পাতা:বাইবেল পুরাতন নিয়ম ও নতুন নিয়ম.djvu/১৭১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১ ২ = ৬-৩২ ৷ ] ৬ করিবে, ও সেই স্থানে উপস্থিত হইবে। আর আপন আপন হোম, বলি, দশমাংশ, হস্তের উত্তোলনীয় উপহার, মানতের দ্রব্য, স্ব-ইচ্ছায় দত্ত নৈবেদ্য ও গোমেষাদি পালের প্রথমজাতদিগকে সেই স্থানে আনয়ন করিবে ; ৭ আর সেই স্থানে তোমাদের ঈশ্বর সদাপ্রভুর সম্মুপ ভোজন করিবে ; এবং তোমাদের ঈশ্বর সদ্যপ্ৰভু হইতে প্রাপ্ত আশীৰ্ব্বাদানুসারে যে কিছুতে হস্তাপণ ৮ কfরবে, তাহাতেই সপরিবারে আনন্দ করিবে । এই স্থানে আমরা এখন প্রত্যেকে আপন আপন দৃষ্টিত স্বাহ৷ স্তাষ্য. তাহা করিতেছি, তোমরা তদ্রুপ করিবে ৯ না ; কেননা তোমার ঈশ্বর সদাপ্রভু তোমাকে যে বিশ্রামস্থান ও অধিকার দিতেছেন, তথায় তোমরা এখনও ১• উপস্থিত হও নাই । কিন্তু যখন তোমরা যদন পার হইয়া আপন ঈশ্বর সদাপ্রভুর দত্ত অধিকার দেশে বাস করিবে, এবং চারিদিকের সমস্ত শক্র হইতে তিনি বিশ্রাম দিলে যখন তোমরা নিভয়ে বাস করবে: ১১ তৎকালে তোমাদের ঈম্বর সদা প্ৰভু আপন নামের বাসার্থে যে স্থান মনোনীত করবেন, সেই স্থান তোমরা আমার আদিষ্ট সমস্ত দ্রব্য, আপন আপন হোম, বলি, দশমাংশ, হস্তের উত্তোলনীয় উপহার ও সদাপ্রভুর উদ্দেশে প্রতিশ্রুত মানতের উৎকৃষ্ট দ্রব্য ১২ সকল আনিবে । আর তোমরা, তোমাদের পুত্রকন্তাগণ ও তোমাদের দাসদাসীগণ, তার তোমাদের নগরদ্বারের মধ্যবৰ্ত্তী লেবীয়, যাহার অংশ ও অধিকার তোমাদের মধ্যে নাই, তোমরা সকলে আপনাদের ঈশ্বর ১৩ সদাপ্রভুর সম্মুখে আনন্দ করিবে। সাবধান, যে কোন স্থান দেখ, সেই স্থানেই তোমার হোমবলি উৎসর্গ করিও ১৪ না ; কিন্তু তোমার কোন এক বংশের মধ্যে যে স্থান সদাপ্রভু মনোনীত করে বন, সেই স্থানেই তোমার হোমবলি উৎসর্গ করিবে ও সেই স্থানে আমার আদিষ্ট ১৫ সকল কৰ্ম্ম করিবে । তথাপি যপন তোমার প্রাণের অভিলাষ হইবে, তখন তুমি আপন ঈশ্বর সদপ্রভুর দত্ত আশীৰ্ব্ববাদানুসারে আপনার সমস্ত নগর দ্বারের ভিতরে পশু বধ করিয়া মাংস ভোজন করিতে পরিবে: অশুচি কি শুচি লোক সকলেই কুঞ্চসারের ও হরিণের ১৬ মাংসের মত তাহ ভোজন করিতে পারবে । কেবল তোমরা রক্ত ভোজন করিবে না; তুমি তাহা জলের স্তায় ভূমিতে ঢালিয়া ফেলিবে । তোমার শস্যের, দ্রাক্ষরসের ও তৈলের দশমাংশ, গোমেষাদির প্রথমজাত, এবং যাহা মানত করবে, সেই মানত-দ্রব্য, স্ব-ইচ্ছায় দত্ত নৈবেদ্য ও হস্তের উত্তোলনীয় উপহার, এই সকল তুমি আপন নগর দ্বারের ১৮ মধ্যে ভোজন করিতে পরিবে না। কিন্তু তোমার ঈশ্বর সদাপ্রভু যে স্থান মনোনীত করিবেন, সেই স্থানে তোমার ঈশ্বর সদপ্রভুর সম্মুখে তুম, তোমার পুত্রকস্তা, তোমার দাসদাসী ও তোমার নগর-দ্বারের মধ্যবৰ্ত্তী লেবীয়, সকলে তাহ ভোজন করবে, এবং তুমি যে কিছুতে হস্তাপণ করবে, তোমার ঈশ্বর সদা о. т. 11) ጏዋ দ্বিতীয় বিবরণ। > b 。 ১৯ প্রভুর সম্মুখে তাহাতেই আনন্দ করবে। সাবধান, তোমার দেশ যত কাল জীবিত থাক, লেধীয়কে ত্যাগ কfরও না । তোমার ঈশ্বর সদাপ্রভু যেমন তাঙ্গীকার করিয়াছেন, তদনুসারে যখন তোমার সীমা বিস্তার করিবেন, এবং মাংস ভক্ষণ তে মার প্রাণের অভিলাষ হইল তুমি বলিবে, মাংস ভক্ষণ করব, তখন তুম প্রণের অভি২১ লাধানুসারে মাংস ভক্ষণ করবে। আর তামার ঈশ্বর সদা প্রভু আপন নাম স্থাপনাথ যে স্থান মনোনীত করবেন, তাহ। যদি তোম। ইহতে বহু দূর হয়, তবে আমি যেমন বলিয়াছি, তদনুসারে তুমি সদ প্রভুর দত্ত গোমধাদি পাল হইতে পশু লই । বধ করবে, ও আপন প্রাণর অভিলাষানুসারে নগর-দ্বারের ভিতর ২২ ভোজন করিতে পারবে । যেমন কুঞ্চসার ও হরিণ ভক্ষণ করা যায়, তেমনি তাহ। ভক্ষণ করবে , আশুচি ২৩ কি শুচি লোক, সকলেঙ্গ তাই ভক্ষণ ক রবে । কেবল রক্তভোজন হইতে অতি সাবধান থাকিও, কেননা রক্তই প্রাণ; তুমি মাংসের সহিত প্রাণ ভোজন করিবে ২৪ ন । তুমি তাই ভোজন করিবে না, জলের স্যায় ২৫ ভূমিতে ঢালিয়া ফেলবে । তুমি তাই ভোজন করিবে ন। . যেন সদাপ্রভুর দৃষ্টিতে যাই। ন্যায, তাই করলে তোমার মঙ্গল ও তোমার ভাবী সন্তানদের মঙ্গল হয় । ২৬ কেবল তোমার যত পবিত্র বস্তু থাকে, এবং তোমার যত মানতের বস্তু থাকে, সেই সকল লইয়। সদাপ্রভুর ২৭ মনোনীত স্থানে যাইবে ; আর তোমার ঈশ্বর সদtপ্রভুর যজ্ঞবেদির উপরে তোমার হেমবল, মাংস ও রক্ত উৎসর্গ করবে, আর তোমার বলিসমূহের রক্ত তে २० রক্ত তোমার ঈশ্বর সদাপ্রভুর যজ্ঞ-বদির উপরে ঢাল। যাইবে, পরে তাহার মাংস ভোজন করিতে পারিবে । সাবধান হইয়। আমার আদিষ্ট এই সমস্ত বাক্য মাস্ত করেও, যেন তোমার ঈশ্বর সদা ভুর গোচরে যাই। উত্তম ও হায্য, তাহ করলে তোমার ও যুগানুক্রমে তোমার ভাবী সন্তানদের মঙ্গল হয় । তুমি যে জাতিগণকে অধিকারচু্যত করিতে যাইতেছ, তাহাদিগকে যখন তোমার ঈশ্বর সদাপ্রভু তোমার সম্মুখ হইতে উচ্ছিন্ন করবেন, ও তুমি তাহাদিগকে অ ধকারচুতে কারয় তাহাদর দেশে বাস করবে ; তপন সাবধান থাকিও, পাছে তোমার সম্মুখ হইতে তাহাদের বিনাশ হইলে পর তুমি তাহাদর অনুগামী হইয়া ফাদ পড় ; এবং পাছে তাহদের দেবগণের অন্বেষণ করিয়া বল, এই জাতিগণ আপন আপন দেবগণের সেব। কিরূপে করে ? আমিও সেইরূপ করিব । তুমি আপন ঈশ্বর সদাপ্রভুর প্রতি তদ্রুপ করবে না ; কেননা তাহারা আপন আপন দেবগণের উদ্দেশ সদাপ্রভুর ঘুণিত যাবতীয় কুক্ৰিয়া করিয়া আসিয়াছে ; এমন কি, তাহার। সেই দেবগণের উদে-শ আপন আপন পুত্রকন্তগণকেও অগ্নিঃত পোড়ায় । আমি যে কোন বিষয় তোমাদিগকে আজ্ঞা করি, २br R సె OS vరి:R 161