহণ ১৯ করিবে । সেই ব্যক্তিদের নাম এই এই, যিহুদী বংশের ২• যিফুল্লির পুত্র কালেব। শিমিয়োন সন্তানদের বংশের ২১ অন্মস্থদের পুত্র শমূয়েল। বিস্তামীন বংশের কিলো গণনাপুস্তক । [ ৩ ৪ ; ১ – ৩৫ ; ১৩ ২২ নের পুত্র ইলীদদ। দান-সন্তানদের বংশীধ্যক্ষ যগুলির ২৩ পুত্ৰ বুকি। যোষেফের পুত্রদের মধ্যে মনঃশি-সন্তানদের ২৪ বংশধ্যক্ষ এফেদের পুত্র হল্পীয়েল। ইফ্রয়িম-সন্তানদের ২৫ বংশীধ্যক্ষ শিপ্তনের পুত্র কমূয়েল। সবুলুন-সন্তানদের ২৬ বংশীধ্যক্ষ পর্ণকের পুত্র ইলীষাফণ। ইষাখর-সন্তানদের ২৭ বংশীধ্যক্ষ অস্সনের পুত্ৰ পলুটিয়েল। আশের-সন্তান২৮ দের বংশীধ্যক্ষ শলোমির পুত্র অহীহুদ। নগুলি-সন্তান২৯ দের বংশীধ্যক্ষ অন্মাহদের পুত্র পদহেল। কনান দেশে ইস্রায়েল-সন্তানগণের নিমিত্তে অধিকার বিভাগ করিয়া দিতে সদাপ্রভু এই সকল লোককে আজ্ঞা করিলেন। লেীয়দের নগর ও আশ্রয়-নগর নিরূপণ । ○(。 পরে সদাপ্রভু মোয়াবের তলভূমিতে বিরাহোর নিকটস্থ যাদনের নিকটে মেশিকে কহিলেন, ২ তুমি ইস্রায়েল-সন্তানগণকে আজ্ঞা কর, যেন তাহার আপন আপন অধিকৃত অংশ হইতে বাস করিবার জন্ত কতকগুলি নগর লেবীয়দিগকে দেয় ; তোমরা সেই সকল নগরের সহিত চারিদিকের পরিসরভূমিও ৩ লেবীয়দিগকে দিবে। সে সকল নগর তাহীদের নিবাসের জন্য হইবে, ও নগরগুলির পরিসরভূমি তাহাদের পশুগণ, সম্পত্তি ও জীব সকলের নিমিত্ত ৪ হইবে । আর তোমরা নগরগুলির যে সকল পরিসরভূমি লেবায়দিগকে দিবে, তাহার পরিমাণ নগর৫ প্রাচীরের বাহিরে চতুর্দিকে সহস্র হস্ত হইবে। আর তোমরা নগরের বাহিরে তাহার পূর্ব সীমা দুই সহস্র হস্ত, দক্ষিণ সীমা দুই সহস্র হস্ত, পশ্চিম সীমা দুই সহস্ৰ হস্ত ও উত্তর সীমা দুই সহস্র হস্ত পরিমাণ করিবে ; মধ্যস্থলে নগরটা থাকিবে । তাহীদের জন্য উহ নগরের ৬ পরিসরভূমি হইবে । নরহুস্তাদের পলায়নার্থে যে ছয়টা আশ্রয়-নগর তোমরা দিবে, সেই সকল এবং তাহা ছাড়া আরও বেয়াল্লিশট নগর তোমরা লেবীয়দিগকে ৭ দিবে। সৰ্ব্বশুদ্ধ আটচল্লিশ নগর ও সেইগুলির পরিসর৮ ভূমি লেবায়দিগকে দিবে। আর ইস্রায়েল-সন্তানগণের অধিকার হইতে সেই সকল নগর দিবার সময় তোমরা অধিক হইতে অধিক ও তাল্প হইতে অল্প লইবে : প্রত্যেক বংশ আপনার প্রাপ্ত অধিকারানুসারে কতকগুলি নগর লেবীয়দিগকে দিবে। ৯.১০ পরে সদাপ্রভু মেশিকে কহিলেন, তুমি ইস্রায়েলসন্তানগণকে কহ, তাহাদিগকে বল, যখন তোমরা ১১ যদিন পার হইয়। কনান দেশে উপস্থিত হইবে, তখন তোমাদের আশ্রয়-নগর হইবার জন্ত কতকগুলি নগর নিরূপণ করিবে ; যে জন প্রমাদবশতঃ কাহারও প্রাণ নষ্ট করে, এমন নরহন্ত যেন তথায় পলায়ন করিতে ১২ পারে । ফলতঃ সেই সকল নগর প্রতিশোধদাতার হস্ত হইতে তোমাদের আশ্রয়স্থান হইবে ; যেন নরহন্ত৷ বিচারাথে মণ্ডলীর সম্মুখে উপস্থিত হইবার পূৰ্ব্বে মার। ১৩ ন পড়ে। তোমরা যে সকল নগর দিবে, তাহার মধ্যে 146