পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/১৬৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* G 8 বলি, সে সকল শুন, তোমরা তাহ শিক্ষা কর, ও ২ যত্নপূর্বক পালন কর । আমাদের ঈশ্বর সদাপ্রভু হোরেবে আমাদের সহিত এক নিয়ম করিয়াছেন । ও সদাপ্রভু আমাদের পিতৃপুরুষদের সহিত সেই নিয়ম করেন নাই, কিন্তু অদ্য এই স্থানে সকলে জীবিত ৪ আছি যে আমর, আমাদেরই সহিত করিয়াছেন। সদাপ্রভু পৰ্ব্বতে অগ্নির মধ্য হইতে তোমাদের সহিত ও সম্মুখাসম্মুখি হইয়৷ কথা বলিলেন। সেই সময়ে আমিই তোমাদিগকে সদাপ্রভুর বাক্য জ্ঞাত করিবার জন্ত সদাপ্রভুর ও তোমাদের মধ্যে দণ্ডায়মান ছিলাম ; কেননা অগ্নি হইতে ভীত হওয়াতে তোমরা পৰ্ব্বতে উঠ নাই । তিনি বলিলেন, ৬ আমি তোমার ঈশ্বর সদাপ্রভু, যিনি মিসর দেশ হইতে, দাস-গৃহ হইতে, তোমাকে বাহির করিয়া আনিলেন । ৭ আমার সাক্ষাতে তোমার অন্ত দেবতা না থাকুক । ৮ তুমি আপনার নিমিত্তে ক্ষোদিত প্রতিমা নিৰ্ম্মাণ করিও না ; উপরিস্থ স্বর্গ, নীচস্থ পৃথিবীতে ও পৃথিবীর নীচস্থ জলে যাহ। ঘাই আছে, তাহীদের কোন ৯ মূৰ্ত্তি নিৰ্ম্মাণ করিও না ; তুমি তাহদের কাছে প্রণিপাত করিও না, এবং তাহদের সেবা করিও না ; কেননা তোমার ঈশ্বর সদাপ্রভু আমি স্বগৌরব রক্ষণে উদযোগী ঈশ্বর ; আমি পিতৃগণের অপরাধের প্রতিফল সন্তানদিগের উপরে বর্তীই, যাহারা আমাকে দ্বেষ করে, তাহদের তৃতীয় চতুর্থ পুরুষ পৰ্য্যন্ত বৰ্ত্তাই ; ১০ কিন্তু যাহারা আমাকে প্রেম করে ও আমার অজ্ঞা সকল পালন করে, অামি তাহদের সহস্র [পুরুষ] পৰ্য্যন্ত দয়া করি । তোমার ঈশ্বর সদাপ্রভুর নাম অনৰ্থক লইও না, কেনন যে কেহ তাহার নাম অনৰ্থক লয়, সদাপ্ৰভু তাহাকে নির্দোষ করিবেন না । ১২ তোমার ঈশ্বর সদাপ্রভুর আজ্ঞানুসারে বিশ্রামদিন ১৩ পালন করিয়া পবিত্র করিও । ছয় দিন শ্রম করিও, ১৪ আপনার সমস্ত কাৰ্য্য করিও; কিন্তু সপ্তম দিন তোমার ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশে বিশ্রামদিন ; সেই দিন তুমি কি তোমার পুত্র কি কস্তা, কি তোমার দাস কে দাসী, কি তোমার গোরু, কি গর্দভ, কি অন্ত কোন পশু, কি তোমার পুরদ্বারের মধ্যবত্তী বিদেশী, কেহ কোন কাৰ্য্য করিও না ; তোমার দাস ও তোমার ১৫ দাসী যেন তোমার দ্যায় বিশ্রাম পায়। স্মরণে রাখিও, মিসর দেশে তুমি দাস ছিলে, কিন্তু তোমার ঈশ্বর সদtপ্রভু বলবান হস্ত ও বিস্তারিত বাহু দ্বারা তথা হইতে তোমাকে বাহির করিয়৷ অনিলেন ; এই জন্ত তোমার ঈশ্বর সদাপ্রভু বিশ্রামদিন পালন করিতে তোমাকে আজ্ঞা করিয়াছেন । তোমার ঈশ্বর সদাপ্রভুর আজ্ঞানুসারে তোমার পিতাকে ও তোমার মাতাকে সমাদর করিও ; যেন তোমার ঈশ্বর সদাপ্রভু তোমাকে যে দেশ দেন, Y 3 > 。 