পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/১৬২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

》@ & ২৫ কি পৃথিবীতে এমন ঈশ্বর কে আছে ? বিনয় করি, আমাকে ওপারে গিয়া যদ্দনপারস্থ সেই উত্তম দেশ, সেই রমণীয় গিরিপ্রদেশ ও লিবানান দেখিতে দেও ! ২৬ কিন্তু সদাপ্রভু তোমাদের জন্ত আমার প্রতিকূলে ক্রুদ্ধ হওয়াতে আমার কথা শুনিলেন না; সদাপ্রভু আমাকে কহিলেন, তোমার পক্ষে এই যথেষ্ট, এ বিষয়ের কথা ২৭ আমাকে আর বলিও না। পিসগার শৃঙ্গে উঠ, এবং পশ্চিম, উত্তর, দক্ষিণ ও পূৰ্ব্ব দিকে দৃষ্টিপাত কর ; আপন চক্ষে নিরীক্ষণ কর, কেননা তুমি এই যদিন ২৮ পার হইতে পাইবে না। কিন্তু তুমি যিহোশূয়কে আজ্ঞা কর, তাহাকে আশ্বাস দেও, এবং তাহাকে বীৰ্য্যবান্‌ কর, কেননা সে এই লোকদের অগ্রগামী হইয়৷ পার হইবে, আর যে দেশ তুমি দেখিবে, সেই দেশ ২৯ সে তাহাদিগকে অধিকার করাইবে । এইরূপে আমরা বৈৎ-পিয়োরের সন্মুখস্থিত উপত্যকায় বাস করিলাম। 8 এক্ষণে, হে ইস্রায়েল, আমি যে যে বিধি ও শাসন পালন করিতে তোমাদিগকে শিক্ষা দিই, তাহা শ্রবণ কর ; যেন তোমরা বাচিতে পার, এবং তোমাদের পিতৃপুরুষদের ঈশ্বর সদাপ্রভু তোমাদিগকে যে দেশ দিতেছেন, তাহার মধ্যে প্রবেশ করিয়া তাহ ২ অধিকার করিতে পার । আমি তোমাদিগকে যাহা আজ্ঞা করি, সেই বাক্যে তোমরা আর কিছু যোগ করিবে না, এবং তাহার কিছু হ্রাস করিবে না। আমি তোমাদিগকে যাহা যাহা আদেশ করিতেছি, তোমাদের ঈশ্বর সদাপ্রভুর সেই সকল আজ্ঞা পালন করিবে । ৩ বাল-পিয়োরের বিষয়ে সদাপ্রভু যাহা করিয়াছিলেন, তাহা তোমরা স্বচক্ষে দেখিয়াছ ; ফলতঃ তোমার ঈশ্বর সদাপ্রভু বাল-পিয়োরের অনুগামী প্রত্যেক জনকে ৪ তোমার মধ্য হইতে বিনষ্ট করিয়াছিলেন; কিন্তু তোমরা যত লোক তোমাদের ঈশ্বর সদাপ্রভুতে আসক্ত ছিলে, ৫ সকলেই অদ্য জীবিত আছ। দেখ, আমার ঈশ্বর সদাপ্রভু আমাকে যেরূপ আজ্ঞা করিয়াছিলেন, আমি তোমাদিগকে সেইরূপ বিধি ও শাসন শিক্ষা দিয়াছি ; যেন,তোমরা ষে দেশ অধিকার করিতে যাইতেছ, সেই ৬ দেশের মধ্যে তদনুসারে ব্যবহার কর । অতএব তোমরা সে সমস্ত মাস্ত করিও, ও পালন করিও ; কেননা জাতি সকলের সমক্ষে তাঁহাই তোমাদের জ্ঞান ও বুদ্ধি স্বরূপ হইবে ; এই সকল বিধি শুনিয়া তাহার বলিবে, সত্যই, এই মহাজাতি জ্ঞানবান ও বুদ্ধিমান লোক ; ৭ কেননা কোন বড় জাতির এমন নিকটবৰ্ত্তী ঈশ্বর আছেন, যেমন আমাদের ঈশ্বর সদাপ্রভু ? যখনই ৮ আমরা তাহাকে ডাকি, তিনি নিকটবৰ্ত্তী। আর আমি অদ্য তোমাদের সাক্ষাতে যে সমস্ত ব্যবস্থা দিতেছি, তাহার মত যথার্থ বিধি ও শাসন কোন বড় জাতির ৯ আছে ? কিন্তু তুমি নিজের বিষয়ে সাবধান, তোমার প্রাণের বিষয়ে আত সাবধান থাক; পাছে তুমি যে সকল ব্যাপার স্বচক্ষে দেখিয়াছ, তাহা ভুলিয়া যাও ; আর পাছে