পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/১৬৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৫ ; ৩৩ – ৭ ; ২ । ] ঈশ্বর সদাপ্রভু তোমাদিগকে যেমন আজ্ঞা করিলেন, তাহা যত্বপূর্বক পালন করিবে, তাহার দক্ষিণে কি ৩৩ বামে ফিরিবে না। তোমাদের ঈশ্বর সদাপ্রভু তোমাদিগকে যে যে পথে চলিবার আজ্ঞা দিলেন, সেই সমস্ত পথে চলিবে ; যেন তোমরা বাচিতে পার ও তোমাদের মঙ্গল হয়, এবং যে দেশ তোমরা অধিকার করবে, তথায় তোমাদের দীর্ঘ পরমায়ু হয়। আজ্ঞাবহ হইতে অনুরোধ । Wり তোমাদিগকে শিক্ষা দিবীর নিমিত্তে তোমাদের ঈশ্বর সদাপ্রভু আমাকে এই আজ্ঞ, ও এই এই বিধি ও শাসন আদেশ করিয়াছেন ; যেন তোমরা যে দেশ অধিকার করিতে পার হইয়। যাইতেছ, সেই ২ দেশে সে সমস্ত পালন কর; যেন তাপন ঈশ্বর সদাপ্রভুকে ভয় করিয়া তুমি, তোমার পুত্র ও তোমার পোত্ৰাদি যাবজ্জীবন আমার আজ্ঞাপিত তাহার এই আজ্ঞা ও বিধি সকল পালন কর, এই রূপে যেন ৩ তোমার দীর্ঘ পরমায়ু হয়। অতএব হে ইস্রায়েল, শুন, এ সমস্ত যত্বপূর্বক পালন করিও, তাহাতে তোমার পিতৃপুরুষদের ঈশ্বর সদাপ্রভু তোমাকে যেরূপ বলিয়াছেন, তদনুসারে দুগ্ধমধুপ্রবাহী দেশে তোমার মঙ্গল হইবে ও তোমরা অতিশয় বদ্ধিষ্ণু হইবে। ৪ হে ইস্রায়েল, শুন ; আমাদের ঈশ্বর সদাপ্রভু একই ৫ সদাপ্রভু ; আর তুমি তোমার সমস্ত হৃদয়, তোমার সমস্ত প্রাণ ও তোমার সমস্ত শক্তি দিয়া আপন ঈশ্বর ৬ সদাপ্রভুকে প্রেম করবে। আর এই যে সকল কথা আমি অদ্য তোমাকে আজ্ঞা করি, তাহা তোমার ৭ হৃদয়ে থাকুক। আর তোমরা প্রত্যেকে আপন আপন সন্তানগণকে এ সকল যত্নপূর্বক শিক্ষা দিবে, এবং গৃহে বসিবার কিম্বা পথে চলিবার সময়ে এবং শয়ন কিম্ব গাত্ৰোখান কালে ঐ সমস্তের কথোপকথন ৮ করিবে । আর তোমার হস্তে চিহ্নস্বরূপে সে সকল বাধিয়। রাখিবে, ও সে সকল ভূষণস্বরূপে তোমার দুই ৯ চক্ষুর মধ্যস্থানে থাকিবে। আর তোমার গৃহদ্বারের কপালে ও তোমার বহিদ্বারে তাহ লিখিয়া রাখবে। ১০ তোমার পিতৃপুরুষ অব্রাহীমের, ইস্হাকের ও যাকোবের কাছে তোমার ঈশ্বর সদাপ্রভু তোমাকে যে দেশ দিতে শপথ করিয়াছেন, সেই দেশে তিনি তোমাকে উপস্থিত করিলে পর তুমি যাহা গাথ নাই, এমন বৃহৎ ১১ বৃহৎ ও সুন্দর স্বন্দর নগর, এবং যাহাতে কিছুই সঞ্চয় কর নাই, উত্তম উত্তম দ্রব্যে পরিপূর্ণ এমন সকল গৃহ, ও যাহা খুদ নাই, এমন সকল খনিত কুপ, এবং যাই। প্রস্তুত কর নাই, এমন সকল দ্রাক্ষাক্ষেত্র ও জিতক্ষেত্র ১২ পাইয়। যখন তুমি ভোজন করিয়া তৃপ্ত হইবে, তৎকালে আপনার বিষয়ে সাবধান থাকিও, যিনি মিসর দেশ হইতে, দাস-গৃহ হইতে, তোমাকে বtiহর করিয়া অliনয়াছেন, সেই সদাপ্রভুকে ভুলিয়া যাইও না । ১৩ তুমি আপন ঈশ্বর সদাপ্রভুকেই ভয় করবে, তাহারই দ্বিতীয় বিবরণ। > G. & সেবা করিবে, ও তাঁহারই নাম লইয়া দিব্য করবে। ১৪ তোমরা অস্ত্য দেবগণের, চারিদিকের জাতিদের দেব১৫ গণের অনুগামী হইও না ; কেননা তোমার মধ্যবৰ্ত্তী তোমার ঈশ্বর সদাপ্রভু স্বগৌরব রক্ষণে উদ্‌যাগী ঈশ্বর। সাবধান, পাছে তোমার ঈশ্বর সদাপ্রভুর ক্রোধ তোমার প্রতিকুলে প্রজ্বলিত হয়, আর তিনি ভুমণ্ডল হইতে তোমাকে উচ্ছিন্ন করেন। ১৬ তোমরা মঃসাতে যেমন করিয়াছিলে, তেমনি আপ১৭ নাদের ঈশ্বর সদাপ্রভুর পরীক্ষা করিও না । তোমরা আপনাদের ঈশ্বর সদাপ্রভুর আদিষ্ট তাজ্ঞ, প্রমাণবাক্য ১৮ ও বিধি সকল যত্নপূর্বক পালন করিবে। তার সদাপ্রভুর দৃষ্টিতে যাহা হায্য ও উত্তম, তাহাই করবে, যেন তোমার মঙ্গল হয় ; এবং সদাপ্রভু যে দেশের বিষয়ে তোমার পিতৃপুরুষদের কাছে এই দিব্য করিয়াছেন যে, তিনি তোমার সম্মুখ হইতে তোমার সমুদয় ১৯ শক্র দূরীকৃত করিবেন, যেন তুমি সদাপ্রভুর বাক্যনুসারে সেই উত্তম দেশে প্রবেশ করিয়া তাহ অধিকার করিতে পার। ভাবী কালে যখন তোমার সন্তান জিজ্ঞাসা করিবে, আমাদের ঈশ্বর সদাপ্রভু তোমাদিগকে যে সকল প্রমাণবাক্য, বিধি ও শাসন দিয়াছেন, সে সকল কি ? ২১ তখন তুমি আপন সন্তানকে বলিবে, আমরা মিসর দেশে ফরেীণের দাস ছিলাম, আর সদাপ্রভু বলবান হস্ত দ্বারা মিসর হইতে আমাদিগকে বাহির করিয়া ২২ আনিলেন ; এবং আমাদের সাক্ষাতে সদাপ্রভু মিসরে, ফরেণে ও তাহার সমস্ত কুলে মহৎ ও ক্লেশদায়ক নানা ২৩ চিহ্ন ও অদ্ভুত লক্ষণ দেখাইলেন। আর তিনি অমাদিগকে তথা হইতে বাহির করিয়৷ অনিলেন, যেন আমাদের পিতৃপুরুষদের কাছে যে দেশের বিষয় দিব্য করিয়াছিলেন, সেই দেশ অমাদিগকে দিবার জন্য ২৪ তথায় পহুছইয়া দেন। আর সদপ্রভু আমাদিগকে এই সমস্ত বিধি পালন করিতে, আমাদের ঈশ্বর সদাপ্রভুকে ভয় করিতে অজ্ঞা করিলেন, যেন যাবজ্জীবন আমাদের মঙ্গল হয়, তার তিনি অদ্যকার মত যেন ২৫ আমাদিগকে জীবিত রাখেন। আর আমরা আপনাদের ঈশ্বর সদাপ্রভুর আজ্ঞানুসারে তাহার সম্মুখে এই সমস্ত বিধি যত্বপূর্বক পালন করিলে আমাদের ধাৰ্ম্মিকতা হইবে । R ø কনানীয়দের হইতে পৃথক্ থাকিতে আদেশ । R তুমি যে দেশ অধিকার করিতে যাইতেছ, সেই দেশে যখন তোমার ঈশ্বর সদাপ্রভু তোমাকে লইয়া যাইবেন, ও তোমার সম্মুখ হইতে অনেক জাতিকে, হিৰ্ত্তীয়, গির্গশীয়, ইমোরীয়, কনানীয়,পরিষীয়, হিববীয় ও বিবুধীয়, তোমা হইতে বৃহৎ ও বলবান এই সাত ই জাতিকে, দূর করবেন ; আর তোমার ঈশ্বর সদাপ্ৰভু 155