দ্বিতীয় বিবরণ। [ ৫ ; ২ – ৩২ ৷ সেই দেশে তোমার দীর্ঘ পরমাৰু হয় ও তুমি মঙ্গল 의 33 || ১৭ নরহত্য করিও না । ১৮ ব্যভিচার করিও না । ১৯ চুরি করিও না । • ২• তুমি প্রতিবাসীর বিরুদ্ধে মিথ্য সাক্ষ্য দিও না । ২১ তোমার প্রতিবাসীর স্ত্রীতে লোভ করিও না : প্রতিবাসীর গৃহে কি ক্ষেত্রে, কিম্ব তাহার দাসে কি দাসীতে, কিম্বা তাহার গোরুতে কি গর্দভে, প্রতিবাসীর কোন বস্তুতেই লোভ করিও না । সদাপ্রভু পৰ্ব্বতে অগ্নির, মেঘের ও ঘোর অন্ধকারের মধ্য হইতে তোমাদের সমস্ত সমাজের নিকটে এই সমস্ত বাক্য মহারবে বলিয়াছিলেন, আর কিছুই বলেন নাই। পরে তিনি এই সমস্ত কথা দুইখান প্রস্তরফলকে ২৩ লিখিয়া আমাকে দিয়াছিলেন । কিন্তু যখন তোমরা অন্ধকারের মধ্য হইতে সেই রব শুনিতে পাইলে, এবং অগ্নিতে পৰ্ব্বত জ্বলিতেছিল, তখন তোমরা, তোমাদের বংশীধ্যক্ষগণ ও প্রাচীনগণ সকলে আমার নিকটে ২৪ আসিয়া কাহলে, দেখ, আমাদের ঈশ্বর সদাপ্রভু আমাদের কাছে আপন প্রতাপ ও মহম। প্রদর্শন করিলেন, এবং আমরা অগ্নির মধ্য হইতে তাহার রব শুনিতে পাইলাম ; মনুষ্যের সহিত ঈশ্বর কথা কহিলেও সে ২৫ বাচিতে পারে, ইহ। আমরা অদ্য দেখলাম। কিন্তু আমরা এখন কেন মরিব ? ঐ মহ। অগ্নি ত অামাদিগকে গ্রাস করিবে ; আমরা যদি আমাদের ঈশ্বর ২৬ সদাপ্রভুর রব আবার শুনি, তবে মারা পড়িব । কেননা যাহার। মাংসময়, তাহাঁদের মধ্যে এমন কে আছে যে, আমাদের ছায় অগ্নির মধ্য হইতে বা ক্যবাদী জীবৎ ২৭ ঈশ্বরের রব শুনিয়া বাচিয়াছে ? তুমিই নিকটে গিয়া আমাদের ঈশ্বর সদাপ্রভু যে সমস্ত কথা কহেন, তাহী শুন ; আমাদের ঈশ্বর সদাপ্রভু তোমাকে যাহা যাহা বলিবেন, সেই সমস্ত কথা তুমি আমাদিগকে বলিও ; আমরা তাহ শুনিয়া পালন করব । তোমরা যখন আমাকে এই কথা কহিলে, তখন সদাপ্রভু তোমাদের সেই বাক্যের রব শুনিলেন; আর সদাপ্রভু আমাকে কহিলেন, এই লোকের তোমাকে যাহ। যহ বলিয়াছে, সেই বাক্যের রব আমি শুনিলাম ; উহারা যাহ। যাহা বলিয়াছে, সে সমস্ত ভালই ২৯ বলিয়াছে । আহা, সৰ্ব্বদ। আমাকে ভয় করিতে ও আমার আজ্ঞ সকল পালন করিতে যদি উহাদের এইরূপ মন থাকে, তবে উহাদের ও উহাদের সন্তান৩০ দের চিরস্থায়ী মঙ্গল হইবে । তুমি যাও, উহাদিগকে ৩১ আপন আপন তাম্বুতে ফিরিয়৷ যাইতে বল। কিন্তু তুমি আমার নিকটে এই স্থানে দাড়াও, তুমি উহাদিগকে যাই যাহা শিক্ষ। দিবে, আম তোমাকে সেই সমস্ত আজ্ঞ, বিধি ও শাসন বলয় দিই ; যেন আমি যে দেশ অধিকারাথে উহাদিগকে দিতেছি, সেই ৩২ দেশে উহার তাহ পালন করে । অতএব তোমাদের ーペ ミbr 154