জীবন থাকিতে তোমার হৃদয় হইতে তাহ লুপ্ত হয় : দ্বিতীয় বিবরণ। ২৩ অধিকার করিবে । তোমরা আপনাদের বিষয়ে সাব152 [ © ; २¢- 8 ; २७ ।। তুমি আপন পুত্র পৌত্রদিগকে তাহ শিক্ষা দেও। ১০ সেই দিন, যে দিন তুমি হোরেবে আপন ঈশ্বর সদাপ্রভুর সম্মুখে দাড়াহুয়াছিল, সেই দিন সদাপ্রভু আমাকে কহিলেন, তুমি আমার নিকটে লোকদিগকে একত্র কর, আমি আপন বাক্য সকল তাহাদিগকে শুনাইব ; তাহারা পৃথিবীতে যত দিন জীবিত থাকে, তত দিন যেন আমাকে ভয় করে, এই বিষয় তাহার ১১ শিখিবে, এবং আপন সন্তানগণকেও শিখাইবে। তাহাতে তোমরা নিকটবৰ্ত্তী হইয়া পৰ্ব্বতের তলে দাড়াইয়াছিলে ; এবং সেই পৰ্ব্বত গগনের অভ্যন্তর পর্য্যন্ত অগ্নিতে জ্বলিতেছিল, অন্ধকার, মেঘ ও ঘোর তিমির ১২ ব্যাপ্ত ছিল। তখন অগ্নির মধ্য হইতে সদাপ্রভু তোমাদের কাছে কথা কহিলেন ; তোমরা বাক্যের রব শুনিতেছিলে, কিন্তু কোন মূৰ্ত্তি দেখিতে পাইলে না, ১৩ কেবল রব হইতেছিল। আর তিনি আপনার যে নিয়ম পালন করিতে তোমাদিগকে আজ্ঞা করিলেন, সেই নিয়ম অর্থাৎ দশ আজ্ঞ তোমাদিগকে আদেশ করিলেন, এবং দুইখান প্রস্তরফলকে লিখিলেন। তোমরা যে দেশ অধিকার করিতে পার হইয়া যাইতেছ, সেই দেশে তোমাদের পালনীয় বিধি ও শাসন সকল তোমাদিগকে শিক্ষা দিতে সদাপ্রভু সেই সময়ে ১৫ আমাকে আজ্ঞা করিলেন। যে দিন সদাপ্ৰভু হোরেবে অগ্নির মধ্য হইতে তোমাদের সহিত কথা কহিতেছিলেন, সেই দিন তোমরা কোন মূৰ্ত্তি দেখ নাই ; অতএব আপন আপন প্রাণের বিষয়ে অতিশয় সাবধান ১৬ হও; পাছে তোমরা ভ্ৰষ্ট হইয়া আপনাদের জন্ত কোন আকারের মূৰ্ত্তিতে ক্ষোদিত প্রতিমা নিৰ্ম্মাণ করা: ১৭ পাছে পুরুষের বা স্ত্রীর প্রতিকৃতি, পৃথিবীন্থ কোন পশুর প্রতিকৃতি, আকাশে উড়ডীয়মান কোন পক্ষীর ১৮ প্রতিকৃতি, ভূচর কোন সরীস্বপের প্রতিকৃতি, অথবা ভূমির নীচস্থ জলচর কোন জন্তুর প্রতিকৃতি নিৰ্ম্মাণ ১৯ কর ; আর আকাশের প্রতি চক্ষু তুলিয়া স্বৰ্য্য, চন্দ্র ও তারা, আকাশের সমস্ত বাহিনী দেখিলে, তোমার ঈশ্বর সদাপ্রভু যাহাদিগকে সমস্ত আকাশমণ্ডলের নীচে স্থিত সমস্ত জাতির জন্ত বণ্টন করিয়াছেন, পাছে ভ্রান্ত হইয়া তাহীদের কাছে প্ৰণিপাত কর ও তাহীদের ২• সেবা কর । কিন্তু সদাপ্রভু তোমাদিগকে গ্রহণ করিয়াছেন, লৌহের হাফর হইতে, মিসর হইতে তোমাদিগকে বাহির করিয়া আনিয়াছেন, যেন তোমরা তাহার ২১ অধিকাররূপ প্রজা হও, যেমন অদ্য আছ । আর তোমাদের জন্ত সদাপ্রভু আমার প্রতিও ক্রুদ্ধ হইয়া এই দিব্য করিয়াছেন যে, তিনি আমাকে যদিন পার হইতে দিবেন না, এবং তোমার ঈশ্বর সদাপ্রভু তোমাকে যে দেশ অধিকারার্থে দিতেছেন, সেই উত্তম দেশে ২২ আমাকে প্রবেশ করিতে দিবেন না। যাস্তবিক এই দেশেই আমাকে মরিতে হইবে ; আমি যদিন পার হইয়া যাইব না ; কিন্তু তোমরা পার হইয়া সেই উত্তম দেশ > 8